Thursday, November 21, 2024
Homeপ্রকল্পখারাপ খবর: আবাস যোজনা সার্ভে বন্ধ হল, কবে আবার শুরু হবে? Bangla...

খারাপ খবর: আবাস যোজনা সার্ভে বন্ধ হল, কবে আবার শুরু হবে? Bangla Awas Yojana

Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি নির্মাণের প্রকল্প স্থগিত |

উপনির্বাচনের (Upanirbachan 2024 West Bengal) জন্য আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) কার্যকর হওয়ায় রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের পাঁচটি জেলায় বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি নির্মাণের প্রকল্প স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Bangla Awas Yojana

বিজেপি (BJP) এই বিষয়ে অভিযোগ দায়ের করায়, কমিশন মঙ্গলবার এই নির্দেশ জারি করেছে। আগামী ১৩ নভেম্বর কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, এবং বাঁকুড়ার তালডাংরা বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর ফলাফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।

আদর্শ আচরণবিধির আওতায় এই পাঁচ জেলার কয়েকটি অংশে বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির সমীক্ষা বন্ধ রাখতে বলা হয়েছে।

বিজেপির অভিযোগ ছিল, এই প্রকল্পের অধীনে বাড়ি নির্মাণের জন্য প্রদত্ত এক লক্ষ ৩০ হাজার টাকার সরকারি অনুদান যাচাই প্রক্রিয়া চলমান থাকায় ভোটারদের ওপর এর প্রভাব পড়তে পারে।

বিজেপির এই দাবির প্রেক্ষিতে, সোমবার থেকে শুরু হওয়া যাচাই প্রক্রিয়াটি আপাতত বন্ধ রাখার জন্য কমিশনের কাছে আর্জি জানানো হয়। সেই আর্জির ভিত্তিতে নির্বাচন কমিশন আংশিকভাবে নির্দেশ জারি করেছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়া বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা এলাকায় বাড়ি তৈরির এই সমীক্ষা বন্ধ থাকবে।

এছাড়া, জলপাইগুড়ি জেলার কিছু অংশ মাদারিহাট কেন্দ্রের অন্তর্ভুক্ত হওয়ায় সেই অংশেও এই সমীক্ষা কাজ বন্ধ রাখতে হবে। তবে, অন্যান্য জেলা এবং জলপাইগুড়ির বাকি অংশে কাজ চালু থাকবে।

উপনির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য মোট ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে মাদারিহাটে ১৪ কোম্পানি, সিতাইয়ে ১৬ কোম্পানি, নৈহাটি ও হাড়োয়ায় যথাক্রমে ১০ ও ১৫ কোম্পানি, মেদিনীপুরে ১৬ কোম্পানি এবং তালডাংরায় ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োজিত থাকবে।

প্রতিটি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম থাকবে, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে রাজ্য পুলিশও উপস্থিত থাকবে।

২৯ অক্টোবর উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য প্রশাসনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হবে।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, দুই নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কোস্ট গার্ডের ডিজি, শুল্ক দফতরের কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন।

Bangla Awas Yojana List Check Link : CLICK HERE

Bangla Awas Yojana Form Pdf : DOWNLOAD

আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার সার্ভেতে কি প্রশ্ন করবে, কি কাগজ লাগবে?

আরও পড়ুন:- এবার সবাই পাবে বাড়ির টাকা, চালু হচ্ছে বাংলা আবাস যোজনা | Bangla Awas Yojana

আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার বাড়ির লিস্ট দেখুন | Bangla Awas Yojana List 2024

Most Popular