Icds Recruitment 2024 : পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর । বর্তমানে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS WORKER) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (ICDS HELPER) পদে আবেদন শুরু হয়েছে । বিভিন্ন জেলাতে ফর্ম ফিলাপের মাধ্যমে অফলাইনে আবেদন চলছে । আবার কিছু জেলাতে অনলাইনে আবেদন জমা নেওয়া হচ্ছে।
কিছুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ঘোষণা করেছিলেন ,পশ্চিমবঙ্গে ৩৫০০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS WORKER) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (ICDS HELPER) পদে আবেদন নেওয়া হবে । সেই শূন্য পদ পূরণের লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন জেলাতেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । কোন কোন জেলায় বর্তমানে আবেদন চলছে ,কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি রাখা রয়েছে, বেতন কত দেবে, ফর্ম কোথায় পাবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো।
পদের নাম :-
অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) , অঙ্গনওয়াড়ি সহায়িকা ( Anganwadi Helper) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদোন্নতির আবেদন বর্তমানে চলছে।
মোট শূন্যপদ:-
বিভিন্ন জেলার, বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্য পদ রয়েছে। অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আপনি আপনার জেলার, আপনার ব্লকের নির্দিষ্ট শূন্যপদ দেখে নেবেন । অফিসিয়াল নোটিস ডাউনলোডের লিংক এই প্রতিবেদনে নিচেই দেওয়া রয়েছে।
আরও পড়ুন:- Wb Civic Volunteer Recruitment 2024 :১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ রাজ্য!
Icds Recruitment 2024 বয়স সীমা :-
অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) , অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) পদে আবেদন করার জন্য নূন্যতম ১৮ বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে । এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি ,ওবিসিরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:-
চাকরিপ্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে । আগে এই নিয়মটি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী পাস ছিল । এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে, নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস হলে তবেই অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) , অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) আবেদন করা যাবে।
মাসিক বেতন :-
বর্তমানে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে ৬৩০০ টাকা ভাতা পান এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী মাসে ৮২৫০ টাকা ভাতা পান । তবে সম্প্রতি খুশির খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দের মাসিক ভাতা বৃদ্ধি করেছেন ।
এপ্রিল ২০২৪ থেকে নতুন বর্ধিত হারে ভাতা পাবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা । অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা ৭৫০ টাকা বাড়ানো হয়েছে, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে। সুতরাং এপ্রিল ২০২৪ থেকে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে ৬৮০০ টাকা বেতন পাবে এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী ৯০০০ টাকা বেতন পাবে।
আরও পড়ুন:- Anganwadi Recruitment 2024 : ICDS এ ৩৫০০০ হাজার শূন্যপদে অনলাইন আবেদন শুরু
কিভাবে নিয়োগ হবে :-
চাকরিপ্রার্থীদের প্রথমে আবেদন জানাতে হবে। তারপর ৯০ নাম্বারের লিখিত পরীক্ষা নেয়া হবে এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সফল হলে চাকরি প্রার্থীরা চাকরি পাবেন।
Icds Recruitment 2024 আবেদন পদ্ধতি :-
বর্তমানে যে সকল জেলাতে অথবা যে সকল ব্লকে আবেদন শুরু হয়েছে সেই ব্লকের চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। বিভিন্ন জেলাতে অফলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অঙ্গনওয়াড়ি পদে আবেদন করার ফর্ম ডাউনলোড করে, তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা করে অফিসে জমা করতে হবে।
আর যে সকল জেলাতে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে তাদেরকে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে বর্তমানে যে সকল জেলাতে আবেদন চলছে সেই জেলার বিজ্ঞপ্তি লিংক নিচে দিয়ে রাখলাম সেখানে ক্লিক করে আপনার জেলার নোটিশ দেখে নিন এবং অনলাইনে আবেদন বা অফলাইনে আবেদন করে নিন
জেলার নাম | অফিসিয়াল নোটিশ | আবেদন লিংক |
---|---|---|
কলকাতা | DOWNLOAD HERE | CLICK HERE |
উত্তর চব্বিশ পরগনা | DOWNLOAD HERE | CLICK HERE |
দক্ষিণ চব্বিশ পরগনা | DOWNLOAD HERE | CLICK HERE |
হাওড়া | DOWNLOAD HERE | CLICK HERE |
নদিয়া | DOWNLOAD HERE | CLICK HERE |
মুর্শিদাবাদ | DOWNLOAD HERE | CLICK HERE |
পুরুলিয়া | DOWNLOAD HERE | CLICK HERE |
বীরভূম | DOWNLOAD HERE | CLICK HERE |
বাঁকুড়া | DOWNLOAD HERE | CLICK HERE |
পূর্ব বর্ধমান | DOWNLOAD HERE | CLICK HERE |
পশ্চিম বর্ধমান | DOWNLOAD HERE | CLICK HERE |
হুগলি | DOWNLOAD HERE | CLICK HERE |
পূর্ব মেদিনীপুর | DOWNLOAD HERE | CLICK HERE |
পশ্চিম মেদিনীপুর | DOWNLOAD HERE | CLICK HERE |
কোচ বিহার | DOWNLOAD HERE | CLICK HERE |
কলিংপঙ | DOWNLOAD HERE | CLICK HERE |
আলিপুরদুয়ার | DOWNLOAD HERE | CLICK HERE |
দার্জিলিং | DOWNLOAD HERE | CLICK HERE |
জলপাইগুড়ি | DOWNLOAD HERE | CLICK HERE |
ঝাড়গ্রাম | DOWNLOAD HERE | CLICK HERE |
উত্তর দিনাজপুর | DOWNLOAD HERE | CLICK HERE |
দক্ষিণ দিনাজপুর | DOWNLOAD HERE | CLICK HERE |
মালদহ | DOWNLOAD HERE | CLICK HERE |
আরও পড়ুন:- ICDS কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, ৩২০০০ শূন্যপদে অনলাইন আবেদন চলছে
আরও পড়ুন:- Civic Volunteer Salary 2024 : বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের মাইনে| বোনাস, ভাতা সহ একগুচ্ছ সুবিধা