Thursday, March 13, 2025
Homeপ্রকল্পবাংলা আবাস টাকা সবাই পাবে, মুখ্যমন্ত্রীর ঘোষণা । আবার সার্ভে হবে

বাংলা আবাস টাকা সবাই পাবে, মুখ্যমন্ত্রীর ঘোষণা । আবার সার্ভে হবে

Awas Yojana Mamata Banerjee: পাকাবাড়ির টাকার নিশ্চয়তা, যোগ্য সকলকেই সহায়তার আশ্বাস নবান্নের

রাজ্যের মানুষের জন্য বাড়ি তৈরির সহায়তায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মোট বরাদ্দ অর্থের ৬০ শতাংশ সরবরাহ করার কথা ছিল, আর রাজ্য সরকার দিত বাকি ৪০ শতাংশ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কিন্তু বর্তমানে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ স্থগিত থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিটি উপভোক্তাকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ডিসেম্বর মাসে এই অর্থ প্রক্রিয়াকরণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন :- সবাই পাবে বাড়ি তৈরির টাকা, নতুন নিয়ম চালু | Bangla Awas Yojana

তালিকা যাচাই ও সমীক্ষার প্রক্রিয়া (Awas Yojana Mamata Banerjee)

অর্থ প্রদানের আগে রাজ্যের সম্ভাব্য উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি ও আর্থিক প্রয়োজন যাচাই করা হবে। এ বিষয়ে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছে নবান্ন।

রাজ্যের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আশ্বাস, প্রকৃত এবং যোগ্য উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না।

জেলা প্রশাসনের ওপর দায়িত্ব ও নির্দেশ

বুধবার এক ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এবং পঞ্চায়েত সচিব পি উলগানাথান উপস্থিত ছিলেন, যেখানে সমস্ত জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও বিডিওদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে, ‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়ে জনগণের মধ্যে যেন কোনো ভুল ধারণা তৈরি না হয়। যাঁদের নাম প্রাথমিক তালিকায় বাদ পড়েছে, তাঁদের পুনরায় যাচাই করা হবে

নবান্নের বার্তা: মানুষের মনোবল অক্ষুণ্ণ রাখতে হবে

বিকেলে এক যৌথ সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত সচিব পরিষ্কার জানান, এই সমীক্ষা বা যাচাই প্রক্রিয়া নিয়ে মানুষকে অযথা চিন্তিত হতে হবে না।

প্রকল্পের আওতায় তালিকাভুক্ত প্রতিটি উপযুক্ত উপভোক্তা যথাযথ সহায়তা পাবেন এবং তাদের পাকাবাড়ি তৈরির জন্য অর্থিক সহায়তা পর্যায়ক্রমে প্রদান করা হবে।

আরও পড়ুন :- বাংলা আবাস যোজনা বাড়ির নতুন আবেদন, Bangla Awas Yojana Online Apply

আরও পড়ুন :- বাংলা আবাস যোজনা বাড়ির নতুন লিস্ট ডাউনলোড | Bangla Awas Yojana List Check

Most Popular