ভারত সরকারের কর্মচারী স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন (ESIC) তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ অন্যান্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । ভারতের যে কোন নাগরিক এই পদে আবেদন করতে পারেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরাও চাইলে এই পদে আবেদন করতে পারেন। আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা,বয়স, শূন্যপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে আজকের এই প্রতিবেদনে।
এমপ্লয়মেন্ট নম্বর:- NIL
পদের নাম:-
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর(Assistant Professor), এসওসিয়েট সিনিয়র (Associate Professor), সিনিয়র রেসিডেন্ট (Senior Resident), স্পেশালিস্ট (পার্ট টাইম ও ফুল টাইম) , সুপার স্পেশালিস্ট (পার্ট টাইম ও ফুল টাইম ), প্রফেসর (Professor)
শূন্য পদ:-
২৫৫+
শিক্ষাগত যোগ্যতা :-
ESIC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের আবেদন করতে গেলে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েট(Post Graduate) , ডিপ্লোমা(Diploma),এমবিবিএস(MBBS) পাস করে থাকতে হবে
বয়স :-
সিনিয়র রেসিডেন্ট পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে স্পেশালিস্ট পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৭ বছরের মধ্যে হতে হবে
আরও পড়ুনঃ- বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩ । Bangla Sahayata Kendra Recruitment 2023
আবেদনের পদ্ধতি:-
ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে কোন অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী সিলেক্ট করা হবে । অংশগ্রহণ করার জন্য আপনার বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এছাড়াও আপনার কোন এক্সপেরিয়েন্স বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র থাকলে তা সঙ্গে নিয়ে ইন্টারভিউর স্থানে উপস্থিত হবেন।
ইন্টারভিউ স্থান:-
ESIC Medical College & Hospital, NH3,NIT, Faridabad, Haryana
ইন্টারভিউ এর তারিখ:-
১৭,২৩,২৪ শে জানুয়ারি ২০২৩ থেকে ৭,৮ ফেব্রুয়ারি ২০২৩।
অফিশিয়াল নোটিশ :-
Download Link 1 , Download Link 2 , Download Link 3, Download Link 4
অফিসিয়াল ওয়েবসাইট:-
সিরিয়াল নাম্বার | লিঙ্ক |
অফিসিয়াল ওয়েবসাইট | এখানে হাত দিন |
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান | এখানে হাত দিন |
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন | এখানে হাত দিন |