Friday, March 14, 2025
Homeচাকরিশুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পান | WB Job...

শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পান | WB Job Fair 2025

Wb Job Fair 2025: রাজ্যে চাকরি-প্রার্থীদের জন্য খুবই খুশির খবর ।

রাজ্য সরকার শুরু করছে জব ফেয়ার ২০২৫ অর্থাৎ চাকরির মেলা । যেখানে বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ পাবে বেকার যুবক-যুবতীরা ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে পেয়ে যেতে পারবেন নিয়োগপত্র । বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ছাত্রছাত্রীরা এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন । বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করব ।

Wb Job Fair 2025

জব ফেয়ারের আয়োজক জেলা:-

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সম্প্রতি জব ফেয়ার নিয়ে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ওটাতেই চাকরির মেলাটি আয়োজন করছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন

আরও পড়ুন:- সব কৃষকদের ১০০০০ টাকা দিবে, বাজেটে নতুন প্রকল্প ঘোষণা

জব ফেয়ারের স্থান:-

এই চাকরির মেলাটি হবে Medinipur Sadar Government Polytechnic, Abas, Near beej Bhawan, Medinipur, Paschim Medinipur

আবেদন ফি:-

এই চাকরির মেলায় অংশগ্রহণকারী যুবক-যুবতীদের কোনরকম আবেদন ফি দিতে হবে না অর্থাৎ বিনামূল্যে আপনারা ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারবেন

জব ফেয়ারের আবেদন কিভাবে করবেন Wb Job Fair 2025 Apply:-

এই চাকরির মেলায় উপস্থিত হওয়া চাকরিপ্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে রোজকার সেবা পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে

তারপর চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ এর দিনে নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারবেন । অনলাইনে আবেদন করার লিংক নিচে দেওয়া রয়েছে ।

কারা অংশগ্রহণ করতে পারবে :-

এই চাকরির মেলাতে মূলত পলিটেকনিক পাস, আইটিআই পাস, এইচএস ভোকেশনাল, এছাড়া উৎকর্ষ বাংলা যারা ট্রেনিং নিয়েছেন,

ভোকেশনাল ট্রেনিং যাদের নেওয়া রয়েছে এছাড়াও যাদের অন্যান্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনারা এই চাকরির মেলাতে ইন্টারভিউয়ের জন্য আসতে পারেন ।
কিভাবে নিয়োগ করা হবে:-

এই চাকরির মেলাতে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা আসবেন তারা আপনার ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে সিলেক্ট করবেন এবং আপনাকে নিয়োগপত্র দেবেন।

জব ফেয়ারের তারিখ :-

এই চাকরির মেলাটি হবে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত

Wb Job Fair 2025 Online Apply: CLICK HERE

আরও পড়ুন:- মাসে ৯২৫০ টাকা পাবেন, নতুন প্রকল্প চালু সরকারের

আরও পড়ুন:- সব কৃষকরা ৬০০০ টাকা পাবে, কৃষকদের নতুন কার্ড চালু

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular