Best Credit Card 2024: ডিসেম্বর মাসের নতুন ৪ নিয়ম: কী কী বদল আনছে আমাদের জীবনে?
নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বর আসতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বছরের শেষ মাস, আর তার সঙ্গেই শুরু হবে কিছু গুরুত্বপূর্ণ নিয়মের বদল।
রান্নার গ্যাসের দাম থেকে মোবাইলের নতুন সিকিউরিটি নিয়ম বা ব্যাংকের পরিবর্তিত পলিসি—এসবই আপনার দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে পারে।
আসুন, বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক, আসন্ন ডিসেম্বর মাসে কী কী নিয়ম বদল হতে চলেছে।
রান্নার গ্যাসের দাম পরিবর্তন (LPG Gas Cylinder Price Update)
প্রতি মাসের প্রথম দিনেই পেট্রোলিয়াম কোম্পানিগুলি রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারণ করে। তাই ১লা ডিসেম্বরেও রান্নার গ্যাসের দাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
গত কয়েক মাসে ঘরোয়া LPG সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি, তবে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম সামান্য ওঠানামা করেছে।
কমার্শিয়াল সিলিন্ডারের দামের পরিবর্তন হলে তা সরাসরি হোটেল, রেস্টুরেন্ট এবং অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে প্রভাব ফেলবে। এর ফলে খাদ্য দ্রব্য বা অন্যান্য পণ্য সামগ্রীর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:- এইট পাশে ১৯০১ শূন্যপদে কর্মী নিয়োগ | Indian Army Recruitment 2024
মোবাইল OTP আসার নিয়মে বদল (Mobile OTP Rules Update)
১লা ডিসেম্বর থেকে মোবাইল OTP সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-র নির্দেশ অনুযায়ী, সমস্ত কমার্শিয়াল OTP বা ট্রানজাকশনাল মেসেজ ট্র্যাক করতে হবে।
এই পদক্ষেপের মূল উদ্দেশ্য অনলাইন প্রতারণা হ্রাস করা।
প্রথমে এই নিয়ম কার্যকর করার ডেডলাইন ছিল ৩১ শে অক্টোবর। পরে সেটি বাড়িয়ে ৩০ শে নভেম্বর করা হয়।
নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে গ্রাহকরা সাময়িকভাবে OTP পেতে দেরি হতে পারে। তবে এটি অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের নতুন নিয়ম (SBI Credit Card Rules)
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আসছে।
১লা ডিসেম্বর থেকে, ইউটিলিটি বিল (বিদ্যুৎ, জল, গ্যাস ইত্যাদি) পেমেন্টের ক্ষেত্রে যদি পরিমাণ ৫০,০০০ টাকার বেশি হয়, তবে ১% অতিরিক্ত চার্জ দিতে হবে। তবে যাঁদের বিলের পরিমাণ ৫০,০০০ টাকার নিচে থাকবে, তাঁদের কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না (Best Credit Card 2024)।
অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড নিয়ম (Axis Bank Credit Card Rules)
অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ২০ শে ডিসেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে গেলে ৯৯ টাকা + ১৮% জিএসটি চার্জ দিতে হবে।
পয়েন্ট ট্রান্সফার করার ক্ষেত্রেও ১৯৯ টাকা + ১৮% জিএসটি দিতে হবে।
এই নিয়মগুলি বিশেষত EDGE Card ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ডিসেম্বর মাস শুরু হলে এই নতুন নিয়মগুলি কার্যকর হবে, যা সরাসরি আপনার দৈনন্দিন জীবন ও আর্থিক লেনদেনে প্রভাব ফেলতে পারে। তাই আগে থেকেই প্রস্তুত হয়ে নিন এবং এই নিয়মগুলি মেনে চলুন।
আরও পড়ুন:- UPI মাধ্যমে টাকা পাঠানোর নতুন নিয়ম চালু | Upi Payment New Rules
আরও পড়ুন:- নতুন প্যান কার্ড চালু, সবাইকে এটি করতে হবে | Pan Card 2.0
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |