Thursday, November 21, 2024
Homeচাকরিরাজ্য পুলিশের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ| WBP New Vacancy 2024

রাজ্য পুলিশের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ| WBP New Vacancy 2024

WBP New Vacancy 2024: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য সুখবর দিয়েছে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।

সম্প্রতি রাজ্য পুলিশের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে বেশ কিছু শূন্যপদে নিয়োগ করা হবে প্রার্থীদের।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ডাটা এন্ট্রি অপারেটর, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক এবং সফটওয়্যার সাপোর্টের জন্য কর্মীর প্রয়োজন।

পশ্চিমবঙ্গের সমস্ত জেলার মহিলা এবং পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য আবেদন করার পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ বিশদে নিচে আলোচনা করা হল।

পদের নাম—

রাজ্য পুলিশের তরফ থেকে যে বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়েছে সেখানে Data Entry Operator, Security and Network, Software Support পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-

যেকোনো বিষয়ের স্নাতক পাস করা প্রার্থী এবং কম্পিউটার সায়েন্স নিয়ে ব্যাচেলর ডিগ্রী পাস করা প্রার্থীদের ৬০% নম্বর থাকলে এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

বেতন-

যে প্রার্থীরা এই পদে নিয়োজিত হবেন তারা বেতন হিসেবে প্রতি মাসে ১৬০০০ থেকে ৩৭০০০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

আরও পড়ুন:- ১৪০০০ হোমগার্ড নিয়োগ করা হবে, এক্ষুনি আবেদন করুন | WB Home Guard Recruitment 2024

বয়স-

বিজ্ঞপ্তিতে বয়সের তেমন কোনো উল্লেখ করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে এই পদের জন্য আবেদন করতে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি-

এই পদের জন্য আবেদন করা যাবে কেবলমাত্র অনলাইনের ভিত্তিতেই। আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে wbpolice.gov.in যেতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এর কাজ সম্পূর্ণ হলে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি সঠিকভাবে ইনপুট করে ফর্মটি পূরণ করতে হবে।

ফর্ম ফিলাপ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করে সাবমিট করলেই ফর্ম পূরণের কাজ শেষ হয়ে যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস-

প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে প্রার্থীদের দিতে হবে

1) আধার কার্ড

2) ভোটার কার্ডের কপি,

3) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং রেজাল্টের কপি,

4) মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি,

5) নিজের পাসপোর্ট সাইজের ছবি।

আবেদন ফি:-

এই পরীক্ষার জন্য কোনো আবেদন ফি দিতে হবে না প্রার্থীদের।

আবেদনের শেষ সময়সীমা- আগামী ১৮ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত এই নিয়োগের আবেদন করা যাবে।

NOTICE DOWNLOAD LINK:- CLICK HERE

Official Website Link:- CLICK HERE

আরও পড়ুন:- পুজোর আগেই ১২ হাজার পুলিশ নিয়োগ!মুখ্যমন্ত্রী দিলেন খুশির খবর| West Bengal Police Recruitment

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে ৫০০০ শূন্যপদে প্রশিক্ষণ নিয়ে চাকরি সুযোগ | Skill India Recruitment 2024

Most Popular