Bangla Sasya Bima: নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে পশ্চিমবাংলার বিভিন্ন এলাকা বন্যার কবলিত হয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জল ঢুকেছে। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ধস নামার ঘটনাও পরিলক্ষিত হয়েছে।
এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য সরকারকে কেন্দ্র সরকার ৪৬৮ কোটি টাকা বরাদ্দ করেছে।
এই টাকা বরাদ্দ করার খবরটি এক্স হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চান যে কেন্দ্র সরকার সকল সময়ই রাজ্য সরকারের পাশে থাকে।
কদিন আগে পশ্চিমবঙ্গের এমন বন্যার জন্য ডিভিসিকে তোপ দেগে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতে তিনি কেন্দ্রীয় সাহায্য চেয়েছেন।
তারপরেই কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যগুলিকে আর্থিক সহায়তা দান করেছে। এক্স হ্যান্ডলের মাধ্যমে অমিত শাহ জানিয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ১৪টি বন্যা বিধ্বস্ত রাজ্যের জন্য ৫৮৫৮.৬০ কোটি টাকা দান করেছে।
মহারাষ্ট্রকে দিয়েছে ১৪৯২ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশকে ১০৩৬ কোটি টাকা। বাংলার জন্য রয়েছে ৪৬৮ কোটি টাকা।
ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সেখানে পৌঁছেছে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম (আইএমসিটি)।
আবার আইএমসিটি টিম বিহার ও পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি দেখার জন্য এই দুটি রাজ্যে যাবে। ওই দুটি টিমের রিপোর্ট পাওয়ার পরেই NDRF এর তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে।
কিভাবে বীমা করবেন (Bangla Sasya Bima) :-
বাংলা শস্য বীমা প্রকল্পে বীমা করানোর জন্য গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হয় । আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করাতে পারেন। এছাড়াও আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন
বীমা করার জন্য কি কি কাগজপত্র লাগবে?
১) ভোটার কার্ড
২) আধার কার্ড
৩) ব্যাংকের পাস বই
৪) জমির খতিয়ান অথবা পচা (সাম্প্রতিকতম) বা পাট্টা বা দলিল
৫) নিজের নামে জমি না থাকলে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র ( নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত) ।
৬) ফসল রোপনের শংসাপত্র, সংশ্লিষ্ট ব্লক, কৃষি আধিকারিক / তার অনুমোদিত প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার /রেভিনিউ ইন্সপেক্টর, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কর্তৃক প্রদত্ত।
বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:- এখানে ক্লিক করুন (CLICK HERE)
Bangla Sasya Bima Form 2024 Pdf :- CLICK HERE
Official Website :- CLICK HARE
আরও পড়ুন:- মাসে ৩০০০ টাকা কৃষকদের দিবে, অনলাইনে আবেদন করুন| Pm Kisan Mandhan Yojana
আরও পড়ুন:- এবার সবাই পাবে বাড়ির টাকা, চালু হচ্ছে বাংলা আবাস যোজনা | Bangla Awas Yojana
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |