Sunday, October 6, 2024
Homeচাকরিকেন্দ্র সরকারের চাকরিমাধ্যমিক পাশে ৫০০০ শূন্যপদে প্রশিক্ষণ নিয়ে চাকরি সুযোগ | Skill India Recruitment...

মাধ্যমিক পাশে ৫০০০ শূন্যপদে প্রশিক্ষণ নিয়ে চাকরি সুযোগ | Skill India Recruitment 2024

Skill India Recruitment 2024: ভারত সরকারের স্কিল ইন্ডিয়া স্কিমের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রশিক্ষণের সময় প্রতিমাসে স্টাইপেন্ড প্রদান করা হবে। ভারতীয় রেলের এই প্রশিক্ষণ সম্পন্ন করলে কর্মসংস্থানের ভালো সুযোগ মিলবে, কারণ ভারতীয় রেল দেশের বৃহত্তম রেল পরিষেবা এবং এতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বেকার যুবক যুবতীরা এই পদে (Skill India Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

প্রশিক্ষণের নামঃ Apprenticeship। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

মোট শুন্যপদঃ এখানে ৫০৬৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

  • UR ২০৪৫ টি
  • OBC ১৩৭২ টি
  • SC ৭৫১ টি
  • ST ৩৭৯ টি
  • EWS ১৫৯ টি

বয়সসীমাঃ

২২/০৯/২০২৪ তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য।

অন্যান্য শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

  • ওবিসি শ্রেণিভুক্ত প্রার্থীদের ৩ বছর।
  • তপশিলি শ্রেণিভুক্ত প্রার্থীদের ৫ বছর।
  • শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছর।

যোগ্যতাঃ

মাধ্যমিক পাশ সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। এছাড়া এই পদে (Skill India Recruitment 2024) আবেদন করতে অবশ্যই যে ট্রেডে প্রশিক্ষণ নিতে চাই সেই ট্রেডে NCVT অথবা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI কোর্স সম্পন্ন করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

স্টাইপেন্ড:

প্রশিক্ষণ চলাকালে প্রতি মাসে নির্দিষ্ট স্টাইপেন্ড প্রদান (Skill India Recruitment 2024) করা হবে। প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট দেওয়া হবে, যা রেলওয়েতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেবে।

সময়সীমা:

সকল প্রার্থীদের ১ বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে বিভিন্ন জায়গায় চাকরিও পেয়ে যেতে পারেন ভালো পারফর্মেন্স করলে।

আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন চলছে দেখুন

গুরত্বপূর্ণ ডকুমেন্টস:

  • ITI কোর্সের সার্টিফিকেট
  • প্রতিবন্ধী বা কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট
  • National Tred সার্টিফিকেট
  • এছাড়া নোটিশে উল্লেখিত সবকিছু

আবেদন ফি:

এই পদে (Skill India Recruitment 2024) আবেদন করতে আবেদন ফি লাগবে।

  • আবেদন করতে ১০০ টাকা জমা দিতে হবে।
  • মহিলা, প্রতিবন্ধী এবং তাপশীলি শ্রেণীভুক্ত প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।

নিয়োগ প্রক্রিয়া:

ITI কোর্স পাওয়া গ্রেড এবং মাধ্যমিকে পাওয়া নম্বরের উপরে নির্ভর করে একটি মেধাতালিকা বানানো হবে। এই তালিকা অনুসারে সকল প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

নিয়োগের জায়গা:

ভারতীয় রেলের ওয়েস্টার্ন ডিভিশনের বিভিন্ন শাখায় প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

আবেদন পদ্ধতিঃ

প্রার্থীরা অনলাইনে আবেদন করতে www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন। পরে www.rrc-wr.com ওয়েবসাইটে আবেদন করতে হবে।

রেজিস্ট্রেশন করা প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনকালে বয়স, শিক্ষাগত যোগ্যতা, ও নাগরিক পরিচয়পত্রের স্ক্যান করা নথি আপলোড করতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।

আবেদন শেষঃ যা চলবে আগামী ২২/১০/২০২৪  তারিখ পর্যন্ত।

অফিসিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:- CLICK HERE

আরও পড়ুন:- অষ্টম শ্রেণি পাশে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ | Wb Group D Recruitment 2024

আরও পড়ুন:- ১১৩০ জন কনস্টেবল নিয়োগ, অনলাইনে আবেদন করুন | CISF Recruitment 2024

Most Popular