Best Agriculture Loan Bank: কৃষকদের চাষাবাদে উন্নতি ঘটানোর লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের উদ্যোগে ১১৩ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে, যা ইতিমধ্যেই কৃষকদের মধ্যে বণ্টন শুরু হয়েছে (Best Agriculture Loan Bank)।
এই ঋণের আওতায় জলপাইগুড়ি জেলা ছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহারের হলদিবাড়ি, মেখলিগঞ্জ ও শিলিগুড়ির সমতল অঞ্চল অন্তর্ভুক্ত।
ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১৭টি ব্লক জুড়ে প্রায় ৫০,০০০ কৃষক এই সুবিধার আওতায় এসেছেন। মূলত রবিশস্য, আলু, ধান, শাকসবজি, ফুল-ফল, তেজপাতা ও চা-পাতা চাষে কৃষকদের সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:- ১০০০ বদলে ১৮০০ টাকা দিবে, ভাতার টাকা বাড়ানো হল
কৃষিক্ষেত্রে নতুন দিশা:
জলপাইগুড়ি জেলার কৃষিক্ষেত্রে আলুর চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মরশুমে সঠিক সময়ে ঋণ প্রাপ্তির ফলে বহু কৃষক উপকৃত হয়েছেন।
কৃষকদের এই সহায়তা তাদের স্বনির্ভর হওয়ার পথ প্রশস্ত করছে। একইসঙ্গে কৃষিক্ষেত্রে তাদের আগ্রহও বৃদ্ধি পাচ্ছে (Best Kisan Credit Card)।
ব্যাঙ্কের চেয়ারম্যানের বক্তব্য:
জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা কৃষকদের পাশে থাকার কথা বলেন।
তাঁর নির্দেশ অনুযায়ী এই ঋণ প্রদানের পরিমাণ বাড়িয়ে ১১৩ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আমাদের লক্ষ্য, সাধারণ কৃষকদের চাষবাসে আরও উৎসাহ প্রদান করা এবং তাদের আর্থিকভাবে স্বনির্ভর হতে সহায়তা করা।”
কৃষকদের প্রতিক্রিয়া:
জলপাইগুড়ির এক কৃষক রামু দাস বলেন, “আমরা অনেকেই এই ঋণ নিয়ে চাষ শুরু করেছি। এই টাকায় আলু, ধান চাষ করতে পারছি। ফলন ভালো হলে আমাদের পরিবারও ভালোভাবে চলবে।”
কৃষকদের আর্থিক উন্নয়নে এমন পদক্ষেপ রাজ্যের জন্য অত্যন্ত ইতিবাচক হতে পারে বলে মত কৃষি বিশেষজ্ঞদের। সরকার ও ব্যাঙ্কের এই যৌথ উদ্যোগ ডুয়ার্সের কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে।
আরও পড়ুন:- লক্ষীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে! মাসে ৩০০০ টাকা দিবে
আরও পড়ুন:- কৃষকদের নতুন ID কার্ড চালু, বিশেষ সুবিধার ঘোষণা! Farmers ID Card News
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |