Thursday, December 12, 2024
Homeপ্রকল্পবাড়ির টাকা পাবার আবেদন ফর্ম জমা শুরু, এক্ষুনি ডাউনলোড করুন | Banglar...

বাড়ির টাকা পাবার আবেদন ফর্ম জমা শুরু, এক্ষুনি ডাউনলোড করুন | Banglar Bari Application Form

Banglar Bari Application Form: রাজ্যবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর । আপনারা অনেকদিন ধরেই বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন ।

খুব শিগগিরই আপনারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা আপনাদের ব্যাংক একাউন্টে পাবেন। রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের বাড়িতে বাড়িতে সমীক্ষা করা হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Banglar Bari Application Form

বাংলার আবাস যোজনা: সার্ভে ও ডকুমেন্টসের সম্পূর্ণ তথ্য

১. সার্ভের উদ্দেশ্য

রাজ্য সরকারের আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করতে নতুন মোবাইল অ্যাপ “Survey for Rural Housing” চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।

২. সার্ভের প্রক্রিয়া

ডিজিটাল ফর্ম্যাট: আধিকারিকরা বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন এবং ১১টি মানদণ্ড অনুযায়ী উপভোক্তাদের তথ্য সংগ্রহ করবেন।

ছবি তোলা: প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি অ্যাপে আপলোড করা হবে।

আরও পড়ুন:- কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

৩. মানদণ্ডসমূহ

সার্ভের সময় যাচাই করা হবে নিম্নলিখিত ১১টি শর্ত:

1. আপনার পাকা বাড়ি আছে কিনা

2. ৩-৪ চাকার মোটরচালিত গাড়ির মালিক কিনা

3. ৩-৪ চাকার কৃষিজ সরঞ্জাম আছে কিনা

4. সরকারি চাকুরে সদস্যের উপস্থিতি আপনার পরিবারে আছে কিনা

5. ২.৫ একর বা তার বেশি সেচযোগ্য জমির মালিকানা

6. ৫ একর বা তার বেশি সেচবিহীন জমির মালিক কিনা

7. ১৫,০০০ টাকার বেশি মাসিক আয় কেউ করে কিনা আপনার পরিবারে

8. আয়কর প্রদান করে কিনা আপনার পরিবারে

9. পূর্ববর্তী আবাসিক সুবিধা পাওয়ার ইতিহাস আছে কিনা

10. নিজের নামে ৫ একর বা তার বেশি সেচবিহীন জমি আছে কিনা

11. পূর্বের আবাসিক প্রকল্পের সুবিধা পাওয়া কোনো রেকর্ড আছে কিনা

৪. প্রয়োজনীয় ডকুমেন্ট

সার্ভের সময় এই কাগজপত্রের ছবি তোলা হবে:

১) আধার কার্ড

২) ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা

৩) উপভোক্তার ছবি

৪) আবেদনপত্রের ফর্ম

যাদের বাড়িতে সার্ভার করতে আসবে, প্রত্যেক কেই আবেদন ফরম পূরণ করে তাতে সই করে জমা দিতে হবে যারা আপনার বাড়িতে সার্ভে করতে আসবে সেই ফর্মটি তারা ছবি তুলে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাবমিট করবে।

আবেদনের ফর্ম কোথায় পাবেন (Banglar Bari Application Form) :-

আপনাদের বাড়িতে যারা সার্ভে করতে আসবে তারা সঙ্গে করে আবেদন ফর্ম নিয়ে আসবে । সেই ফর্মটি আপনাদেরকে তারা দেবে, ফর্ম দেবার পর সেই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে এবং নির্দিষ্ট স্থানে সই করতে হবে।

যদি আপনারা ফর্মটি দেখতে চান আমরা ফর্ম ডাউনলোড এর লিংক দিয়ে রাখছি । ফর্মটি ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন সেই ফর্মে কি কি রয়েছে

ফর্ম ডাউনলোড লিংক (Bangla Awas Yojana Form Pdf Download) :-

৫. সময়সীমা

২১-৩০ অক্টোবর ২০২৪: বাড়ি বাড়ি সার্ভে

১৪ নভেম্বর ২০২৪: রি-চেকিং

২০ নভেম্বর ২০২৪: তালিকা প্রস্তুতি

২১-২৭ নভেম্বর ২০২৪: আপত্তি নিষ্পত্তি

৪ ডিসেম্বর ২০২৪: গ্রামসভায় অনুমোদন

৯ ডিসেম্বর ২০২৪: ব্লক লেভেল কমিটিতে অনুমোদন

১০ ডিসেম্বর ২০২৪: জেলা পর্যায়ে অনুমোদন

২০ ডিসেম্বর ২০২৪: উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৬০,০০০ টাকার প্রথম কিস্তি জমা

৬. সার্বিক লক্ষ্য

এই অ্যাপটি আবাস যোজনার সার্ভে প্রক্রিয়াকে স্বচ্ছতা ও নির্ভুলতা প্রদান করবে। প্রকৃত সুবিধাভোগীদের সঠিক তালিকা তৈরির মাধ্যমে সরকারি প্রকল্পের কার্যকারিতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন:- সুখবর: মুখ্যমন্ত্রী মমতা ১৮০০০ টাকা দিচ্ছে | অনলাইন আবেদন করুন

আরও পড়ুন:- এবার সবাই পাবে বাড়ির টাকা, চালু হচ্ছে বাংলা আবাস যোজনা | Bangla Awas Yojana

Most Popular