Friday, March 14, 2025
Homeটেক নিউজআধার, ভোটার কার্ডের বদলে নতুন কার্ড চালু! এটি সবাইকে করতে হবে

আধার, ভোটার কার্ডের বদলে নতুন কার্ড চালু! এটি সবাইকে করতে হবে

Citizen Card India 2025: ভারতীয় নাগরিকদের প্রমাণপত্র হল ভোটার কার্ড ও আধার কার্ড কিন্তু বর্তমানে এমন একটি কার্ড আসতে চলেছে যা এই দুটি কার্ডের কাজ একসঙ্গে করবে।

হ্যাঁ সিটিজেন কার্ড (citizen card) নামে একটি নতুন পরিচয় পত্র নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ভারতীয় নাগরিকদের জন্য এই কার্ডটি আধার কার্ড ও ভোটার কার্ডের কাজ করবে একসঙ্গে। এই কার্ডটির বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

Citizen Card India 2025

সিটিজেন কার্ড (citizen card) আসলে কী?

ভারতের সকল বৈধ নাগরিক কে দেওয়া হবে সিটিজেন কার্ড (citizen card) যা আসলে একটি আধুনিক পরিচয় পত্র অর্থাৎ এটি ভারতের নাগরিকত্বের প্রমাণ স্বরূপ।

এই কার্ডে একটি পরিচয় নম্বর দেওয়া থাকবে যা আপনার পরিচয় এবং নাগরিকত্বের অবস্থা কে চিহ্নিত করবে।

এই কার্ডটি চালু হয়ে গেলে ভারতীয় নাগরিকদের আর আধার কার্ড ভোটার আইডি কার্ড ইত্যাদি একাধিক নথি সঙ্গে করে নিয়ে ঘুরতে হবে না। কারণ একটি কার্ডে এবার হবে মুশকিল আসান ‌

এই কার্ডের জন্য আবেদন করবেন কীভাবে?

এই কার্ডের (citizen card) জন্য আবেদন করতে গেলে এনপিআর অর্থাৎ National Population register ‌এ আবেদন করতে হবে। আবেদন করবার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করবেন , তা নীচে দেওয়া হল-

তথ্য গ্রহণ: প্রথমে আপনাকে এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে NPR ডাটাবেসে গিয়ে ব্যক্তিগত তথ্য দিতে হবে।

যাচাই করণ: প্রতিটি বৈধ নাগরিকের জন্য একটি অনন্য নাগরিক নম্বর থাকবে।

কার্ড প্রদান: আপনার বৈধতা যাচাই করার পর আপনাকে সিটিজেন কার্ড দেওয়া হবে।

আরও পড়ুন:- বর্তমানে কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে দেখুন । Rose Valley Refund Online

সিটিজেন কার্ড (citizen card) কেন গুরুত্বপূর্ণ?

পরিচয় পত্র ও নাগরিকত্বের জন্য একক নথি :

এই একটি কার্ড (citizen card) দিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ডের কাজ হয়ে যাবে। একসাথে এটি পরিচয় পত্র হিসেবে কাজে আসবে এবং নাগরিকত্ব প্রমাণ করবে। তাই একাধিক নথির আর দরকার পড়বে না।

সরকারি পরিষেবাগুলি সহজ হবে :

একজন ব্যক্তির সমস্ত তথ্য যদি এক জায়গায় থাকে তবে সরকারি পরিষেবাগুলি পেতে বেশি ছোটাছুটি করতে হবে না।

প্রশাসনিক প্রক্রিয়া সরল হবে :

পৃথক পরিচয় ও নাগরিকত্বের নথির প্রয়োজনীয়তা ‌এক্ষেত্রে কমে আসবে। প্রশাসনিক প্রক্রিয়াগুলি অনেক বেশি সরল হয়ে যাবে।

জাতীয় নিরাপত্তা বৃদ্ধি হবে :

নাগরিক তথ্য একটি কার্ডে পাওয়ার ফলে জাতীয় নিরাপত্তাকে আর‌ও বেশি জোরদার করা যাবে।

অবৈধ বাসিন্দাদের নিশ্চিতকরণ

সিটিজেন কার্ড না থাকলে বোঝা যাবে কারা অবৈধ বাসিন্দা! ফলে এই সনাক্তকরণের ব্যাপারটা অনেক বেশি তাড়াতাড়ি হবে।

এই কার্ডের (citizen card) কিছু অসুবিধা-

সামাজিক ও রাজনৈতিক সমস্যা-

একদল মানুষ মনে করছেন , এই কার্ডের সামাজিক বিভাজন তৈরি হতে পারে এবং একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষ কে অপ্রয়োজনীয় জটিলতার সম্মুখীন হতে হবে।

নাগরিকত্ব প্রমাণে অসুবিধা-

কতগুলো মানুষকে নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

গোপনীয়তার সমস্যা-

এই কার্ড জারি হলে ব্যক্তিগত তথ্য আর গোপন রাখা যাবে না। ফলে গোপনীয়তার ক্ষেত্রে সমস্যা হবে।

Citizen Card India 2025 Apply Online: Click Here

আরও পড়ুন:- আধার কার্ডের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন

আরও পড়ুন:- রোজভ্যালির টাকা ব্যাংকে দেওয়া শুরু | Rose Valley Refund Online

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular