Tuesday, January 28, 2025
Homeপ্রকল্পআবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশিত, কবে টাকা ঢুকবে

আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশিত, কবে টাকা ঢুকবে

Bangla Awas Yojana Final List: আবাস প্রকল্পে অর্থ বরাদ্দ ও চূড়ান্ত তালিকা তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্ধারিত সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে।

পূর্বে এই কাজের শেষ সময়সীমা ছিল ২০ ডিসেম্বর। প্রশাসনিক প্রক্রিয়ার সামান্য বিলম্বের কারণে সেই সময়সীমা তিনদিন বাড়িয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

সম্প্রতি নবান্ন থেকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ২৩ ডিসেম্বরের মধ্যেই তারা চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবে এবং টাকা ছাড়ার ব্যবস্থা করবে।

প্রকল্পের প্রাথমিক ধাপ হিসেবে আবাস প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরির জন্য সমীক্ষার কাজ ১৪ নভেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণবশত এই সমীক্ষার কাজ শেষ হয় ১৮ নভেম্বর, সোমবার।

ফলে গোটা প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যায়। এই কারণেই টাকা ছাড়ার জন্য সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন কিনা চেক করুন | Bangla Shasya Bima Status Check

তালিকা অনুমোদনের তিন স্তরীয় প্রক্রিয়া (Bangla Awas Yojana Final List) :-

তালিকা চূড়ান্ত করার আগে তিনটি পর্যায়ে তা অনুমোদন দেওয়ার কাজ সম্পন্ন হবে।

1. গ্রামসভা পর্যায়ে: প্রতিটি গ্রামে তালিকা প্রথমে গ্রামসভায় পেশ করা হবে।

2. ব্লকস্তরে কমিটি পর্যায়ে: গ্রামসভায় অনুমোদনের পর, তা ব্লকের সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হবে।

3. জেলাস্তরে কমিটি পর্যায়ে: ব্লকের অনুমোদনপ্রাপ্ত তালিকাগুলি জেলায় যাচাই ও অনুমোদনের জন্য পাঠানো হবে।

এই তিন স্তরে অনুমোদনের পরই প্রকৃত উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হবে এবং অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে বলে পঞ্চায়েত দপ্তর জানিয়েছে।

তালিকা প্রকাশ ও অভিযোগ মীমাংসা

পঞ্চায়েত দপ্তর জানায়, চূড়ান্ত তালিকা প্রতিটি ব্লক, এসডিও অফিস, জেলাশাসকের দপ্তর এবং জেলার সরকারি ওয়েবসাইটে ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত প্রকাশ করা হবে।

এই সময়সীমার মধ্যে তালিকা সংক্রান্ত যে কোনও অভিযোগ জানাতে পারবে উপভোক্তারা। অভিযোগ গ্রহণের পর দ্রুততার সঙ্গে তা মীমাংসার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রক্রিয়ার এই বিলম্বের পরও প্রশাসন আশা করছে, নতুন সময়সীমা অনুযায়ী টাকা ছাড়ার কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন হবে।

আরও পড়ুন: ২ কাঠা বিনামূল্যে জমি দিচ্ছে মুখ্যমন্ত্রী, বাড়ি তৈরির জন্য | Bangla Awas Yojana

আরও পড়ুন: এবার সবাই পাবে বাড়ির টাকা, চালু হচ্ছে বাংলা আবাস যোজনা | Bangla Awas Yojana

Most Popular