Tuesday, January 28, 2025
Homeকৃষক সংক্রান্তPm kisan পরবর্তী কিস্তির টাকা কবে দিবে? Pm Kisan 19th Installment Date

Pm kisan পরবর্তী কিস্তির টাকা কবে দিবে? Pm Kisan 19th Installment Date

Pm Kisan 19th Installment Date: কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা।

কৃষকদের আর্থিক সহায়তা দানের জন্যই এই প্রকল্পটির সৃষ্টি করা হয়েছে। বছরে প্রায় ৬০০০ টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

তিনটি কিস্তির মাধ্যমে কৃষকরা এই টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। এখনো পর্যন্ত ১৯ টা কিস্তি এই কৃষকদের দেওয়া হয়েছে।

এবার প্রশ্ন হল যে ১৮ টি কিস্তি টাকা পেলেও এই ১৯ তম কিস্তি টাকা কৃষকরা কবে হাতে পাবে?

চলতি বছরের আগামী ৫ই অক্টোবর, ১৮ তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল।

গোটা ভারতবর্ষে প্রায় ৯.৪ কোটিরও বেশি কৃষকরা ২০০০ টাকা করে করে পেয়েছিল।

১৮ তম কিস্তির টাকা প্রকাশ করা হলেও কৃষকদের মনে প্রশ্ন জেগেছে যে ১৯ তম কিস্তির টাকা তারা কবে পাবে?

আরও পড়ুন: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন

১৯ তম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে (Pm Kisan 19th Installment Date) ?

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার কিস্তির টাকা, চার মাস অন্তর অন্তর কৃষকদের দেওয়া হয়।

যদি এই নিয়মটি ঠিক থাকে তবে অক্টোবর মাসে যেহেতু ১৮ তম কিস্তির টাকা দেওয়া হয়েছে সেহেতু ১৯ তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের দিকে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

এই সকল ব্যক্তিদের টাকা আটকে যেতে পারে-

যখনই সরকার  কোনো প্রকল্পের টাকা দেয় তা কিন্তু সরাসরি ক্যাশে পেমেন্ট করে না।

সুবিধাভোগীদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে DBT এর মাধ্যমে টাকাটি চলে আসে। ব্যাংক অ্যাকাউন্টে DBT না থাকলে টাকা পাওয়া যাবে না।

এই কিষাণ সম্মাননিধি প্রকল্পের কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই ই কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করার জন্য নিকটতম CSC কেন্দ্র বা স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ যেতে হবে।

আরও পড়ুন: সুখবর: ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। আপনি কত টাকা পাবেন দেখুন

আরও পড়ুন: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

Most Popular