Banglar Bari List West Bengal: বাংলার বাড়ি প্রকল্প: সেভিংস অ্যাকাউন্ট ছাড়া মিলবে না ‘বাংলার বাড়ি’র টাকা!
বাংলার বাড়ি প্রকল্পের অধীনে রাজ্য সরকারের পক্ষ থেকে পাকা বাড়ি তৈরির জন্য উপভোক্তাদের অর্থ সাহায্য দেওয়ার কার্যক্রম শুরু হতে চলেছে।
তবে এই প্রকল্পের সুবিধা উপভোক্তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য পঞ্চায়েত দপ্তর বেশ কিছু কঠোর নিয়ম এবং নির্দেশিকা জারি করেছে।
১৫ ডিসেম্বর থেকে প্রকল্পের প্রথম কিস্তির অর্থ প্রদান শুরু করার পরিকল্পনা থাকলেও, তার আগে প্রতিটি জেলার প্রশাসনকে নির্দিষ্ট ছ’টি দফা মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Banglar Bari List West Bengal
নবান্নের ছ’দফা নির্দেশিকা :-
রাজ্যের ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা বিতরণের আগে পঞ্চায়েত দপ্তর যে ছ’টি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে, তা হলো—
১. সেভিংস অ্যাকাউন্ট বাধ্যতামূলক:
উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট হতে হবে।
২. অ্যাকাউন্টের সক্রিয়তা নিশ্চিতকরণ:
উপভোক্তার অ্যাকাউন্টটি সক্রিয় অবস্থায় আছে কিনা, তা যাচাই করা হবে।
৩. আধার সংযুক্তি:
অ্যাকাউন্টটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
৪. ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই:
সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।
৫. ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল:
যদি কোনও উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল তথ্য প্রদান করেন, তবে সেই আবেদন বাতিল হবে।
৬. যৌথ পর্যবেক্ষণ:
জেলা প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তরের যৌথ পর্যবেক্ষণের মাধ্যমে তালিকা চূড়ান্ত হবে।
প্রথম কিস্তি বিতরণের প্রক্রিয়া :-
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১৫ ডিসেম্বর থেকে প্রথম কিস্তির অর্থ প্রদান শুরু হবে। প্রতিটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা স্থানান্তরিত করা হবে।
প্রথম কিস্তির অর্থপ্রাপ্তির পরে উপভোক্তাদের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী কিস্তি দেওয়া হবে।
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, “আমরা নিশ্চিত করতে চাই যে কোনও অবস্থাতেই একজন উপভোক্তার টাকা অন্য কারও অ্যাকাউন্টে চলে না যায়। এজন্য সমস্ত স্তরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”
আরও পড়ুন: আবাস যোজনার ক্যাম্প গ্রাম পঞ্চায়েতে হবে, আধার যাচাই করা হবে
ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই প্রক্রিয়া :-
চূড়ান্ত তালিকায় যাঁদের নাম থাকবে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য জেলা প্রশাসনের দ্বারা যাচাই করা হবে। এই যাচাইয়ের আওতায় আসবে—
1) ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম এবং দ্বিতীয় হোল্ডারের নাম।
2) অ্যাকাউন্ট সক্রিয় নাকি নিষ্ক্রিয় অবস্থায় আছে।
3) অ্যাকাউন্টটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়েছে কিনা।
এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই চূড়ান্ত তালিকা অনুমোদন করা হবে।
উপভোক্তাদের প্রতি সতর্কতা :-
উপভোক্তাদের উদ্দেশ্যে পঞ্চায়েত দপ্তরের বিশেষ বার্তা—
যাঁদের সেভিংস অ্যাকাউন্ট এখনও আধার কার্ডের সঙ্গে সংযুক্ত নয়, তাঁরা অবিলম্বে এটি সম্পন্ন করুন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সঠিক এবং নির্ভুলভাবে প্রদান করুন। ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে।
উপভোক্তাদের জন্য প্রাসঙ্গিক নির্দেশাবলী
১. প্রতিটি উপভোক্তার অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে।
২. অ্যাকাউন্টটি সক্রিয় অবস্থায় থাকতে হবে।
৩. অ্যাকাউন্টটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আবশ্যক।
৪. যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে।
৫. জেলা প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তর যৌথভাবে এই প্রক্রিয়া তত্ত্বাবধান করবে।
বাংলার বাড়ি প্রকল্প রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য এক বিশেষ উদ্যোগ। এই প্রকল্পে সরকার সুনির্দিষ্ট পদ্ধতিতে কাজ করছে যাতে প্রকৃত উপভোক্তারাই এর সুবিধা পান।
পঞ্চায়েত দপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ প্রয়াসে প্রকল্পের কাজ আরও স্বচ্ছ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা করা যায়। রাজ্যের উন্নয়নে এই প্রকল্প এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
আরও পড়ুন: বাংলা আবাস ফাইনাল লিস্ট, Sms পাঠানো শুরু
আরও পড়ুন: বাংলা আবাস যোজনার বাড়ির লিস্ট দেখুন | Bangla Awas Yojana List 2024
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |