Thursday, November 21, 2024
Homeকৃষক সংক্রান্তকৃষকবন্ধু প্রকল্পের টাকা দেবার কাজ শুরু, স্টেটাসে আপডেট আসলো

কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেবার কাজ শুরু, স্টেটাসে আপডেট আসলো

Krishak Bandhu Payment Date: কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবার কাজ শুরু হল।

স্ট্যাটাসে নতুন আপডেট এসেছে। এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনে টাকা ঢুকবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কবে রবি সিজিনের টাকা দেবে? স্ট্যাটাসে কি আপডেট এসেছে? বিস্তারিত আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব।

কৃষকবন্ধু প্রকল্পের টাকা কখন দেওয়া হয় (Krishak Bandhu Payment Date):-

কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয় খারিফ সিজন এবং রবি সিজেন ।

১) খারিফ সিজিনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে

২) রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে

কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা দেয়:-

কৃষক বন্ধু প্রকল্পে সর্বোচ্চ একজন কৃষক ১০ হাজার টাকা বছরে পাই এবং সর্বনিম্ন ৪ হাজার টাকা বছরে পাই। টাকার পরিমান নির্ভর করছে কৃষকটির কত জমি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত রয়েছে তার উপর।

১) ০.৪০ একর পর্যন্ত জমি থাকলে একটি কিস্তিতে ২,০০০ টাকা, বছরে ৪,০০০ টাকা দেওয়া হয়।

২) ০.৪১ একর থেকে ০.৯৯ একর পর্যন্ত জমি থাকলে ( জমির পরিমাণ × ৫০ গুণ) করে টাকা পাওয়া যায়।

যেমন: কারো ০.৫০ একর জমি হলে তিনি এক কিস্তিতে টাকা পাবেন ০.৫০ × ৫০ = ২৫০০ টাকা, দুই কিস্তিতে ২৫০০+২৫০০=৫০০০ টাকা পাবেন

৩) ১ একর বা তার বেশি জমি থাকলে সর্বাধিক ৫,০০০ টাকা এক কিস্তিতে, বছরে ১০,০০০ টাকা পাওয়া যায়

আরও পড়ুন: ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন কিনা চেক করুন | Bangla Shasya Bima Status Check

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন :-

১) সবার প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট গুগলে সার্চ করতে হবে https://krishakbandhu.net/ লিখে

২) তারপর নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করতে হবে

৩) তারপর ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা মোবাইল নাম্বার ইত্যাদির যে কোনো একটা বসিয়ে সার্চ করলেই স্ট্যাটাস দেখিয়ে দিবে ।

বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কি আপডেট এসেছে?

বর্তমানে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করেন তাহলে লক্ষ্য করতে পারবেন ট্রানজেকশন স্ট্যাটাসের (Transaction Status) ঘরটি ফাঁকা হয়ে গিয়েছে।

নইলে ওই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস (Transaction Success) লেখাটি এতদিন ছিল |

যেহেতু এবার কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনে টাকা দেওয়ার কাজ কৃষি দপ্তর শুরু করেছে সেই কারণে ট্রানজেকশন সাকসেস লেখাটি উঠে গিয়ে বর্তমানে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা হয়ে গিয়েছে ।

এবার ওই ফাঁকা স্থানে Ada Uploaded আসবে, তারপর DDA Approved আসবে, তারপর Account Valid আসবে। তারপর কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করবেন।

কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে (Krishak Bandhu Payment Date) :-

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে ৩ রা নভেম্বর ২০২৪ তারিখে নতুন আপডেট এসেছে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘর সমস্ত কৃষকদের ফাঁকা হয়ে গিয়েছে।

এবার পরবর্তী ধাপ আসার পালা যেহেতু নভেম্বরের একদম শুরুর দিকেই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়েছে সুতরাং বাকি ধাপ গুলি খুব শীঘ্রই চলে আসবে।

কৃষি দপ্তর সূত্রে খবর যেহেতু ঘূর্ণিঝড় ডানা এবং বন্যার কারণে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই কারণেই কৃষি দপ্তর চাইছে কৃষকদেরকে যত দ্রুত সম্ভব কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে দিতে ।

যাতে কৃষকরা সেই টাকা দিয়ে কিছুটা হলেও কৃষি কাজ করতে পারে । তাই মনে করা হচ্ছে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের দেওয়া হবে।

আরও পড়ুন: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন

আরও পড়ুন: সুখবর: ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। আপনি কত টাকা পাবেন দেখুন

Most Popular