Wednesday, March 12, 2025
Homeপ্রকল্পবার্ধক্য ভাতার নতুন ফর্ম জমা করুন, ১০০০ টাকা পাবেন

বার্ধক্য ভাতার নতুন ফর্ম জমা করুন, ১০০০ টাকা পাবেন

Bridha Bhata Form Bengali: পশ্চিমবঙ্গে আবারো দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে ২৪ শে জানুয়ারি থেকে চলবে ১ লা ফেব্রুয়ারি পর্যন্ত ।

এই ক্যাম্পে আপনারা ৩৭ টি প্রকল্পের আবেদন করতে পারবেন । তার মধ্যে একটি হল বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন (old age pension) ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনারা অনেকেই অনেক দিন থেকেই বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ টাকা পাচ্ছেন না । আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর ।

এবার বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করার জন্য নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে যে ফর্ম পূরণ করে জমা করলে আপনারা বৃদ্ধ ভাতার টাকা ব্যাংক একাউন্টে পেয়ে যেতে পারেন।

কিভাবে ফর্ম ডাউনলোড করবেন, কি কি কাগজপত্র লাগবে সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ।

Bridha Bhata Form Bengali

বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজ লাগবে :-

১) রঙিন পাসপোর্ট মাপের ছবি

২) আধার কার্ডের জেরক্স

৩) ভোটার কার্ডের জেরক্স

৪) কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স (না থাকলে দিতে হবে না)

৫) স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট

৬) ইনকাম সার্টিফিকেট

৭) ব্যাংকের পাস বই এর জেরক্স

আরও পড়ুন:- রেশনের সঙ্গে এবার নগদ ১০০০ টাকা দিবে সরকার! কাদের জন্য এই সুবিধা?

কত টাকা করে পাবেন:-

বৃদ্ধ ভাতা প্রকল্পে আপনার নাম যুক্ত হলে আপনি প্রতিমাসে ১০০০ টাকা করে ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন।

কারা আবেদন করতে পারবে:-

মূলত যাদের বয়স ০১/০১/২০২৫ এ ৬০ বছর সম্পূর্ণ হয়েছে বা যাদের বয়স ৬০ বছরের বেশি তারা বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করতে পারবে ।

আবেদন কোথায় করতে হবে:-

দুয়ারে সরকার চলাকালীন দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করতে পারেন । এছাড়াও পরবর্তী সময়ে পঞ্চায়েতে বা ব্লক অফিসে আবেদন জমা করতে পারেন ।

ফর্ম কোথায় পাবেন (Bridha Bhata Form Bengali Download) :-

দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম আপনারা বিনামূল্যে পেয়ে যেতে পারবেন । এছাড়াও ব্লক এবং পঞ্চায়েত থেকেও ফর্ম পেয়ে যাবেন

আরও পড়ুন:- মাসে ১০০০ টাকা দিবে মমতা, লক্ষ্মীর ভাণ্ডারের পর নতুন প্রকল্প চালু

আরও পড়ুন:- সব কৃষকরা ৬০০০ টাকা পাবে, কৃষক কার্ড চালু হল

Most Popular