Sunday, October 6, 2024
Homeচাকরিরূপশ্রী প্রকল্পে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ| Wb Group C Recruitment 2024

রূপশ্রী প্রকল্পে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ| Wb Group C Recruitment 2024

Wb Group C Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের রূপশ্রী প্রকল্পের দপ্তরে গ্রুপ-সি পদে চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এখানে Accountant পদে স্টাফ নিয়োগ করা হবে। বেকার যুবক যুবতীরা এই পদে (WB Rupashree Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।

আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

পোস্টের নামঃ Accountant। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

মোট শুন্যপদঃ এই বিষয়ে জানতে অফিসিয়াল নোটিশটি অনুসরণ করুন।

বয়সসীমাঃ  যে সকল প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য।

যোগ্যতাঃ

কমার্স বিভাগে গ্র্যাজুয়েশন পাস সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। এছাড়া এই পদে (WB Rupashree Recruitment 2024) আবেদন করতে অবশ্যই কম্পিউটার বিষয়ে জ্ঞান সম্পন্ন হতে হবে সঙ্গে স্প্রেড শিট এবং ট্যালি সফটওয়্যারে দক্ষ হবে।

আগে এই কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে বিশেষ ছাড় পাবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বেতনঃ

এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে ১৫,০০০/- টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।

গুরত্বপূর্ণ ডকুমেন্টস:

  • বার্থ সার্টিফিকেট
  • ভোটার বা আধার কার্ড
  • পাসপোর্ট সাইজ রঙিন ফোটো
  • কম্পিউটার সার্টিফিকেট
  • স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র
  • এছাড়া নোটিশে উল্লেখিত সবকিছু

নিয়োগ পদ্ধতি:

আবেদনকারীদের এই পদে চাকরি পেতে হলে নিম্নলিখিত ধাপ গুলো পার করতে হবে –

  • প্রথমে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা
  • তারপরে ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট
  • শেষে ১০ নম্বরের মৌখিক পরীক্ষা

উল্লেখিত ধাপ গুলোতে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ এই পদে (WB Rupashree Recruitment 2024) করা হবে।

আবেদন পদ্ধতি (Wb Group C Recruitment 2024):-

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিক ভাবে ফিলাপ করে নিন।

উপরে উল্লেখিত সবকিছু একসাথে সঠিক ঠিকানায় পোস্ট কুরিয়ার বা ড্রপবক্সের দ্বারা পৌঁছে দিন। নোটিশটি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

নিম্নলিখিত দুটি ঠিকানার মধ্যে একটি ঠিকানায় আবেদন জমা দিতে হবে।

  • In the Drop Box at DPMU, Rupashree Section, 2nd Floor District Magistrate Office, Jalpaiguri
  •  Drop Box at the Offices of Sub- Divisional Officer Mal and Dhupguri

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।

আবেদন শেষঃ যা চলবে আগামী ০৪/১০/২০২৪  তারিখ পর্যন্ত।

অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:-  CLICK HERE

OFFICIAL WEBSITE:- CLICK HERE

আরও পড়ুন:- ITBP Constable Recruitment 2024: কনস্টেবল পদে নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদন শুরু

আরও পড়ুন:- WB Asha Karmi Recruitment 2024: রাজ্যে চলছে আশা কর্মী নিয়োগ

Most Popular