Friday, November 22, 2024
Homeচাকরিলিখিত পরীক্ষা ছাড়াই পৌরসভায় চাকরি! KMC Recruitment 2024

লিখিত পরীক্ষা ছাড়াই পৌরসভায় চাকরি! KMC Recruitment 2024

KMC Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের কলকাতা পৌরসভায় চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। পশ্চিমবঙ্গের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই –www.kmcgov.in ওয়েবসাইটে কর্মী নিয়োগের নোটিশ প্রকাশ পেয়েছে। এখানে বিশেষ কর্মকর্তা পদে স্টাফ নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে (KMC Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।

আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

নিয়োগ সংস্থা: কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (KMC Recruitment 2024)

পোস্টের নামঃ বিশেষ কর্মকর্তা। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

বয়সসীমাঃ  ০১/০১/২০২৫ যে সকল প্রার্থীদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য।

যোগ্যতাঃ

যেসকল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক, তাদের জানানো হচ্ছে যে, আবেদন করার যোগ্যতা হিসেবে প্রার্থীদের নিম্নলিখিত যেকোনো একটি শর্ত পূরণ করতে হবে:

1. জেলা জজ পদে অধিষ্ঠিত হতে হবে অথবা

2. অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল), ডেপুটি চিফ প্রকৌশলী (সিভিল), অথবা তার ঊর্ধ্বতন পদে থাকতে হবে এবং কমপক্ষে ৫ (পাঁচ) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সরকারি বা স্থানীয় স্বায়ত্তশাসনে।

3. এছাড়াও, যুগ্ম সচিব স্তর বা তার উপরের পদে অবসরপ্রাপ্ত পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) অফিসার হতে হবে।

এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বেতনঃ

এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে পেনশন সূত্রের নিয়মে দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।

নিয়োগ প্রক্রিয়া:

এই পদে চাকরি পেতে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদন ফি:

এই পদে আবেদন করতে আবেদন ফি লাগবে না। বিনামূল্যে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতিঃ

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে।

অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিক ভাবে ফিলাপ করে নিন।

উপরে উল্লেখিত সবকিছু একসাথে সঠিক ঠিকানায় পোস্ট কুরিয়ার বা ড্রপবক্সের দ্বারা পৌঁছে দিন। নোটিশটি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

Ch.manager (personnel) Deptt, KMC 1st Floor Room No 146, 5, S.N Banerjee Road Kolkata – 700013

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।

আবেদন শেষঃ যা চলবে আগামী ২৬/১০/২০২৪  তারিখ পর্যন্ত।

অফিসিয়াল নোটিশ: CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট: CLICK HERE

FORM DOWNLOAD:- CLICK HERE

Most Popular