Bangla Shasya Bima From Fill Up: সম্প্রতি হুগলি জেলায় বন্যা ও ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই পরিস্থিতিতে চাষিদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন থেকে ‘বাংলা শস্য বিমা’-য় চাষিদের আওতায় আনার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য, হুগলি জেলার ১০০ শতাংশ চাষিকে বিমার অন্তর্ভুক্ত করা।
Bangla Shasya Bima From Fill Up
তাই এবার ‘দুয়ারে’ শিবির চালু করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সোমবার থেকেই কৃষিদপ্তর এই বিশেষ ক্যাম্প শুরু করতে চলেছে, যা জেলাজুড়ে চলবে। ইতিমধ্যে রাজ্য সরকার চাষিদের বিমার জন্য ফর্ম জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।
কৃষিদপ্তরের হুগলি জেলার উপ কৃষি অধিকর্তা মৃত্যুঞ্জয় মদুনা জানিয়েছেন, এই মুহূর্তে আড়াই লক্ষের বেশি চাষির কাছ থেকে বিমার ফর্ম সংগ্রহ করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও অনেক চাষি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁদের বিমার আওতায় আনতে চাষিদের কাছে পৌঁছে ক্যাম্প চালানো হচ্ছে। তিনি বলেন, “বিমার সুবিধা থেকে কোনো চাষিই যেন বঞ্চিত না হন, সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।”
কৃষিদপ্তরের সূত্রে জানা গিয়েছে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে আরামবাগ মহকুমায় দু’বার বন্যা দেখা দেয়, যার মধ্যে দ্বিতীয় বন্যার প্রভাব মারাত্মক ছিল। খানাকুলের দু’টি ব্লক সহ আরামবাগ, পুরশুড়া, গোঘাট-১ ও গোঘাট-২ ব্লকের কিছু অংশে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।
আরও পড়ুন:- মাসে ৩০০০ টাকা কৃষকদের দিবে, অনলাইনে আবেদন করুন| Pm Kisan Mandhan Yojana
সেই সময় থেকেই বিভিন্ন পঞ্চায়েত অফিসে ক্যাম্প করে বিমার ফর্ম সংগ্রহের কাজ শুরু হয়। চাষিদের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকারই দিচ্ছে, তাই বেশি সংখ্যক চাষিকে বিমার অন্তর্ভুক্ত করা সহজ হবে বলে মনে করছে কৃষিদপ্তর।
ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে ধান গাছ নুয়ে পড়ায় এবং মাঠে জল জমে থাকার কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে।
বিমা ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, “বন্যা ও ঘূর্ণিঝড়ের জেরে আরামবাগ মহকুমায় চাষের ক্ষতি হয়েছে, তাই চাষিদের ক্ষতিপূরণ দেওয়া জরুরি। রাজ্য সরকার বিমার নামে প্রহসন করছে।
এবারও যদি ক্ষতিপূরণ না দেওয়া হয়, তবে বিজেপি আন্দোলন করবে।” অন্যদিকে, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী দাবি করেন, “মুখ্যমন্ত্রী চাষিদের পাশে রয়েছেন। বিগত দিনেও ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। বিজেপি মিথ্যা অভিযোগ করে রাজনীতি করছে।”
হুগলি জেলায় এ পর্যন্ত প্রায় ২ লক্ষ ৫০ হাজার ৩০০ ফর্ম জমা পড়েছে, যার মধ্যে ১ লক্ষ ৭০ হাজার ফর্ম ইতিমধ্যেই পোর্টালে আপলোড করা হয়েছে।
এবার প্রত্যন্ত এলাকার চাষিদের জন্য পঞ্চায়েত অফিস ছাড়াও স্কুল ও কমিউনিটি হলে ক্যাম্প করার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে চাষিরা সহজেই ক্যাম্পে পৌঁছাতে পারেন।
বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:- এখানে ক্লিক করুন (CLICK HERE)
Bangla Shasya Bima Apply Form 2024 Pdf :- CLICK HERE
Official Website :- CLICK HARE
আরও পড়ুন:- ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন কিনা চেক করুন | Bangla Shasya Bima Status Check
আরও পড়ুন:- ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি কত পাবেন চেক করুন | Bangla Sasya Bima
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |