Thursday, March 13, 2025
Homeপ্রকল্পঅনেক মাস বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ? কি করবেন? কবে টাকা পাবেন?

অনেক মাস বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ? কি করবেন? কবে টাকা পাবেন?

Old Age Pension West Bengal: এত মাস ধরে বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ! টানাপোড়েনে হাজারো পরিবার

গত চার মাস ধরে বার্ধক্য ও বিধবা ভাতার টাকা বন্ধ থাকায় তীব্র সমস্যায় পড়েছেন প্রাপকেরা। জেলা থেকে ব্লক ও পুরসভার অফিসে বারবার যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

রাজ্য প্রশাসন জানিয়েছে, এই সমস্যাটি গোটা রাজ্যজুড়ে চলছে। তবে আশ্বাস দেওয়া হয়েছে, যাঁরা ইতিমধ্যেই নথিভুক্ত আছেন, তাঁদের টাকা কিছুদিনের মধ্যেই পাঠানো হবে।

ভাতার প্রাপকদের ভোগান্তি (Old Age Pension West Bengal)

বার্ধক্য বা বিধবা ভাতা দীর্ঘদিন ধরে অনেকের জীবনধারণের মূলভিত্তি। প্রতি মাসে এক হাজার টাকা করে পাওয়া এই ভাতা দিয়ে প্রবীণরা তাঁদের ওষুধ কেনা, খাবার কেনা এবং অন্যান্য প্রয়োজন মেটাতেন।

কিন্তু চলতি বছরে অগস্ট মাসের পর থেকে প্রাপ্য টাকা আর ঢোকেনি। অগস্ট মাসের টাকা ঢুকেছিল অক্টোবর মাসের শুরুতে। তারপর থেকে সম্পূর্ণ বন্ধ।

সিউড়ি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দাশিরা বিবি বলেন, “আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই এই টাকা পেতাম। ওষুধ কেনা থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এই টাকার উপরে নির্ভর করতে হয়।

কিন্তু গত চার মাস ধরে টাকা পাচ্ছি না। ব্যাঙ্কে গিয়ে বা পুরসভায় যোগাযোগ করেও কোনও লাভ হচ্ছে না।”

ময়ূরেশ্বরের লোকপাড়ার বাসিন্দা শেফালি বাগদি এবং ডাঙাপাড়ার মহামায়া ধীবর একই সমস্যার কথা জানালেন। তাঁদের পরিবারে কেউ উপার্জনক্ষম নেই।

তাঁদের কথায়, “এই ভাতার টাকাই আমাদের সংসার চালানোর শেষ ভরসা ছিল। এখন ধারদেনা করে চলতে হচ্ছে। ওষুধ কেনাও বন্ধ হয়ে গেছে।”

আরও পড়ুন: শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পান | WB Job Fair 2024

নতুন নথিভুক্তির প্রক্রিয়া বন্ধ

জেলা প্রশাসনের সূত্র অনুযায়ী, বার্ধক্য ও বিধবা ভাতার ক্ষেত্রে নতুন করে নথিভুক্তির প্রক্রিয়া আপাতত বন্ধ।

জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, “লক্ষ্মীর ভান্ডার এবং মানবিক ভাতার পোর্টালে নতুন করে নাম নথিভুক্ত করার সুযোগ থাকলেও বার্ধক্য ও বিধবা ভাতার ক্ষেত্রে সেই প্রক্রিয়া স্থগিত।”

জেলা প্রশাসনের দাবি

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেলার বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ৫০৭ জন। বিধবা ভাতার প্রাপকের সংখ্যা ৮৭ হাজার ৪০৯ জন।

তবে টাকা বিতরণের বিষয়ে জেলা প্রশাসন নয়, রাজ্য সরকারের দায়িত্ব রয়েছে। প্রশাসনের এক আধিকারিকের দাবি, “আমরা শুধু তালিকা প্রস্তুত করি। টাকা পাঠানোর দায়িত্ব রাজ্য সরকারের।”

এক অন্য আধিকারিক বলেন, “যাঁরা নথিভুক্ত আছেন, তাঁদের টাকা অবশ্যই ঢুকে যাবে। তবে এতে আরও কিছুটা সময় লাগতে পারে।”

ভাতা বন্ধ থাকার কারণে প্রবীণ এবং বিধবাদের জীবনযাত্রা তীব্র সংকটে পড়েছে। তাঁদের জীবনধারণে এই টাকার গুরুত্ব অপরিসীম।

তবে সমস্যার সমাধান কবে হবে, তা নিয়ে রাজ্য প্রশাসনের তরফে সুনির্দিষ্ট কোনও উত্তর মেলেনি। সমস্যার দ্রুত সমাধান হবে কি না, তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে প্রাপকদের মনে।

টাকা পেতে গেলে কি করতে হবে?

যাদের সবকিছু ঠিকঠাক রয়েছে তাদেরকে কোন কিছু করার দরকার নেই। তবে অনেক উপভোক্তার লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে বা ব্যাংকে কেওয়াইসি না থাকার কারণে টাকা একাউন্টে ঢুকছে না।

আপনারা অবশ্যই আপনাদের লাইফ সার্টিফিকেট পঞ্চায়েতে জমা করবেন এবং ব্যাংকের কেওয়াইসি করে রাখবেন । তাহলে সরকার যখন এই সকল পেনশন প্রকল্পের টাকা ছাড়বে খুব সহজেই আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে।

কবে টাকা ঢুকবে?

মূলত এই সকল প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে ঢুকে যাবার কথা কিন্তু রাজ্য সরকারের আভ্যন্তরীণ কিছু কারণের জন্য টাকা কিছু মাস ঢোকেনি ।

তবে এ নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই জানুয়ারি মাসে আপনাদের বকেয়া আগের মাসের টাকা এবং জানুয়ারি মাসের টাকা সব মিলিয়ে পুরো টাকা ব্যাংক একাউন্টে আপনারা পেয়ে যাবেন

Old Age Pension West Bengal Status Check: Click Here

আরও পড়ুন: পিএসসি ক্লার্কশিপ আবেদন শুরু হচ্ছে, নতুন নোটিশ প্রকাশ

আরও পড়ুন: লক্ষীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা মমতার | Lakhir Bhandar

Most Popular