Saturday, December 14, 2024
Homeপ্রকল্পআবাস যোজনার যে কোনো সমস্যার সমাধান করুন, অভিযোগ করুন

আবাস যোজনার যে কোনো সমস্যার সমাধান করুন, অভিযোগ করুন

Bangla Awas Yojana Helpline: রাজ্য বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর।

আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা কেন্দ্র সরকার না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গে আবাসের বাড়ি তৈরির কাজ বন্ধ ছিল । নানান প্রতিরোধ, চিঠি লেখালেখি, মিটিং এর পরেও কেন্দ্র সরকার রাজ্য সরকারের আবেদনে সাড়া দেয়নি ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

অবশেষে রাজ্য সরকার ঠিক করেছিল তারা নিজেদের কোষাগার থেকেই পশ্চিমবঙ্গের উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেবে । সেইমতো বাড়ি তৈরি টাকা দেওয়ার আগে বাড়িতে বাড়িতে উপভোক্তা যাচাইয়ের জন্য সার্ভের কাজ শুরু হয়েছে ।

বর্তমানে সার্ভের সময় দেখা যাচ্ছে নানান অভিযোগ আপনারা করছেন । অনেকের বাড়িতে সার্ভে করতে যাচ্ছেনা, অনেকের বাড়িতে সার্ভে করতে গেলেও তাদের নাম কেটে দেওয়া হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে আপনাদের নাম সার্ভে লিস্টে নেই আপনারা নাম তুলতে চাইছেন।

আবার অনেকেই অভিযোগ করেছেন অনেক অযোগ্য উপভোক্তা যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তাদের নামও লিস্টে রয়েছে সুতরাং আবাস যোজনা সম্পর্কে যদি কোন সমস্যা আপনাদের থেকে থাকে সেই সমস্যা গুলি সমাধান কিভাবে করবেন আজকের এই প্রতিবেদন আমরা আলোচনা করব ।

সার্ভের লিস্টে নাম না থাকলে কি করবেন (Bangla Awas Yojana Helpline) :-

যদি আপনার সার্ভের লিস্টে নাম না থাকে তাহলে আপনি দুই ভাবে আবেদন করতে পারেন প্রথমত আপনি বিডিও অফিসে গিয়ে সাদা কাগজে একটি দরখাস্ত লিখবেন বাড়ির আবেদন জানিয়ে

আর দ্বিতীয় পদ্ধতি হলো আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে কল করে বাড়ি পাওয়ার জন্য একটি আবেদন করবেন। সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে।

আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার সার্ভেতে কি প্রশ্ন করবে, কি কাগজ লাগবে? Bangla Awas Yojana List

যদি আপনার নাম জোরপূর্বক কেটে দেয় কি করবেন ?

আপনার নাম বাড়ি পাবার লিস্টে ছিল এবং আপনার বাড়িতে সার্ভে আসার পর আপনার নাম যারা সার্ভে করতে আসছে তারা কেটে দিয়েছে।

আপনি যদি যোগ্য হয়ে থাকেন বাড়ি পাওয়ার জন্য যদি আপনার নাম জোরকরে কেটে দিয়ে থাকে তাহলে আপনি পুনরায় বাড়ি পাবার জন্য আবেদন করতে পারেন।

কিভাবে আবেদন করবেন প্রথমত আপনি বিডিও অফিসে গিয়ে সাদা কাগজে একটি দরখাস্ত লিখবেন বাড়ির আবেদন জানিয়ে আর দ্বিতীয় পদ্ধতি হলো আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে কল করে বাড়ি পাওয়ার জন্য একটি আবেদন করবেন। সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে।

বাড়িতে আবাস সার্ভে না আসলে কি করবেন?

আপনার নাম সার্ভে লিস্টে রয়েছে অথচ বাড়িতে সার্ভে করতে আসছে না সেক্ষেত্রে আপনি 31 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবেন। তারপরও যদি না এসে থাকে তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন ।

গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করে যদি কোন সুরাহা না হয় সেক্ষেত্রে আপনি বিডিও অফিসে কমপ্লেন করতে পারেন । এছাড়া আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন

সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার:-

আবাস যোজনা সম্পর্কে কোন অভিযোগ থাকলে যেকোনো ধরনের সাহায্য পেতে চাইলে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে (Sarasari Mukhyamantri Helpline Number) যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারটি হল- ৯১৩৭০৯১৩৭০ (9137091370)

Bangla Awas Yojana Helpline


আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার বাড়ির লিস্ট দেখুন | Bangla Awas Yojana List 2024

আরও পড়ুন:- খারাপ খবর: আবাস যোজনা সার্ভে বন্ধ হল, কবে আবার শুরু হবে? Bangla Awas Yojana

Most Popular