kolkata high court recruitment: চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর এবার রাজ্যের সর্বোচ্চ বিচারালয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে Stenographer ও গ্রুপ – সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো ।
পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে । পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করতে হবে , বয়স সীমা কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি, বেতন কত দিবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।
পদের নাম:-
Stenographer, Grade- C
শিক্ষাগত যোগ্যতা:-
যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে এবং প্রার্থীদের টাইপিং এর দক্ষতা থাকা প্রয়োজন, এছাড়াও সাধারণ কম্পিউটার অপারেটিং জানতে হবে।
বয়স সীমা:-
০১-০১-২০২৪ অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে
আরও পড়ুন:- ICDS Job 2024: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন
মাসিক বেতন:-
মাসিক বেতন ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা
আবেদন ফি:-
Sc, St এর জন্য আবেদন ফি ৩০০ টাকা, অন্যান্য প্রার্থীদের ৮০০ টাকা আবেদন ফি জমা করতে হবে পোস্টাল অর্ডারের মাধ্যমে
আবেদনের পদ্ধতি:-
kolkata high court recruitment চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য অফলাইনে আবেদন করতে হবে । এই পদে আবেদনের জন্য নির্দিষ্ট কোন ফর্ম প্রকাশ করা হয়নি । আপনাদেরকে সাদা কাগজে নির্দিষ্ট ১৭টি পয়েন্ট উল্লেখ করে ফর্ম ফিলাপ করতে হবে অথবা নির্দিষ্ট ১৭ টি বয়ান আপনারা কম্পিউটারের মাধ্যমে একটি ফর্মে টাইপ করে সেখানে আপনার সমস্ত তথ্য ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র, ছবি, কাস্ট সার্টিফিকেট থাকলে তা দিতে হবে, এছাড়াও পোস্টাল ফি এবং একটি পোস্টাল স্ট্যাম্প লাগানো খাম পাঠাতে হবে । বিস্তারিত নোটিশ ডাউনলোড করে দেখে নিন
আবেদন পাঠানোর ঠিকানা :-
নির্দিষ্ট ফরমেটে সাদা কাগজে আপনাদের সমস্ত তথ্য লেখার পর ,সমস্ত ডকুমেন্ট একটি পোস্টাল খামের ভেতরে প্রবেশ করিয়ে সেটি আপনাদেরকে এই ঠিকানায় পোস্ট করতে হবে
Registrar General, High Court, 3, Esplanade Row (West), Calcutta – 700001
গুরুত্বপূর্ণ তারিখ:-
আবেদন করার শেষ তারিখ ১৫ মার্চ, ২০২৪
NOTICE DOWNLOAD:- CLICK HERE
OFFICIAL WEBSITE:- CLICK HERE
আরও পড়ুন:- ইন্টারভিউ এর মাধ্যমে BDO অফিসে সুপারভাইজার নিয়োগ, বেতন মাসে ১০ হাজার টাকা