Monday, January 6, 2025
Homeপ্রকল্পবাংলা আবাস যোজনার সার্ভেতে কি প্রশ্ন করবে, কি কাগজ লাগবে? Bangla Awas...

বাংলা আবাস যোজনার সার্ভেতে কি প্রশ্ন করবে, কি কাগজ লাগবে? Bangla Awas Yojana List

Bangla Awas Yojana List: রাজ্যবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর । আপনারা অনেকদিন ধরেই বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন ।

খুব শিগগিরই আপনারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা আপনাদের ব্যাংক একাউন্টে পাবেন। রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের বাড়িতে বাড়িতে সমীক্ষা করা হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

সেই সমীক্ষা করার জন্য ইতিমধ্যেই একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে।আপনাদের বাড়িতে গিয়ে কি কি প্রশ্ন করা হবে? কি কি কাগজপত্র প্রয়োজন হবে। বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করব

প্রেক্ষাপট ও মুখ্যমন্ত্রীর ঘোষণা (Bangla Awas Yojana List)

বাংলার আবাস যোজনা প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি সার্ভে পরিচালনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী অবশেষে চালু হয়েছে একটি মোবাইল অ্যাপ।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে বাংলার আবাস যোজনা প্রকল্পের সার্ভে হবে একটি অ্যাপের মাধ্যমে। সেই অনুসারে, এই নতুন মোবাইল অ্যাপটি প্রকাশিত হয়েছে, যা প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করবে এবং দুর্নীতির সম্ভাবনা রোধ করবে।

সার্ভের জন্য প্রকাশিত অ্যাপ

অ্যাপটির নাম “Survey for Rural Housing”, এবং এটি বাংলার আবাস যোজনা প্রকল্পের অধীনে সুবিধাভোগী পরিবারের সার্ভে কার্যক্রমের জন্য তৈরি হয়েছে।

অ্যাপটি ব্যবহার করে প্রকল্পের সার্ভে সম্পূর্ণভাবে ডিজিটালভাবে পরিচালিত হবে, যেখানে ফিল্ড ভেরিফিকেশনের সময় উপভোক্তাদের বাড়িতে গিয়ে আধিকারিকরা ডকুমেন্টের ছবি তুলবেন। এতে নিশ্চিত করা হবে যে প্রকৃত উপভোক্তারাই বাড়ির সুবিধা পাবেন।

অ্যাপটিতে আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। যেমন, কোন কোন বাড়ি এখনো সার্ভে করা হয়নি, ব্লক বা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা দেখা যাবে। উপভোক্তাদের নিজেদের নাম তালিকায় রয়েছে কিনা, তা এই অ্যাপের মাধ্যমে জানা যাবে।

অ্যাপটির কাজ কীভাবে সম্পন্ন হবে?

অ্যাপটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, এবং এখনো পর্যন্ত সব তথ্য আপলোড করা হয়নি। অ্যাপটির মাধ্যমে আধিকারিকরা উপভোক্তাদের বাড়িতে গিয়ে বিভিন্ন তথ্য যাচাই করবেন এবং ১১টি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সার্ভে করবেন। উপভোক্তাদের মানদণ্ডের ওপর ভিত্তি করে হ্যাঁ/না উত্তরের মাধ্যমে তালিকা তৈরি হবে।

আরও পড়ুন:- এবার সবাই পাবে বাড়ির টাকা, চালু হচ্ছে বাংলা আবাস যোজনা | Bangla Awas Yojana

বাংলার আবাস যোজনার মানদণ্ডসমূহ:

উপভোক্তাদের যাচাই করার জন্য মোট ১১টি শর্ত নির্ধারিত হয়েছে। এই শর্তগুলির মধ্যে রয়েছে:

1. উপভোক্তার নিজের পাকা বাড়ি আছে কিনা।

2. নিজস্ব কোন মোটরচালিত তিন/চার চাকার গাড়ি আছে কিনা ।।

3. তিন চাকা/ চার চাকার কোনো কৃষিজ সরঞ্জাম আছে কিনা।

4. পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন কিনা।

5. পরিবারের সদস্যের আয় ১৫,০০০ টাকার বেশি কিনা।

6. আয়কর প্রদান করা হয় কিনা।

7. উপভোক্তার ২.৫ একর বা তার বেশি সেচযোগ্য জমি আছে কিনা।

8. ৫ একর বা তার বেশি সেচবিহীন জমি রয়েছে কিনা।

9. কোনো সদস্য আগের আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা।

১০. উপোক্তার নিজের নামে ৫ একর বা তার বেশি সেচবিহীন জমির মালিক আছে কিনা ।

১১. পরিবারে কোন  সদস্য আগে থেকে কোন আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা ।

ডকুমেন্টের প্রয়োজনীয়তা:

সার্ভের সময় উপভোক্তাদের নিম্নলিখিত ডকুমেন্টগুলির ছবি তুলে আপলোড করা হবে:

1) আধার কার্ড

2) ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা

3) উপভোক্তার ছবি

4) আবেদনপত্রের ফর্ম

তালিকা তৈরির সময়সীমা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখ:

২১ থেকে ৩০ অক্টোবর ২০২৪: বাড়ি বাড়ি সার্ভে।

১৪ নভেম্বর ২০২৪: রি-চেকিং।

২০ নভেম্বর ২০২৪: তালিকা তৈরি।

২১ থেকে ২৭ নভেম্বর ২০২৪: আপত্তি নিষ্পত্তি।

৪ ডিসেম্বর ২০২৪: গ্রামসভায় অনুমোদন।

৯ ডিসেম্বর ২০২৪: ব্লক লেভেল কমিটিতে অনুমোদন।

১০ ডিসেম্বর ২০২৪: জেলা পর্যায়ে অনুমোদন।

২০ ডিসেম্বর ২০২৪: উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা জমা হবে।

বাংলার আবাস যোজনা প্রকল্পের সার্ভে প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল করতে এই মোবাইল অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এর মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা তৈরি করা সহজ হবে এবং সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা যাবে।

আরও পড়ুন:- কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

আরও পড়ুন:- সুখবর: মুখ্যমন্ত্রী মমতা ১৮০০০ টাকা দিচ্ছে | অনলাইন আবেদন করুন | Swami Vivekananda Scholarship

Most Popular