Wednesday, March 12, 2025
Homeটেক নিউজরেশনের বদলে নগদ টাকা দিবে সরকার, নতুন নিয়ম আসছে

রেশনের বদলে নগদ টাকা দিবে সরকার, নতুন নিয়ম আসছে

Ration Card Bank Account Link: এইবার রেশন কার্ডের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে চলেছে।

হ্যাঁ রেশন কার্ডের সঙ্গে এইবার শুধু আধার কার্ডের সংযুক্তিকরণ‌ই হবে না, একই সঙ্গে জুড়ে যাবে ব্যাংক একাউন্ট নাম্বার (Ration Card Bank Account Link)।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Ration Card Bank Account Link

কেন্দ্রীয় সরকার এখন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরের সংযুক্তিকরণ করতে চাইছেন আর এজন্য‌ই রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকাতে প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিয়েছে।

কেন্দ্রীয় খাদ্য‌ গণবন্টন মন্ত্রক‌ গত ২৮ শে ফেব্রুয়ারী কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজের খাদ্য সচিবের বৈঠকে কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবের কথা বলেন।

এই প্রস্তাবে বলা হয় যে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০১৫ সালের নির্দেশিকা সংশোধনের প্রস্তাব করতে।

এই নয়া সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড যখন বিলি করা হবে তখন পরিবারের প্রধানের ই কেওয়াইসি (ekyc) ফর্ম ফিলাপ করার সঙ্গে সঙ্গে ‌ব্যাংক একাউন্টের তথ্য‌ও দিতে হবে‌। রাজ্য সরকার এই তথ্য নিয়ে নেবে ও রেশন কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্টের তথ্য সংযুক্ত করে রাখবে।

আরও পড়ুন:- মাসে ৯২৫০ টাকা পাবেন, নতুন প্রকল্প চালু সরকারের

কিন্তু প্রশ্ন হচ্ছে এইরকম পদক্ষেপের কথা কেন বলা হচ্ছে? কেন এই সংযুক্তিকরণ? অনেকেই এই পদক্ষেপ নেওয়ার পিছনে কারণ হিসেবে ভেবে নিয়েছেন যে হয়তো ভবিষ্যতে রেশনে চাল, গম দেওয়ার বদলে তার মূল্য ধরে দেওয়া হবে?

উল্লেখ্য কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক জাতীয় খাদ্য সুরক্ষা আইন এখন প্রায় ৮১.৩৫ কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি চাল বা গম দেয়।

মোদী সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাতে এই চাল গম দেওয়া হয় বিনামূল্যেই (Free) তবে করোনার সময় এই প্রকল্প চালু হওয়ায় তখন এই প্রকল্পে যে অতিরিক্ত ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয় তা ২০২২ এর ডিসেম্বরে বন্ধ হয়ে গেছে।

এখন খাদ্য ভতুর্কি অর্থে ৫ কেজি চাল, গম দেওয়া হয়। ২০২৫ সালে অর্থবর্ষে খাদ্য ভর্তুকিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২.৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন ও ২০২৪-২৫ অর্থবর্ষে ২.৫ লক্ষ কোটি টাকা ব্যয় হয়।

সংশোধিত হিসেবে অনুযায়ী এই অর্থবর্ষে ১.৯৭ লক্ষ কোটি টাকা খরচ হবে আর তার আগের অর্থবর্ষে খাদ্য ভতুর্কিতে ব্যয় হয়েছিল ২.১২ লক্ষ কোটি টাকা।

এইবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়ে দিয়ে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি কমানোর রাস্তা খোলা রাখা হয়েছে তা বোঝা যাচ্ছে না।

কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক যদিও বলছেন এখনই এমন পরিকল্পনা নেই তবে কেন্দ্রীয় সরকারের রেশন ডিলারদের কিন্তু চিন্তা বেড়েছে। তারা মনে করছেন এই নগদ ভর্তুকির ফলে কৃষকরা বিপদে পড়বেন।

সর্বভারতীয় ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর কথায়, রেশনে বিলির জন্য সরকার চাষীদের থেকে নির্ধারিত দামে চাল, গম কিনে নেয়।

যদি সরকার সরাসরি ভাবে চাল, গম না কিনে ব্যাঙ্কে খাদ্য ভতুর্কি দিয়ে দিতে শুরু করেন তবে চাষিরা বিপদে পড়বেন কারণ এক্ষেত্রে সম্পূর্ণ বাজারের মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে কৃষকদের। ‌

সরকারি পরিসংখ্যান বলছে যে, এমনিতেই ফি বছর খাদ্য নিগমের মাধ্যমে চাষীদের থেকে এমএসপিতে চাল ,গম কেনার পরিমাণ কমে গেছে।

একটা সময় অর্থাৎ ২০২০-২১ অর্থবর্ষে কৃষকদের থেকে ৯ কোটি ৩৭ লক্ষ টন খাদ্যশস্য কেনা হত যেখানে সেখানে এখন সেই খাদ্যশস্য কমতে কমতে চলতি অর্থবর্ষে ৬ কোটি ৩৯ লক্ষ টনে নামতে পারে, এক্ষেত্রে সরকার নগদ মূল্য ব্যাঙ্কে ধরে দিলে কৃষকদের সমস্যা আর‌ও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:- ব্যাংকের নতুন নিয়ম চালু, সবাই পাবে ১০০০০ টাকা!

আরও পড়ুন:- ভোটার কার্ডের নাম্বার পাল্টে যাবে এবার, নতুন নাম্বার দিবে

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular