Ration Card New Update 2025: রেশন ব্যবস্থা কি শেষের পথে! খাদ্য সামগ্রীর বদলে নগদ?
ভারতের নরেন্দ্র মোদি সরকার কি রেশন ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তনের পথে হাঁটতে চলেছে?
রেশনে বিনামূল্যে চাল-গম দেওয়ার বদলে সরাসরি নগদ অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা কি বাস্তবায়িত হতে চলেছে?
সম্প্রতি নীতি আয়োগের একটি আলোচনায় এমন প্রশ্ন উঠে আসায় বিষয়টি এখন জোর বিতর্কের কেন্দ্রে।
নীতি আয়োগে ডাকা হলো রেশন ডিলারদের
মঙ্গলবার, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন-এর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুকে নীতি আয়োগ তলব করেছিল।
ড. যোগেশ সুরির নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ বৈঠকে আলোচনা হয় রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে।
তবে মূল আলোচনার ছত্রছায়ায় উঠে আসে আরেকটি বিষয়—সরকার কি নগদ হস্তান্তর নীতির দিকে এগোতে চাইছে?
ড. সুরি জানতে চান, “রেশন সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনও অভিযোগ আছে কি না।” পাশাপাশি, প্রশ্ন করেন, “রেশনে চাল-গমের বদলে সরাসরি নগদ অর্থ দেওয়া হলে তা কতটা সুবিধাজনক হবে?”
নগদ দিলে কী হবে?
বিশ্বম্ভর বসু সোজাসুজি বলেন, “রেশনের বদলে নগদ দিলে মানুষকে বাজার থেকে সবকিছু কিনতে হবে। কিন্তু খোলা বাজারের দাম নিয়ন্ত্রণ করবে কে?”
এই প্রশ্নের সুনির্দিষ্ট কোনও জবাব নীতি আয়োগের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে দাবি করেন বিশ্বম্ভর। তাঁর মতে, নগদ অর্থ ব্যবস্থা চালু হলে মানুষ বাজার দরের ওঠানামায় বিপদে পড়বে, কারণ সরকার আর দাম নিয়ন্ত্রণ করতে পারবে না (Ration Card New Update 2025)।
আরও পড়ুন:- গাড়ি চালানোর এই ধরনের হেলমেট পরতে হবে , নইলে ফাইন দিতে হবে
কমিশন বৃদ্ধির লড়াই
সোমবারই রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিশ্বম্ভর বসু এবং লোকসভার সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল। অমিত শাহ তাঁদের দাবি বিবেচনার আশ্বাস দেন।
কিন্তু মঙ্গলবার নীতি আয়োগে ডাকা বৈঠকে আরও একটি বিতর্কিত প্রস্তাব উঠে আসে—ডিলারদের আয়ের বিকল্প উৎস হিসাবে উপভোক্তাদের কাছ থেকে কমিশন কেটে নেওয়া যায় কি না।
বিশ্বম্ভর বসু বলেন, “প্রথমে মানুষ আপত্তি করলেও পরে অভ্যাস হয়ে যাবে।”
নগদ হস্তান্তর ও মোদি সরকারের নীতি
মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে সরাসরি নগদ হস্তান্তরের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এর একটি বড় উদাহরণ।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বারবার বলেছেন, এই ব্যবস্থায় ভুয়া উপভোক্তাদের সংখ্যা কমানো এবং সরকারি ব্যয় হ্রাস সম্ভব।
বিরোধীদের অভিযোগ
বিরোধীরা এই নীতির তীব্র সমালোচনা করেছে। তাঁদের মতে, এটি টাকার বিনিময়ে ভোট কেনার একটি ছল। নগদ হস্তান্তর মানুষকে তাৎক্ষণিক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল করে দেয়।
নগদ হস্তান্তর বনাম রেশন সামগ্রীর বিতর্ক সাধারণ মানুষের জীবনযাত্রা ও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিবর্তন হলে তার ফলাফল কতটা ইতিবাচক বা নেতিবাচক হবে, তা সময়ই বলবে। তবে আপাতত রেশন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে দেশজুড়ে কৌতূহল ও উদ্বেগ রয়েছে।
Ration Card Official Website: Click Here
আরও পড়ুন:- লক্ষ্মীর ভান্ডার ক্লাব শুরু । মাসে ১০০০,১২০০ টাকা দিবে
আরও পড়ুন:- সব কৃষকরা ৬০০০ টাকা পাবে, কৃষক কার্ড চালু হল