Sunday, December 15, 2024
Homeকৃষক সংক্রান্তআজকে আবার কৃষকবন্ধুর টাকা ঢুকলো, আপনার কবে ঢুকবে

আজকে আবার কৃষকবন্ধুর টাকা ঢুকলো, আপনার কবে ঢুকবে

Krishak Bandhu taka kobe dhukbe 2024: কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি এখনো আপনার ব্যাংকে পাননি। কবে আপনার টাকা ঢুকবে? ইতিমধ্যেই টাকা ছাড়া শুরু হয়েছে ।

আজকেও অনেকেই ব্যাংক একাউন্টে টাকা পেয়েছেন, তার প্রমাণ দেখাবো। টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করব

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কৃষকবন্ধু টাকা ঢুকলো:-

কৃষকবন্ধু প্রকল্পের টাকা রবি সিজিনের ২০২৪ সালে ২১ শে নভেম্বর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে টাকা দেওয়ার শুভ সূচনা করেছিলেন ।

২২শে নভেম্বর থেকে ব্যাংক একাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে তারপর প্রতিদিনই কিছু না কিছু কৃষকদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকছে । আজ ২৬ তারিখেও কৃষকদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকেছে তার প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।

krishak bandhu taka kobe dhukbe 2024

আরও পড়ুন: আজ থেকে কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু | Krishak Bandhu

টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন:-

কৃষকবন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা ২২ শে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছে । কিন্তু এখনো অনেকেই তাদের ব্যাংকে টাকা পাননি ।

কৃষক বন্ধু প্রকল্পে টাকা ব্যাংক একাউন্ট নাম্বার ও আইএফএসসি কোড ধরে প্রত্যেকটি জেলার ট্রেজারি থেকে পাঠানো হয় ।

এছাড়াও এবার ১০৯ লক্ষ কৃষককে টাকা দেওয়া হবে। একসঙ্গে এত সংখ্যক কৃষককে টাকা কোনভাবেই একদিন দুইদিনের মধ্যে দেওয়া সম্ভব নয় । অপেক্ষা করতে হবে আপনাদের টাকা পাওয়ার জন্য।

আপনার টাকা কবে ঢুকবে?

কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই ব্যাংক একাউন্টে অনেক কৃষকই পেয়ে গিয়েছেন । বর্তমান সিজনে ১০৯ লক্ষ কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে ।

কৃষকবন্ধু প্রকল্পের টাকা এর আগের বছরগুলোতে আমরা দেখেছি ব্যাংক একাউন্টে ঢুকতে কারো দু দিন, কারো সাত দিন, কারো ১৫ দিন বা তারও বেশি সময় লেগেছে সুতরাং আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে অপেক্ষা করতে হবে । আপনারা অপেক্ষা করে থাকুন সকলেই টাকা পেয়ে যাবেন

আপনি টাকা পাবেন কিনা চেক করুন:-

কৃষকবন্ধু প্রকল্পের বর্তমানে রবি সিজনে টাকা আপনি ব্যাংক একাউন্টে পাবেন কিনা সেটি খুব সহজেই মোবাইল থেকে চেক করে নিতে পারবেন ।

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার সময় যদি আপনি ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড (Account Valid) লেখাটা দেখতে পান তাহলে বুঝবেন বর্তমানে আপনি আপনার ব্যাংক একাউন্টে টাকা পেয়ে যাবেন

KRISHAK BANDHU STATUS CHECK:- CLICK HERE

আরও পড়ুন: কৃষকবন্ধুদের টাকা বাড়ানো হল, চাষিদের জন্য সুখবর | Krishak Bandhu Taka

আরও পড়ুন: ১০০০ বদলে ১৮০০ টাকা দিবে, ভাতার টাকা বাড়ানো হল

Most Popular