Lakhir Bhandar Amount Increase: একটি রাজ্যের উন্নয়ন তখনই সার্থক, যখন তার জনগণের মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি।
আর সেই হাসি টেনে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই ঘোষিত এই প্রকল্প আজ শুধু বাংলার নয়, গোটা ভারতের এক দৃষ্টান্তমূলক উদাহরণ।
বাংলার ঘরে ঘরে আজ ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর নাম। মাসে ১০০০ থেকে ১২০০ টাকা আর্থিক সাহায্য যে শুধু টাকার অঙ্ক নয়, বরং মহিলাদের আত্মবিশ্বাস জাগানোর একটি হাতিয়ার—সেটাই প্রমাণ করেছেন মমতা।
কারণ, যেকোনো প্রকল্প তখনই সফল, যখন তা রাজনীতির ভাষা পেরিয়ে জনমানসে ছাপ ফেলে।
Lakhir Bhandar Amount Increase
নারীর উন্নয়নে সরাসরি পদক্ষেপ
‘লক্ষ্মীর ভাণ্ডার’ কেবল একটি অনুদান প্রকল্প নয়। এই উদ্যোগ রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে।
তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য মাসিক ১২০০ টাকা এবং সাধারণ শ্রেণির মহিলাদের জন্য ১০০০ টাকার সুবিধা প্রদান করা হয়।
ভোটের বাক্সে ‘লক্ষ্মীর’ খেলা
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ২০২১ সালের এক প্রতিবেদনে দেখা যায়, বাংলায় প্রায় ২৯ লক্ষ ১০ হাজার নতুন মহিলা ভোটার ভোট দিয়েছেন, যারা ২০১৬-র নির্বাচনে বুথমুখী হননি। এই অভূতপূর্ব পরিবর্তনের পেছনে বড় কারণ ছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’।
আর্থিক সুরক্ষার আশ্বাসে, বিশেষ করে প্রত্যন্ত গ্রামের মহিলারা, ভোট দিতে উদ্বুদ্ধ হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ তাদের মনে ভরসার বাতাস জুগিয়েছিল।
৬০ পেরোলেই বার্ধক্য ভাতা
‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধাভোগী মহিলারা ৬০ বছর বয়স পেরোলেই ‘বার্ধক্য ভাতা’ পান। এই সমন্বিত আর্থিক নিরাপত্তা একটি পূর্ণাঙ্গ সুরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করছে।
আরও পড়ুন:- ১০০০ বদলে ১৮০০ টাকা দিবে, ভাতার টাকা বাড়ানো হল
নতুন বছরে নতুন পরিকল্পনার জল্পনা
রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা চলছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর অনুদান ১২০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হতে পারে।
তবে সরকারি তরফে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তাহলে বাংলার মহিলাদের জন্য আরও একটি বড় জয় হতে চলেছে।
রাজনীতির মঞ্চে অনেক প্রতিশ্রুতি ভেসে আসে, কিন্তু বাস্তবায়নই প্রকৃত নেতৃত্বের পরিচয়। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ তার জীবন্ত উদাহরণ।
নারীর আর্থিক ক্ষমতায়নের পথে এই প্রকল্প কেবল একটি সূচনা। নতুন বছর, নতুন পরিকল্পনা এবং নতুন সম্ভাবনা—সেই অপেক্ষায় আজ বাংলার নারী, আর তাঁর পাশে এক দৃঢ় নেতৃত্ব: মমতা বন্দ্যোপাধ্যায়।
কত টাকা বাড়তে পারে:-
এখন জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ের মেয়েদেরকে মাসে ১০০০ টাকা দেওয়া হয়। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের মাসে ১২০০ টাকা দেওয়া হয় ।
অনেক বিশেষজ্ঞদের মতে এই টাকার পরিমাণ ১৫০০ থেকে ২০০০ টাকা প্রতি মাসে হবার সম্ভাবনা রয়েছে
কবে টাকা বাড়তে পারে (When Lakhir Bhandar Amount Increase) :-
লক্ষীর ভান্ডারের টাকা বাড়ার ব্যাপারে অফিসিয়াল ভাবে এখনো কোনো ঘোষণা করা হয়নি ।
তবে বিভিন্ন বিশেষজ্ঞ মহলের মতে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের রাজ্য বাজেটে অথবা ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে লক্ষীর ভান্ডারের টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
Lakhir Bhandar Status Check:- CLICK HERE
আরও পড়ুন:- গাড়ি চালানোর এই ধরনের হেলমেট পরতে হবে , নইলে ফাইন দিতে হবে
আরও পড়ুন:- লক্ষ্মীর ভান্ডার ক্লাব শুরু । মাসে ১০০০,১২০০ টাকা দিবে