Thursday, December 12, 2024
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পআবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশ হলো ,সাড়ে পাঁচ লক্ষ নাম কাটা হলো...

আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশ হলো ,সাড়ে পাঁচ লক্ষ নাম কাটা হলো । আপনার নাম লিস্টে রয়েছে তো?

আবাস যোজনা প্রকল্পের রাজ্যে বাদ প্রায় সাড়ে পাঁচ লক্ষ । কেন্দ্রের দেওয়া ১৫ দফা বিধি মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনা উপভোক্তাদের তালিকা যাচাইয়ের কাজ শুরু করেছিল রাজ্য প্রশাসন । তাতে এখনো পর্যন্ত নাম বাদ গিয়েছে সাড়ে ৫ লক্ষ উপভোক্তা, আবার প্লাস প্রকল্পের তালিকা অনুযায়ী উপভোক্তার সংখ্যা ছিল ৪৫.৭২ লক্ষ বর্তমানে উপভোক্তা সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে ৪০.২৭ লক্ষে অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ লক্ষ নাম কাটা গিয়েছে। আবাস লিস্ট তৈরি করার শেষ লগ্নে কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে একটি জব কার্ডে যতগুলি সদস্য যুক্ত রয়েছে তাদের মধ্যে কেবলমাত্র একজন সদস্য বাড়ি পাবে। তালিকা যাচাইয়ের সময় বা পড়ে কোনরকম সংশোধন বা তথ্য বদল করতে পারবে না রাজ্য।
কেন্দ্রের এই নয়া নির্দেশে রাজ্যের চাপ আরো কিছুটা বাড়লো সেরকম টাই মত পর্যবেক্ষকদের। জেলায় জেলায় এই তালিকা সংশোধনের কাজ শুরু করতে হচ্ছে রাজ্যকে । তালিকার সংশোধন করে চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর তা কেন্দ্রের ওয়েবসাইডে আপলোড করতে হচ্ছে , বাড়িতে বাড়িতে আশা কর্মীরা যে সকল লিস্ট ভেরিফিকেশন করে প্রশাসনের কাছে জমা দিয়েছিল সেই লিস্টগুলি গ্রাম সভা এবং জেলাস্তরের অ্যাপেলেট কমিটির অনুমোদন পেয়ে গিয়েছে এবার তা কেন্দ্রের ডাটাবেছে এন্ট্রি করার পালা , অনলাইনে এন্টি করার সময় কেন্দ্রের সফটওয়্যার অটোমেটিক জব কার্ডের তথ্য ধরে অনেক নাম বাদ দিয়ে দিচ্ছে।

Head More: PMAYG LIST 2023: প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের লিস্ট ২০২৩| কারা বাড়ি পাবে, কারা পাবেনা দেখুন

নতুন শর্ত :-

১) জব কার্ডে নাম থাকা একজন ব্যক্তি হবেন যোগ্য উপভোক্তা সুতরাং জব কার্ডে থাকা সমস্ত ব্যক্তিদের মধ্যে কেবলমাত্র একজনই বাড়ি পাবে
২) পরিবার ভাঙলেও একই কার্ডে দ্বিতীয় ব্যক্তির তালিকা থেকে বাদ যাবেন
৩) কেন্দ্রের নির্দিষ্ট সফটওয়্যার উপভোক্তা কে চিহ্নিত করছে এবং অটোমেটিক উপভোক্তাদেরকে যাচাই করে তাদের নাম বাদ দিয়ে দিচ্ছে।

আবাস যোজনা রিজেক্ট লিস্ট কিভাবে দেখবেন:-

কোন জেলার রিজেক্ট লিস্ট অনলাইনে পাবলিশ করা হয় না ,সেক্ষেত্রে রিজেক্ট লিস্ট দেখার জন্য আপনাদেরকে আপনাদের লোকাল গ্রাম পঞ্চায়েতে বা বিডিও অফিসে যেতে হবে সেখান থেকে আপনারা আপনার নাম কেটেছে কিনা রেজেক্ট লিস্ট দেখতে পারবেন

Head More: Awas Yojana List 2022-23 | Awas Yojana List 2022 West Bengal |Awas Yojana List

আবাস যোজনার ফাইনাল লিস্ট কিভাবে দেখবেন:-

অনলাইনে লিস্ট দেখতে হলে আবাস যোজনার ওয়েবসাইট Pmayg.nic.in ওয়েবসাইটে গিয়ে Awaassoft তে অপশনে ক্লিক করতে হবে তার পরে Report অপশনে ক্লিক করে Social Audit Reports এ ক্লিক করে রাজ্য, জেলা, ব্লক, পশ্চায়েতের নাম দিয়ে লিস্ট চেক করতে হবে
Step 2

বর্তমানে সব জেলাতেই যাচাই শেষ হয়ে গিয়েছে এবং ফাইনাল লিস্ট তৈরি হয়ে গিয়েছে, এবার সেই ফাইনাল লিস্ট গুলি অনলাইনে এন্টির কাজ চলছে খুব শিগগিরই সেগুলি সাধারণ মানুষের উদ্দেশ্যে অনলাইনে পাবলিশ করা হবে। বর্তমানে আপনারা যদি ফাইনাল লিস্ট দেখতে চান এবং সেই লিস্টে আপনার নাম কাটলো কিনা দেখতে চান অতি অবশ্যই আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতে বা বিডিও অফিসে যেতে হবে বর্তমানে অফ লাইনে সেই ফাইনাল লিস্ট এবং যাদের নাম বাদ গিয়েছে সেই লিস্ট দেখা যাচ্ছে। খুব শিগগিরই সেই লিস্ট অনলাইনে পাবলিশ হবে ।

ওয়েবসাইট : https://pmayg.nic.in/netiayHome/home.aspx

আরো নিত্যনতুন আপডেট ও খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন নিচের দেওয়া লিংকে ক্লিক করে (এখানে হাত দিন)

Most Popular