1956 Voter List West Bengal: অনলাইনেই পশ্চিমবঙ্গের ১৯৫৬ সালের ভোটার তালিকা চেক করেনিন!
ঘরে বসেই এবার পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ ১৯৫৬ সালের ভোটার লিস্ট। আপনার দাদু-ঠাকুমা, এমনকি তারও আগের প্রজন্মের নাম ভোটার তালিকায় দেখতে চান? এখন সেটা আর কল্পনার বিষয় নয়।
পশ্চিমবঙ্গের ১৯৫৬ সালের পুরনো ভোটার লিস্ট এখন অনলাইনে হাতের নাগালে। কারও কাছে এটা শখের বিষয়, আবার কারও কাছে জমি, সম্পত্তি বা অন্য নথির জন্য অমূল্য প্রমাণ। তাই আর সময় নষ্ট না করে দেখে নিন – কীভাবে মাত্র কয়েক মিনিটে আপনার জেলার পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করে ফেলবেন।
1956 Voter List West Bengal
কেন কাজে লাগতে পারে পুরনো ভোটার লিস্ট?
1) পরিবারের ইতিহাস খুঁজে বের করতে
2) জমি বা বাড়ির মালিকানার প্রমাণ হিসেবে
3) পূর্বপুরুষের তথ্য জানার জন্য
4) পুরনো সরকারি নথির সহায়ক দলিল হিসেবে
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে | Special Intensive Revision In West Bengal
কোন কোন জেলার তালিকা পাওয়া যাচ্ছে?
১৯৫৬ সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে নিম্নলিখিত জেলার জন্য, আপনার জেলা বেছে নিয়ে সরাসরি লিঙ্কে ক্লিক করুন (1956 Voter List West Bengal) –
বাঁকুড়া (1956) – এখানে ক্লিক করুন
বীরভূম (1956) – এখানে ক্লিক করুন
কোচবিহার (1956) – এখানে ক্লিক করুন
বর্ধমান (1956) – এখানে ক্লিক করুন
হুগলি (1956) – এখানে ক্লিক করুন
জলপাইগুড়ি (1956) – এখানে ক্লিক করুন
হাওড়া (1956) – এখানে ক্লিক করুন
কলকাতা (1956) – এখানে ক্লিক করুন
মালদা (1956) – এখানে ক্লিক করুন
মেদিনীপুর (1956) – এখানে ক্লিক করুন
মুর্শিদাবাদ (1956) – এখানে ক্লিক করুন
নদীয়া (1956) – এখানে ক্লিক করুন
পুরুলিয়া (1956) – এখানে ক্লিক করুন
দিনাজপুর (1956) – এখানে ক্লিক করুন
২৪ পরগনা (1956) – এখানে ক্লিক করুন
( অনেক সময় সার্ভার সমস্যা থাকলে মোবাইল থেকে লিস্ট ডাউনলোড করার পেজটি খুলতে চায় না, সেক্ষেত্রে আপনারা কম্পিউটার থেকে চেষ্টা করবেন হয়ে যাবে)
কিভাবে ডাউনলোড করবেন?
১. উপরের তালিকা থেকে আপনার জেলার নাম ঠিক করুন।
২. জেলার নামের পাশে থাকা “এখানে ক্লিক করুন” বোতামে ক্লিক করুন।
৩. তারপর যেই সালের লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেই সাল সিলেক্ট করুন, যে জেলার ডাউনলোড করতে চাইছেন সেই জেলা সিলেক্ট করুন এবং যে বিধানসভার ডাউনলোড করতে চাইছেন বিধানসভা সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করুন।
৪. তারপর Click To View / Download অপশনে ক্লিক করলেই লিস্ট ডাউনলোড হয়ে যাবে
বিকল্প উপায়
অনলাইনে ডাউনলোডে অসুবিধা হলে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সংরক্ষণাগার অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও জেলার ভিত্তিতে পুরনো ভোটার লিস্ট সংগ্রহ করা যাবে।
কিছু দরকারি টিপস
পুরনো নথি হাতে লেখা থাকতে পারে, তাই পড়তে একটু ধৈর্য ধরুন।
নাম খুঁজে পেলে সেটা আলাদা করে সেভ বা প্রিন্ট করে রাখুন।
যদি নাম খুঁজে না পান, বানানের একটু এদিক-ওদিক ভেবে খুঁজে দেখুন।
আরও পড়ুন:- 2002 voter list download west bengal| ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড
আরও পড়ুন:- আবার সবাইকে রেশন কার্ডের Kyc করতে হবে, নাহলে রেশন পাবেন না
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |