Thursday, December 12, 2024
Homeচাকরিখাদ্য দপ্তরে কর্মী নিয়োগ শুরু, অনলাইন আবেদন করুন | Food Department Recruitment

খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ শুরু, অনলাইন আবেদন করুন | Food Department Recruitment

Food Department Recruitment 2024: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর সম্প্রতি বেশ কিছু শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

খাদ্য ও সরবরাহ বিভাগের ‘খাদ্যশ্রী ভবন’ থেকে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি (WB Food and Supplies Department Recruitment 2024) তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য প্রাসঙ্গিক।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই পদগুলোতে নির্বাচিত প্রার্থীদের কাজের সুযোগ থাকবে রাজ্যের খাদ্য দপ্তরে, যেখানে তারা আধুনিক প্রযুক্তি এবং সফটওয়্যার সিস্টেমের সাহায্যে কাজ করতে পারবেন।

বর্তমান সময়ে সরকারি চাকরি প্রার্থীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ। এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগের জন্য অনলাইন ফর্ম ফিলাপ চলছে। চাকরিপ্রার্থীরা উক্ত পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য, পদ ও তাদের জন্য নির্ধারিত বেতন উল্লেখ করা হয়েছে। চলুন, দেখে নেওয়া যাক কোন কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং সেগুলোর বেতন কাঠামো কি।

Food Department Recruitment 2024

নিয়োগকারী দপ্তর: পশ্চিমবঙ্গ সরকার, খাদ্য ও সরবরাহ দপ্তর (নোটিফিকেশন: ‘খাদ্যশ্রী ভবন’)

পদের সংখ্যা:

৩টি ভিন্ন পদে।

পদগুলি:

1. ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর

2. সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল

3. সফটওয়্যার ডেভেলপার

শিক্ষাগত যোগ্যতা:

1.ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং সফটওয়্যার ডেভেলপার:

কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স (MCA) অথবা

আইটি/বিএসসি/বিটেক ডিগ্রি অথবা

কম্পিউটার সাইন্সে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE) ডিগ্রি।

2.সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল:

কম্পিউটার সাইন্সে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE) অথবা ব্যাচেলর অফ টেকনোলজি (B.Tech) ডিগ্রি।

আরও পড়ুন :- ৬০০০ টাকা পুজোর উপহার দিচ্ছে মমতা, কিভাবে পাবেন! Durga Puja

বেতন কাঠামো:

1.ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর: প্রতি মাসে ₹৪০,০০০

2.সফটওয়্যার ডেভেলপার: প্রতি মাসে ₹৩৩,০০০

3.সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল: প্রতি মাসে ₹২১,০০০

আবেদনের পদ্ধতি :

1.আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Apply Now অপশনে ক্লিক করতে হবে।

2.মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে।

3.প্রোফাইলে নাম, বাবার নাম, মায়ের নাম, ইমেইল আইডি, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ পূরণ করতে হবে।

4.যাবতীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আবেদন শুরু: বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে।

অনলাইন আবেদনের শেষ দিন: ২৪ অক্টোবর ২০২৪

অফিসিয়াল ওয়েবসাইট: CLICK HERE

অফিসিয়াল নোটিশ: CLICK HERE

ONLINE APPLY : CLICK HERE

আরও পড়ুন :- কৃষকদের ভাতা চালু, মাসে ১০০০ টাকা দিবে মমতা | ফর্ম জমা করুন

আরও পড়ুন :- কৃষি দপ্তরে গ্রুপ C ,D পদে নিয়োগ , অনলাইনে আবেদন করুন | NFL Recruitment 2024

Most Popular