Thursday, December 12, 2024
Homeপ্রকল্পবাংলা আবাস ফাইনাল লিস্ট সব জেলার ডাউনলোড

বাংলা আবাস ফাইনাল লিস্ট সব জেলার ডাউনলোড

Banglar Bari List West Bengal: আবাস প্রকল্প: খসড়া তালিকা প্রকাশের জন্য প্রস্তুতি তুঙ্গে

পূর্ব মেদিনীপুরে আবাস প্রকল্পের উপভোক্তা তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। শীঘ্রই জেলা প্রশাসনের তরফে এই প্রকল্পের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই পঞ্চায়েত থেকে ব্লক স্তরে এর জন্য যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে ব্লক, মহকুমাশাসক এবং জেলাশাসকের দপ্তরে এই তালিকা টাঙাতে হবে। পাশাপাশি, জেলা প্রশাসনের ওয়েবসাইটেও তালিকা আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ জানানো ও নিষ্পত্তি

খসড়া তালিকা প্রকাশের পরে কোনো উপভোক্তার অভিযোগ থাকলে তা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সেই জন্য প্রতিটি ব্লক, মহকুমাশাসক ও জেলা দপ্তরে ‘অভিযোগ বাক্স’ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রশাসনিক স্তরে একটি বিশেষ দল তৈরি করা হচ্ছে।

গ্রাম সভার মাধ্যমে তালিকা অনুমোদন

অভিযোগ নিষ্পত্তি শেষ হলে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ৫ ডিসেম্বরের মধ্যে গ্রাম সভা ডেকে তালিকা অনুমোদন করতে হবে। এরপর ৯ ডিসেম্বরের মধ্যে ব্লক স্তরের কমিটি এবং ১১ ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটির মাধ্যমে এই তালিকা চূড়ান্ত করা হবে।

প্রথম কিস্তির টাকা প্রদান

চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার পরে উপভোক্তাদের নাম রেজিস্ট্রেশন এবং যাচাইয়ের জন্য ১২ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের পাকাবাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা বিতরণ শুরু হবে।

সমীক্ষা ও তদন্তের প্রক্রিয়া

রাজ্য সরকারের উদ্যোগে এই প্রকল্পের জন্য ২০১৮ সালের সমীক্ষা অনুযায়ী তালিকা ধরে প্রায় দেড় লক্ষ পরিবারের বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং যাচাই করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়া আবেদনও খতিয়ে দেখা হয়েছে। গত ২১ অক্টোবর থেকে এই সমীক্ষা শুরু হয়েছিল।

জেলা প্রশাসনের বক্তব্য

এই বিষয়ে অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) অনির্বাণ কোলে জানান, “আবাস উপভোক্তা তালিকা তৈরির কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে। খসড়া তালিকা নির্ধারিত দিনে প্রকাশ করা হবে। গ্রাম সভার জন্য পঞ্চায়েত এবং ব্লকগুলিকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে।”

কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের প্রভাব

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজ্য সরকার আবাস প্রকল্পের অর্থ নিজেই ব্যয় করার ঘোষণা করেছিল। সেই ঘোষণার ভিত্তিতেই পূর্ব মেদিনীপুরে এই প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে।

এই প্রকল্পের মাধ্যমে অসংখ্য পরিবার পাকাবাড়ির সুযোগ পাবে। অভিযোগ নিষ্পত্তি থেকে শুরু করে গ্রাম সভা, চূড়ান্ত তালিকা তৈরি এবং অর্থ বিতরণের প্রতিটি ধাপে প্রশাসনের প্রস্তুতি সম্পূর্ণ। এখন সকলের নজর ২৭ নভেম্বরের দিকে, যখন প্রথম খসড়া তালিকা প্রকাশিত হবে।

জেলা অনুযায়ী খসড়া লিস্ট ডাউনলোড করুন (Banglar Bari List West Bengal) :-

১) আলিপুরদুয়ার (Alipurduar):- CLICK HERE

২) বাঁকুড়া (Bankura):- CLICK HERE

৩) বীরভূম (Birbhum):- CLICK HERE

৪) কোচবিহার (Cooch Behar):- CLICK HERE

৫) দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur/ South Dinajpur):- CLICK HERE

৬) দার্জিলিং (Darjeeling):- CLICK HERE

৭) হুগলী (Hooghly):- CLICK HERE

৮) হাওড়া (Howrah):- CLICK HERE

আরও পড়ুন: এবার সবাই পাবে বাড়ির টাকা, চালু হচ্ছে বাংলা আবাস যোজনা | Bangla Awas Yojana

৯) জলপাইগুড়ি (Jalpaiguri):- CLICK HERE

১০) ঝাড়গ্রাম (Jhargram):- CLICK HERE

১১) কালিম্পং (Kalimpong):- CLICK HERE

১২) কলকাতা (Kolkata):- NOT AVAILABLE

১৩) মালদা (Malda):- CLICK HERE

১৪) মুর্শিদাবাদ (Murshidabad):- CLICK HERE

১৫) নদিয়া (Nadia):- CLICK HERE

১৬) উত্তর 24 পরগনা (North 24 Parganas):- CLICK HERE

১৭) পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur):- CLICK HERE

১৮) পশ্চিম বর্ধমান (Paschim Burdwan : বর্ধমান):- CLICK HERE

১৯) পূর্ব বর্ধমান (Purba Burdwan: বর্ধমান ):- CLICK HERE

২০) পূর্ব মেদিনীপুর (Purba Medinipur):- CLICK HERE

২১) পুরুলিয়া (Purulia) :- CLICK HERE

২২) দক্ষিণ 24 পরগনা (South 24 Parganas) :- CLICK HERE

২৩) উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) :- CLICK HERE

বিশেষ দ্রষ্টব্য:- যে সকল জেলাতে উপনির্বাচনের জন্য আবাসের সার্ভে বন্ধ ছিল, সেই সকল জেলার খসড়া লিস্ট ওয়েবসাইটে পাবলিক করা হয়নি। বাকি জেলার লিস্ট অনলাইনে দেওয়া হয়েছে

আরও পড়ুন: ২ কাঠা বিনামূল্যে জমি দিচ্ছে মুখ্যমন্ত্রী, বাড়ি তৈরির জন্য | Bangla Awas Yojana

আরও পড়ুন: ১০০০ বদলে ১৮০০ টাকা দিবে, ভাতার টাকা বাড়ানো হল

Most Popular