Bangla Awas Yojana 2024: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যের অভিভাবকের স্থানে বসার পর থেকে প্রতিটি স্তরের মানুষের জন্য প্রায় ৭০ টি প্রকল্পের সৃষ্টি করেছে।
তাঁর এই বিভিন্ন প্রকল্পের দ্বারা ৮ থেকে ৮০ সকলেই উপকৃত হয়েছে। কেন্দ্র সরকারের PMGAY এর মত রাজ্য সরকারও এবার এক বিশেষ প্রকল্পের সৃষ্টি করেছে। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ভূমিহীন মানুষেরা জমি পাবে।
এই রাজ্যের বহু মানুষ রয়েছে যারা সহায় সম্বলহীন। এবার এই মানুষদের জন্য রাজ্য সরকার দুই কাঠা জমি দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন
Get land in PMGAY Bangla Awas Yojana (Bangla Awas Yojana 2024)
প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বেশ কিছুদিন ধরে কেন্দ্র সরকার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দান করে আসছিল।
ভারতের অন্যান্য রাজ্যগুলি এই প্রকল্পের সহায়তা পেলেও পশ্চিমবঙ্গে প্রায় আড়াই বছর ধরে কেন্দ্র সরকার থেকে এই টাকা দেওয়া বন্ধ করেছিল।
সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের কোষাগার থেকে অর্থ দিয়ে বাংলার আবাস যোজনার সৃষ্টি করেন। আর এই প্রকল্পের জন্যই বহু মানুষকে দুই কাঠা করে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুন: খারাপ খবর: আবাস যোজনা সার্ভে বন্ধ হল, কবে আবার শুরু হবে? Bangla Awas Yojana
কতজন এই প্রকল্পের সুবিধা পাবেন?
পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় ১১ লক্ষ মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দান করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এই প্রকল্পের জন্য আর্থিক সহায়তা যেহেতু পশ্চিমবঙ্গ সরকার দান করছে তাই কেন্দ্র সরকারের কোনো নিয়ম এখানে কার্যকর হবে না। যে সমস্ত মানুষেরা ভূমিহীন তাদের বার্তা প্রদান করার পরেই পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ভূমিহীনদের জন্য জমি দেওয়ার ব্যবস্থা থাকলেও নানা প্রশাসনিক কারণে তা অধরাই থেকে যেত। কিন্তু রাজ্য সরকার সেই সকল আইনি জটিলতা মিটিয়ে ভূমিহীনদের জমি দান করবে।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভূমিহীনদের এক কাঠা জমি দেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু বাংলার আবাস যোজনা তে সুবিধাভোগীদের দুই কাটা করে জমি দেওয়া হচ্ছে।
অক্টোবর মাস থেকে বাংলার আবাস যোজনার সমীক্ষা শুরু হয়েছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদেরকে নির্দেশ দিয়েছে যে ওই সমীক্ষায় যাদের জমি নেই তাদের তালিকা একটি আলাদা করতে হবে। যে সকল ব্যক্তিদের জমি নেই তাদের জমির পাট্টা দেওয়ার পরে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে।
ভূমিহীন আবেদন ফর্ম
এই রাজ্যের প্রতিটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি রাজস্ব) ও জেলা ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরের কর্মকর্তারা (DLLRO) ভূমিহীনদের নামের তালিকাটি আলাদা করে চিহ্নিত করবেন।
এই সমীক্ষার সময় তাদের হাতে থাকবে ভূমিহীনদের তালিকা। যদি কোনো ভূমিহীন লোকেদের বাসস্থানের কাছাকাছি জায়গায় জমি দেওয়া সম্ভব না হয় তবে তাঁর সম্মতি মতো কিছুটা দূরে ঘর করার জন্য জমি দেওয়া হবে।
আরও পড়ুন: বাংলা আবাস যোজনা বাড়ির নতুন আবেদন, Bangla Awas Yojana Online Apply
আরও পড়ুন: বাংলা আবাস যোজনা বাড়ির নতুন আবেদন, Bangla Awas Yojana Online Apply
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |