Wb Latest Recruitment 2024: অষ্টম শ্রেণি পাশেই রাজ্যে চাকরির সুযোগ!
পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে অষ্টম শ্রেণি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস প্রার্থীদের জন্য ভিন্ন ভিন্ন পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে।
বেশ কিছু পদে লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে, এবং কিছু পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দুইই থাকবে।
আবেদনের জন্য পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া, বেতন কাঠামো, এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
Wb Latest Recruitment 2024
পদের তালিকা ও বেতন কাঠামো
নিচে পদ অনুযায়ী বেতন, যোগ্যতা এবং বয়সসীমার তথ্য দেওয়া হলো।
1. হেল্পার (Helper)
বেতন: মাসিক ৫,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর (সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় প্রযোজ্য)।
2. কুক (Cook)
বেতন: মাসিক ৭,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
3. দারোয়ান-কাম-নাইট গার্ড (Darawan Cum Night Guard)
বেতন: মাসিক ৬,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
4. কর্মবন্ধু (Karmabandhu)
বেতন: মাসিক ৫,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
5. কেয়ারটেকার (Caretaker)
বেতন: মাসিক ৯,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ।
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
6. সুপারিনটেনডেন্ট (Superintendent)
বেতন: মাসিক ১৫,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
আরও পড়ুন:- ১০০০ বদলে ১৮০০ টাকা দিবে, ভাতার টাকা বাড়ানো হল
নিয়োগ প্রক্রিয়া
শুধুমাত্র ইন্টারভিউ:
নিচের পদগুলোতে লিখিত পরীক্ষা ছাড়াই কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে: কর্মবন্ধু, দারোয়ান-কাম-নাইট গার্ড, হেল্পার, কুক
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ:
কেয়ারটেকার এবং সুপারিনটেনডেন্ট পদে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অফলাইনে। অফিসিয়াল পোর্টাল থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে।
পূরণ করা আবেদনপত্রটি প্রয়োজনীয় নথিপত্র সহ নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে। আপনি সরাসরি গিয়ে জমা দিতে পারেন অথবা By Post এর মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
The Office Of The Project Officer-cum-district Welfare Officer,
Backward Classes Welfare & Tribal Development,
Malda, Cemetery Road Near BT College,
Po Malda, Ps English Bazar, Dist Malda, Pin 732101
আবেদনের শেষ তারিখ:
১২ ডিসেম্বর, ২০২৪ (বিকেল ৪ টার মধ্যে)।
নির্দেশনা ও গুরুত্বপূর্ণ তথ্য
1. নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
2. বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদ নির্বাচন করুন।
3. আবেদন প্রক্রিয়া সম্পর্কিত বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তি চেক করুন।
অফিসিয়াল নোটিশ: CLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইট: CLICK HERE
FORM DOWNLOAD LINK:- CLICK HERE
আরও পড়ুন:- এইট পাশে ১৯০১ শূন্যপদে কর্মী নিয়োগ | Indian Army Recruitment 2024
আরও পড়ুন:-মাধ্যমিক পাশে পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু, Wb Panchayat Job
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |