Thursday, November 21, 2024
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পলক্ষীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে! মাসে ৩০০০ টাকা দিবে

লক্ষীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে! মাসে ৩০০০ টাকা দিবে

Annapurna Bhandar Yojana: ১০০০ নয়, এবার অন্নপূর্ণা যোজনা দেবে ৩০০০ টাকা! জানুন কীভাবে পাবেন সুবিধা

পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপির অন্নপূর্ণা যোজনার ঘোষণা নিয়ে রাজ্যজুড়ে উত্তাপ বেড়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Annapurna Bhandar Yojana

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাল্টা হিসেবে বিজেপি এই অন্নপূর্ণা যোজনার ঘোষণা করে। বিজেপির দাবি, এই যোজনার মাধ্যমে রাজ্যের মহিলারা সুরক্ষা ও আর্থিক সহায়তা পাবেন, যা তাদের জন্য বিশেষভাবে উপকারী হবে।

সোমবার, কাটোয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই যোজনার সুবিধাগুলি নিয়ে কথা বলেন।

বালুরঘাটের এই সাংসদ বলেন, “বিজেপি করি বলে কেবল সভায় এসে ভাষণ শুনে বাড়ি চলে গেলে চলবে না। আমাদের প্রত্যেককে ১০০ জন করে নতুন সদস্য সংগ্রহ করতে হবে। তবেই বাংলা তার পুরনো গৌরব পুনরুদ্ধার করতে পারবে।”

আরও পড়ুন: বাংলা আবাস যোজনা বাড়ির নতুন আবেদন, Bangla Awas Yojana Online Apply

এরপর তিনি অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গে বলেন, “মহিলারা যাতে সুরক্ষিত থাকেন, সেই জন্য তাদের বোঝাতে হবে। অন্নপূর্ণা যোজনার আওতায় ৩০০০ টাকা পেতে হলে বিজেপির সদস্য হতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে।”

এই বক্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে যে শুধুমাত্র বিজেপির সদস্যদের জন্য এই প্রকল্পের সুবিধা প্রযোজ্য হবে বলে বুঝানো হচ্ছে।

বিরোধীদের প্রশ্ন, কোনও কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে শুধু বিজেপি সদস্যদের জন্য সরকারি প্রকল্পের সুবিধা প্রাপ্য বলে দাবি করতে পারেন? ভারতীয় সংবিধানের অধীনে কি এই ধরণের প্রকল্প চালানো সম্ভব?

বিজেপির পক্ষ থেকে অবশ্য সুকান্ত মজুমদারের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পদ্ম শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে,

সুকান্ত মজুমদার বলতে চেয়েছেন যে বিজেপিকে ক্ষমতায় আনতে হলে আরও সদস্য সংগ্রহ করা প্রয়োজন, এবং বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যের মহিলারা অন্নপূর্ণা যোজনার অধীনে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

সুকান্ত মজুমদার কখনো সরাসরি বলেননি যে শুধুমাত্র বিজেপির সদস্যদের জন্যই এই সুবিধা প্রযোজ্য।

এই বিতর্কের জেরে অন্নপূর্ণা যোজনার বিষয়ে নানা প্রশ্ন উঠছে। রাজ্যের রাজনীতির পরিসরে এই প্রকল্প নিয়ে আলোচনা আরও তীব্র হবে বলেই অনুমান করা হচ্ছে।

তবে একটা বিষয় মনে রাখতে হবে, বর্তমানে যেমন লক্ষীর ভান্ডার চলছে সেই রকমই চলবে, যতদিন রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারে থাকবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন।

যদি কোনদিন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আছে তাহলে বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভাণ্ডার চালু করতে পারে।

বিশেষ দ্রষ্টব্য:- বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্যের সত্যতা যাচাই করেনি jantehobe.in কর্তৃপক্ষ

আরও পড়ুন: UPI মাধ্যমে টাকা পাঠানোর নতুন নিয়ম চালু | Upi Payment New Rules

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে ২০০০ টাকা দিবে ! টাকা বাড়ানোর ঘোষণা

Most Popular