Friday, March 14, 2025
Homeটেক নিউজঅনলাইনে টাকা পাঠাতে গেলেই এবার দিতে হবে চার্জ, UPI এর নতুন নিয়ম...

অনলাইনে টাকা পাঠাতে গেলেই এবার দিতে হবে চার্জ, UPI এর নতুন নিয়ম আসছে

UPI Transaction Charges: অনলাইনের পেমেন্টের (online payment) ক্ষেত্রে এবার একটি বড় পরিবর্তন আসতে চলেছে।

যারা গুগল পে ব্যবহার করে বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল দিতেন, তারা এবার একটি বড় ধাক্কা খাবেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

সম্প্রতি ইউপিআই পরিষেবা থেকে শুরু করে বিল পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ চালু করার একটা প্রবণতা দেখছেন বিশেষজ্ঞরা। এবার গুগল পে এই তালিকাতে নাম লেখালো।

UPI Transaction Charges

কোন কোন ক্ষেত্রে চার্জ নেওয়া হবে?

ইকোনমিক্স টাইমসের সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে যদি কেউ বিল পেমেন্ট (online payment) করেন তাহলে ০.৫% থেকে ১% অতিরিক্ত চার্জ নেওয়া হবে (UPI Credit Card Charges) ,

আরও পড়ুন:- রোজভ্যালির টাকা ব্যাংকে দেওয়া শুরু | Rose Valley Refund Online

এর পাশাপাশি জিএসটি নেওয়া হবে। আগে গুগল পের মাধ্যমে বিল পেমেন্ট করলে কোন‌ওরকম বাড়তি চার্জ লাগতো না। তবে এখন এই চার্জ লাঘু করার নিয়ম চালু হচ্ছে। যদিও গুগল এখন‌ও কোন আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

মোবাইল রিচার্জের ক্ষেত্রে‌ও টাকা কাটা হচ্ছে

ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী গত এক বছর ধরে মোবাইল রিচার্জের (MOBILE RECHARGE) ক্ষেত্রে‌ও টাকা কাটা হচ্ছে। ব্যবহারকারীদের থেকে ৩ টাকা অতিরিক্ত চার্জ করা হচ্ছে,

এছাড়া ক্রেডিট কার্ডের (CREDIT CARD) মাধ্যমে যারা বিদ্যুৎ বিল (ELECTRIC BILL) দেন সে ক্ষেত্রে প্রশাসনিক হিসেবে ১৫ টাকা বেশি নেওয়া হয়, এই অতিরিক্ত চার্জ প্রসেসিং ফি বলে উল্লেখ করা থাকে।

ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গুগল পে (Google Pay) এখন‌ও পর্যন্ত কোন‌ও রকম বেশি চার্জ নে‌য় না।

তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিষেবা সংস্থা PWC এর একটি রিপোর্ট অনুসারে UPI ট্রানজেকশনের উপর স্টেক হোল্ডারদের ০.২৫ শতাংশ ব্যয় করে। অনেক কোম্পানি এই খরচ পূরণের জন্য নতুন রেভিনিউ মডেল তৈরি করে।

যদি‌ও ভারত সরকার এখন পর্যন্ত ইউপিআই লেনদেনকে সম্পূর্ণ বিনামূল্যে রেখেছে তবে ভবিষ্যতে হয়ত চার্জ নেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন একদল মানুষ।

আরও পড়ুন:- ব্যাংকের নতুন নিয়ম চালু, সবাই পাবে ১০০০০ টাকা!

আরও পড়ুন:- সুখবর: ফসলের ক্ষতিপূরণের টাকা ছাড়লো মমতা, আপনি পাবেন কিনা দেখুন

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular