Sunday, October 6, 2024
Homeকৃষক সংক্রান্তসব কৃষকরা ৯০০০ টাকা পাবে, Pmkisan টাকা বাড়ানো হবে

সব কৃষকরা ৯০০০ টাকা পাবে, Pmkisan টাকা বাড়ানো হবে

দেশের কৃষকদের জন্য ২০২৪ সাল যেন খুশির খবর বহন করে নিয়ে আসছে ,কৃষকদের জন্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করার প্রস্তাব পাস হতে চলেছে । ইতিমধ্যেই মোদি সরকার কৃষি দপ্তরকে শক্তিশালী করতে এবং কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য ২০২৪ সালে বেশ কিছু বড় পদক্ষেপ নিতে চলেছে ।
আমরা জানি পিএম কিষাণ (Pm-kisan) প্রকল্প হল কেন্দ্র সরকারের কৃষকদের জন্য চালু করা সব থেকে বড় প্রকল্প ,এই প্রকল্পেই এবার কৃষকদের বার্ষিক ৬০০০ টাকার পরিবর্তে ৯০০০ টাকা দেওয়া হবে । এরই সাথে সাথে ফসলের বীমার পরিমাণ বাড়ানো হবে ।


২০২৪-এ ফেব্রুয়ারি মাসেই বাজেট রয়েছে সেই বাজেটেই খুশির খবর আসতে পারে। এই বিষয়টির সঙ্গে জড়িত দুজন সিনিয়র আধিকারিক বলেছেন যে সরকার ২০২৪-২০২৫ সালের বাজেটে কৃষিক্ষেত্রে প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করবে বর্তমান চলতি বছরে বরাদ্দের পরিমাণ রয়েছে ১.৪৪ লক্ষ কোটি সুতরাং ৩৯ শতাংশ বেশি বরাদ্দ করা সম্ভাবনা রয়েছে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো শুধুমাত্র কৃষকদের আয় বৃদ্ধি নয় সাথে কৃষকদের ফসলের বীমার পরিধি বাড়ানোর বিষয়টিও সরকার ভাবছে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কিভাবে লাভবান হবেন কৃষকরা:-
কৃষকদের পিএম কিষান প্রকল্পে বছরে বর্তমানে ৬০০০ টাকা দেওয়া হয়। তিনটি কিস্তির মাধ্যমে ২০০০-২০০০-২০০০ করে টাকা দেওয়া হয়। যদি প্রতিমাসের গড় হিসাব দেখা যায় তাহলে একজন কৃষক ৫০০ টাকা প্রতি মাসের হিসাবে পাচ্ছে। এবার এই টাকার পরিমানে সরকার বাড়াতে চলেছে ৬০০০ পরিবর্তে ৯০০০ টাকা সরকার বছরে দেবে ,সেক্ষেত্রে বছরে তিনবার টাকা দেওয়া হবে ৩ হাজার ৩ হাজার ৩ হাজার করে, মাসিক গড় হিসাব তাহলে ৭৫০ টাকা দাঁড়াচ্ছে।
উল্লেখ্য ২০২৪ ফেব্রুয়ারি মাসে Pmkisan প্রকল্পটি পাঁচ বছরে পদার্পণ করছে সেই উপলক্ষে আগামী পাঁচ বছরের জন্য সরকার কৃষকদের আয় ৫০% বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে

ফসল বীমার সুবিধা:
একইভাবে সরকার Pmkisan সঙ্গে সঙ্গে কৃষকদের ফসল বীমা যোজনার টাকার পরিমান বৃদ্ধি করতে চাইছে যাতে কৃষকরা ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণের টাকা একটু বেশি পেতে পারে

বাজেটে কত ফান্ড বাড়ানো হবে:-
এবার পিএম কিসান প্রকল্পে (pm-kisan) বাজেটে ৩০% এর বেশি অর্থ বরাদ্দ করার প্রস্তুতি চলছে। চলতি আর্থিক বছরে এটির পরিমাণ ছিল ৬০ হাজার কোটি টাকা।
একইভাবে ফসল বীমা প্রকল্পে ১৭% বেশি অর্থ বরাদ্দ করা হবে এবারের বাজেটে, যা চলতি বছরে ১৩৬২৫ কোটি টাকা রয়েছে

কবে থেকে এটি চালু হবে:-
আগামী ১লা ফেব্রুয়ারি ২০২৪ সালে প্রকাশিত হবে অন্তর্বর্তী বাজেট এবং লোকসভা নির্বাচনের পর ২০২৪ সালে জুলাই মাসে প্রকাশিত হবে পূর্ণ বাজেট এই দুটি বাজেটের কোন একটি বাজেটে এই বরাদ্দের ঘোষণা করা হতে পারে তবে সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোন সঠিক তথ্য এখনো জানানো হয়নি

Most Popular