Bangla Awas Yojana Application: কিছুদিন আগে থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আবাস যোজনার সমীক্ষা। আর এই আবাস যোজনা সমীক্ষায় পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন নিয়ম চালু হয়েছে।
এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কর্মসূত্রে বাইরে থাকেন। এই সকল ব্যক্তির জন্য রাজ্য সরকার এক নতুন পরিকল্পনা করেছে।
Bangla Awas Yojana Application
যারা কর্মসূত্রের বাইরে থাকেন তাদের এই বাড়ি তৈরির সমীক্ষার সময় সশরীরে উপস্থিত না থাকলেও চলবে। সমীক্ষার সময় তাঁর নিকট কোনো আত্মীয় উপস্থিত থাকলেও চলবে।
রাজ্যের পাঁচটি জেলায় উপনির্বাচন হওয়ার জন্য সমীক্ষার কাজ বন্ধ রয়েছে। পাঁচটি জেলা বাদ দিয়ে রাজ্যের সমস্ত জেলাতেই এই সমীক্ষার কাজ চলছে। সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার জন্য উপভোক্তার ছবি এবং তার বাড়ির ছবি তুলে জিও ট্যাগিং করছে।
এইবারের সমীক্ষার সময় মূল উপভোক্তা যদি উপস্থিত না থাকেন তবে তার পরিবারের সদস্যদের ভেরিফিকেশন করা হবে।
আরও পড়ুন:- খারাপ খবর: আবাস যোজনা সার্ভে বন্ধ হল, কবে আবার শুরু হবে? Bangla Awas Yojana
তবে দ্বিতীয় দফায় যখন আর্থিক সহায়তা ভেরিফিকেশন করা হবে তখন মূল উপভোক্তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। মুখ্যমন্ত্রীর এই নতুন নির্দেশ ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে পৌঁছে গেছে।
আর একটি নতুন নিয়ম চালু হয়েছে সেটি হল আবাস যোজনা সার্ভেতে কোনভাবেই কোন জনপ্রতিনিধি, নেতা-মন্ত্রীরা হস্তক্ষেপ করতে পারবে না । কাউকে জোর করে বাদ দিতে পারবেনা, কারো নাম জোরপূর্বক লিস্টে ঢোকাতেও পারবে না, আবার কাউকে রেকমেন্ড ও করতে পারবে না কোন নেতা মন্ত্রী না
এই বাড়ি তৈরির জন্য সরকার মোট এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে। প্রথম দফায় ৪০ হাজার এবং দ্বিতীয় দফায় ৬০ হাজার টাকা উপভোক্তারা পাবেন বাড়ির তৈরি করার জন্য।
তবে আর্থিক সহায়তা পাওয়ার সময় মূল উপভোক্তাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম সহ অন্যান্য জেলায় অনেক উপভোক্তারা কর্মসূত্রে বাইরে থাকার জন্য তাঁদের ভেরিফিকেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
আর এই ভেরিফিকেশনের কাজ যাতে বাধা প্রাপ্ত না হয় সেই জন্য রাজ্য সরকার (West Bengal Goverment) নতুন নিয়ম উদ্ভাবন করেছে। সরকারের এই নতুন নিয়মের ফলে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে খুবই ভালো হবে এটাই মনে করা হচ্ছে।
আর এই নিয়মের ফলে প্রায় ১৫ লক্ষ মানুষের বাড়ি তৈরী করা সম্ভব হবে। সমীক্ষার পরে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে উপভোক্তারা প্রথম কিস্তির ৪০ হাজার টাকা পাবেন।
আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার বাড়ির লিস্ট দেখুন | Bangla Awas Yojana List 2024
আরও পড়ুন:- বাংলা আবাস যোজনা বাড়ির নতুন আবেদন, Bangla Awas Yojana Online Apply
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |