Thursday, November 21, 2024
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পমোদী, মমতা দিচ্ছে ৬০০০, ৪০০০০ টাকা । কারা কোন প্রকল্পের টাকা পাবে

মোদী, মমতা দিচ্ছে ৬০০০, ৪০০০০ টাকা । কারা কোন প্রকল্পের টাকা পাবে

কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে বহু প্রকল্পের টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীদের (krishak bandhu prakalpa)।

তবে এখন কোন কোন প্রকল্পের মাধ্যমে আপনি আবেদন করে টাকা পাবেন সেই বিষয়েই আজকে বিস্তারিত তথ্য দেব এই আর্টিকেলের মাধ্যমে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

1) স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) –

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পটি কেন্দ্র সরকারের তৈরি। এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পটি সৃষ্টি করা হয় ২০১৪ সালে।

এই প্রকল্পের মাধ্যমে গ্রাম্য এলাকার মানুষেরা টয়লেট তৈরির জন্য এককালীন ১২০০০ টাকা পেতে পারেন। এই স্বচ্ছ ভারত মিশনে এখন আবেদন চলছে।

যে সকল ব্যক্তিদের বাড়িতে টয়লেট নেই কিন্তু তারা টয়লেট তৈরির জন্য স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় আসতে চান তারা বাড়িতে বসেই খুব সহজেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

Online Apply : Click Here

2) ন্যাশনাল ফামিটি বেনিফিট স্কিম (National Family Benefit Scheme) –

ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম নামে এই প্রকল্পটি তৈরি হয়েছে কেবলমাত্র বিপিএল ক্যাটাগোরির পরিবারের সহায়তার জন্য।

এই প্রকল্পের মাধ্যমে একটি পরিবার এককালীন ৪০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে। যদি কোনো পরিবারের প্রধান মানুষটি মারা গিয়ে থাকেন তবে তার পরিবার এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

অফলাইন এবং অনলাইন দুটি মাধ্যমেই এই প্রকল্পের জন্য আবেদন করা হয়।

আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার বাড়ির লিস্ট দেখুন | Bangla Awas Yojana List 2024

3) কৃষক সম্মান নিধি প্রকল্প ( PM Kisan Samman Nidhi) –

কৃষক সম্মাননীতি প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার প্রতিবছর কৃষক সম্প্রদায় মানুষদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরের তিনটি কিস্তির থেকে মোট ছয় হাজার টাকা পেয়ে থাকে।

এখন এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে খুব সহজেই কৃষক-সম্মান নিজে প্রকল্পে আবেদন করা যায়।

4) লক্ষীর ভান্ডার প্রকল্প (Lakhir Bhandar)-

লক্ষী ভান্ডার প্রকল্প সৃষ্টি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মা-বোনেদের স্বনির্ভর করার উদ্দেশ্যেই এই প্রকল্পটি রূপায়ণ করেছেন মাননীয়া।

এই প্রকল্পের মাধ্যমে বর্তমান সময়ে সংরক্ষিত শ্রেণীর মহিলারা বারোশো টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর মহিলারা হাজার টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন। এই প্রকল্পে এখন আবেদন করা যাচ্ছে।

যদি কোন মহিলার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এই লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্পে বা স্থানীয় ব্লক অফিসে গিয়ে লক্ষীর ভান্ডারের জন্য ফর্ম ফিলাপ করা যাবে।

5) প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)-

গ্রামীণ এবং শহরের মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর করার টাকা দেওয়া হয়। শহরের মানুষেরা প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান এবং গ্ৰাম্য এলাকার মানুষেরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের আওতায় আসতে পারবেন।

গ্রামের মানুষেরা ঘর করার টাকার জন্য অফলাইনে আবেদন করবেন এবং শহরবাসীরা অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে এক লাখ কুড়ি হাজার থেকে দু লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায়।

6) বার্ধক্য ভাতা প্রকল্প (Old Age Pension) –

বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বহু বৃদ্ধ বৃদ্ধারা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। যাদের ৬০ বছরের উর্ধ্বে বয়স হয়েছে তারা বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য।

এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে হাজার টাকা আর্থিক সহায়তা পাওয়া যায়। স্থানীয় ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করা যায়।

7) কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Prakalpa)-

কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের বছরে ৪০০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিয়ে থাকে। দুটি কিস্তির মাধ্যমে এই টাকাটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসে।

খরিপ সিজিন এবং রবি সিজিনে কৃষকরা এই প্রকল্পের টাকা পেয়ে থাকে। স্থানীয় ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই কৃষকবন্ধু প্রকল্পে আবেদন করা যায়।

Krishak Bandhu Prakalpa Official Website: Click Here

8) প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা-

প্রধানমন্ত্রী মাতৃবন্ধনে যোজনার মাধ্যমে গর্ভবতী মহিলাদের এককালীন ৬০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে কেন্দ্র সরকার। অফলাইন এবং অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করা যেতে পারে।

9) যুবশ্রী প্রকল্প (Yubashree Prakalapa)-

যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করা যাবে। রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য প্রতি মাসে দেড় হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই প্রকল্পের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করা যেতে পারে।

10) বিধবা ভাতা (Widow Pension)-

পশ্চিমবঙ্গের বিধবা মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের নাম বিধবা ভাতা। অনেক সময় মা-বোনেরা বিধবা ভাতার পাশাপাশি লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমেও হাজার বা বারোশো টাকা পেয়ে থাকেন।

তাহলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অনেক মহিলারাই বিধবা ভাতা এবং লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে প্রতি মাসে ২০০০ বা ২২০০ টাকা আর্থিক সহায়তা পায়। এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের দুয়ারে সরকার ক্যাম্প বা স্থানীয় ব্লক অফিসে গিয়ে আবেদন করতে হবে।

আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার সার্ভেতে কি প্রশ্ন করবে, কি কাগজ লাগবে?

আরও পড়ুন:- এবার সবাই পাবে বাড়ির টাকা, চালু হচ্ছে বাংলা আবাস যোজনা | Bangla Awas Yojana

Most Popular