Wednesday, December 11, 2024
Homeটেক নিউজরোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু | Rose Valley Return Money

রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু | Rose Valley Return Money

Rose Valley Return Money: যারা রোজভ্যালি চিটফান্ডে টাকা রেখেছিলেন তাদের জন্য খুবই খুশির খবর | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের কাজ শুরু হল।

রোজভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটিকে (ADC) ১৯ কোটি ৪০ লক্ষ টাকা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Ed) । প্রথম দফায় ১৯ কোটি ৪০ লক্ষ টাকা দিল ED | এবার ওই টাকা থেকে প্রতারিত আমানতকারীদের হাতে টাকা তুলে দেবে অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC) ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আদালতের নির্দেশেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হল। ED সূত্রে খবর, সংস্থার তিন উচ্চপদস্থ অধিকারীক, জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেওরান, ডেপুটি ডিরেক্টর অজয় লুহাচ এবং স্পেশাল ডিরেক্টর সুভাষ অগরওয়াল, অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসে যান। সেখানে জরুরি বৈঠক হয়। সেখানে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। (Enforcement Directorate)

একটি সূত্র মারফত জানা যাচ্ছে, রোজভ্যালির (Rose Valley) যে টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, তার মধ্যে থেকে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে (Rose Valley Return Money)।

ওই টাকা এবার যারা টাকা রেখেছিল তাদের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই ED-র তরফে আমানতকারীদের টাকা ফেরানোর জন্য প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে ADC কে ।

সম্প্রতি নির্দেশ দেয় বিশেষ PMLA আদালত যে, রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে । অ্যাসেট ডিজপোজাল কমিটির হাতে হস্তান্তর করতে বলা হয় রোজভ্যালির ১১.৯৯ কোটি টাকা মূল্যের ১৪টি ফিক্সড ডিপোজিট । গোটা বিষয়টি সম্পন্ন হবে আদালতের নজরদারিতে জানানো হয়।

এর পর প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC) গঠন করা হয়। আদালত নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে রোজভ্যালির সম্পত্তি নিলাম করে আমানতকারিদের টাকা ফেরত দিতে হবে ।

আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন চলছে দেখুন

কমিটির তরফে আলাদা অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে হবে সেখানে। সেই মতো ‘পঞ্চনামা’ তৈরি করে ED. আমানতকারীদের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইটও খোলা হয় (rosevalleyadc.com) , যেখানে নিজেদের নথিপত্র জমা দিয়ে টাকা ফেরতের আবেদন করতে পারেন আমানতকারীরা।

আবেদনকারীদের সমস্ত কাগজপত্র যাচাই করে আমানতকারীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে বলে ঠিক হয়। সেই মতোই এবার টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হল।

প্রথম ২০১৩ সালে সারদা চিটফান্ড কাণ্ডের পর্দাফাঁস হয়। এর পর রোজভ্যালি চিটফান্ডের দুর্নীতির কথাও সামনে আসে। তদন্তে নামে ED, CBI । পরে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু কে গ্রেফতার করা হয়।

এখনও তিনি জেলেই রয়েছেন। সেই অবস্থাতেই সংস্থার সম্পত্তি নিলাম করে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করলো রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি (Adc) ।

কবে টাকা ফেরত দেবে:-

প্রথম দফার টাকা দুর্গাপুজোর আগেই ব্যাংক একাউন্টে ফেরত দেওয়া হবে । তারপর ধাপে ধাপে টাকা ফেরানোর কাজ চলতেই থাকবে।

তারা আগে টাকা ফেরত পাবে:-

মূলত যারা প্রথমের দিকে আবেদন করেছিল এবং ২০০ টাকা থেকে ৫০০০ টাকা যারা জমা দিয়েছিল তাদেরকে টাকা প্রথমে ফেরত দেবে । বাকিদের টাকা ধাপে ধাপে ফেরানো হবে

কারা কত টাকা ফেরত পাবে:-

মূলত আপনারা যে আসল টাকাটি রেখেছিলেন সেই আসল টাকাটি ফেরত পাবেন । সুদ সমেত টাকা ফেরত পাবেন না

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে ডাটা এন্ট্রি ও পিয়ন পদে কর্মী নিয়োগ | WB Peon Job 2024

আরও পড়ুন:- বড় খবর: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR হল।Mamata Banerjee Fir

Most Popular