Duare Sarkar Camp 2025 List: নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ফের আয়োজন করা হচ্ছে ‘দুয়ারে সরকার’ শিবির।
আগামী ২৪ জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই শিবির অনুষ্ঠিত হবে, যা চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার, 16 জানুয়ারি, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছেন।

Duare Sarkar Camp 2025 List
‘দুয়ারে সরকার’ প্রকল্পের উদ্দেশ্য
রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্পে সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করাই এই শিবিরগুলির মূল উদ্দেশ্য। নাগরিকরা সরাসরি শিবিরে গিয়ে সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন।
এছাড়াও, কোনও প্রকল্পে সংশোধন বা তথ্য পরিবর্তনের জন্য আবেদন করার সুযোগও এই শিবিরগুলিতে পাওয়া যাবে। এর ফলে সরকারি দফতরে ঘুরে বেড়ানোর প্রয়োজন কমবে, এবং মানুষ এক জায়গা থেকেই বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন:- সবাই পাবে বাড়ি তৈরির টাকা, নতুন নিয়ম চালু | Bangla Awas Yojana
ছুটির দিনে শিবির
নবান্ন থেকে জানানো হয়েছে, সাধারণত রবিবার বা সরকারি ছুটির দিনগুলিতে ‘দুয়ারে সরকার’ শিবির বন্ধ থাকবে।
তবে স্থানীয় প্রশাসন প্রয়োজন বুঝে ছুটির দিনেও কিছু কিছু জায়গায় শিবির চালু রাখতে পারে। এই বিষয়ে আঞ্চলিক স্তরে সিদ্ধান্ত নেওয়া হবে।
‘দুয়ারে সরকার’—এক নজরে
২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথমবার ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। তখন থেকেই বিভিন্ন ধাপে এই শিবিরগুলি আয়োজিত হচ্ছে। এটি নবম পর্যায়ের আয়োজন।
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের নাগরিকদের বিভিন্ন সরকারি পরিষেবা সহজে ও দ্রুততার সাথে পৌঁছে দেওয়া হচ্ছে।
সাধারণ মানুষকে আর সরকারি দপ্তরে ভিড় জমাতে হচ্ছে না; বরং ‘দুয়ারে সরকার’-এর মাধ্যমে তারা তাঁদের প্রয়োজনীয় কাজ এক ছাদের তলায় সমাধান করতে পারছেন।
চলতি বছরের বিশেষ শিবির
২৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া শিবিরে প্রায় সব ধরনের সরকারি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে। নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে—
খাদ্যসাথী
স্বাস্থ্যসাথী
শারীরিক অক্ষমতার শংসাপত্র
তফসিলি জাতি ও উপজাতি সংশাপত্র
তফসিল বন্ধু
মেধাশ্রী
শিক্ষাশ্রী
জয় জোহার
কন্যাশ্রী
রূপশ্রী
লক্ষ্মীর ভান্ডার
বার্ধক্য ভাতা
ঐক্যশ্রী
স্টুডেন্ট ক্রেডিট কার্ড
এই সমস্ত পরিষেবার পাশাপাশি আধার কার্ড সংশোধনের জন্যও আবেদন করা যাবে।


দ্রুত প্রসেসিং
১ ফেব্রুয়ারি পর্যন্ত শিবিরগুলিতে যে সকল আবেদন জমা পড়বে, তা ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে বলে নবান্ন থেকে জানানো হয়েছে।
সাধারণ মানুষের জন্য সুব্যবস্থা
এই শিবিরগুলির মাধ্যমে প্রশাসন ও জনসাধারণের মধ্যে একটি সহজ যোগাযোগের পথ তৈরি হয়েছে। প্রকল্পের সফল প্রয়োগ মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে।
Duare Sarkar Camp List : CLICK HERE
আরও পড়ুন:- সব কৃষকরা ৬০০০ টাকা পাবে, কৃষক কার্ড চালু হল
আরও পড়ুন:- ১০০০ বদলে ১৮০০ টাকা দিবে, ভাতার টাকা বাড়ানো হল