Friday, July 4, 2025
Homeকৃষক সংক্রান্তফসলের ক্ষতিপূরনের টাকা না ঢুকলে এই নাম্বারে ফোন করুন, সবাই টাকা পাবেন

ফসলের ক্ষতিপূরনের টাকা না ঢুকলে এই নাম্বারে ফোন করুন, সবাই টাকা পাবেন

Bangla Shasya Bima Status Check: বাংলা শস্য বীমার টাকা না এলে কী করবেন? জেনেনিন

বাংলার কৃষকদের জন্য এসেছে দারুণ সুখবর! বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া শুরু হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

তবে অনেক কৃষক এখনও এই টাকা পাননি। আপনারাও সহজেই ক্ষতিপূরণের টাকা পেতে পারেন। এই প্রতিবেদনে জানানো হবে কীভাবে টাকা পাবেন, কবে টাকা জমা হবে, এবং কীভাবে হেল্পলাইনের মাধ্যমে সমস্যার সমাধান করবেন।

Bangla Shasya Bima Status Check

ফসলের ক্ষতিপূরণের টাকা ছাড়লেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ৮ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় ৯ লক্ষ কৃষকের জন্য ৩৫০ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে ছাড়পত্র দিয়েছেন।

যারা ২০২৪ সালে খরিফ মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারাই এই সুবিধা পাবেন।

কারা এই ক্ষতিপূরণের টাকা পাবেন?

ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন সেই কৃষকেরা—

1) যাদের ২০২৪ সালের খরিফ মৌসুমে বন্যা, ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি বা ঝড়ের কারণে ফসলের ক্ষতি হয়েছে।

2) যাদের নাম বাংলা শস্য বীমা প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত আছে।

3) যারা পূর্বে এই বীমার জন্য আবেদন করেছিলেন এবং সমস্ত তথ্য সঠিকভাবে জমা দিয়েছেন।

কবে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে?

৮ জানুয়ারি ২০২৫ থেকে টাকা বিতরণ শুরু হয়েছে।

যদি এখনো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে, তাহলে এপ্রিল ২০২৫-এর মধ্যে জমা হবে।

কোনো সমস্যা থাকলে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।

আরও পড়ুন:- মাসে ২১০০ টাকা ভাতা দিবে! মোদী সরকারের নতুন প্রকল্প চালু

কীভাবে ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়া গেছে কিনা চেক করবেন?

আপনার টাকা এসেছে কিনা তা অনলাইনে সহজেই চেক করতে পারবেন। নিচের ধাপগুলি অনুসরণ করুন—

প্রথমে শস্য বীমা স্ট্যাটাস চেকিং ওয়েবসাইটে যান (লিংক: CLICK HERE)

Farmer ID অপশনটি নির্বাচন করুন।

আপনার ভোটার আইডি নম্বর প্রবেশ করান এবং সার্চ করুন।

আপনার ফসলের বীমা সংক্রান্ত সমস্ত তথ্য স্ক্রিনে দেখাবে।

ফসলের ক্ষতিপূরণের স্ট্যাটাসের বিভিন্ন অর্থ

যখন আপনি আপনার ফসলের বীমার স্ট্যাটাস চেক করবেন, তখন বিভিন্ন মেসেজ দেখতে পারেন। এগুলোর অর্থ হল—

UTR soon to be updated against Claim Paid IN INR“: অর্থ শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

“Claim Not Reported Yet, if any will be updated”: বর্তমানে আপনার জন্য কোনো দাবি নথিভুক্ত হয়নি, ভবিষ্যতে আপডেট হতে পারে।

“Claim is not yet generated against the given policy no”: এই পলিসির বিপরীতে এখনো কোনো দাবি জেনারেট করা হয়নি, অর্থাৎ এবার আপনি টাকা পাবেন না।

“UTR Uploaded”: আপনার ক্ষতিপূরণের টাকা দ্রুত ব্যাংকে চলে আসবে।

“Claim under assessment”: আপনার দাবি পর্যালোচনার পর্যায়ে আছে, কিছু দিনের মধ্যেই টাকা ব্যাংকে জমা হবে।

কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর – সমস্যা হলে কোথায় যোগাযোগ করবেন?

যদি এপ্রিল এর মধ্যেও আপনার টাকা না আসে, তাহলে দেরি না করে নিচের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন—

Krishi Rakshak Portal Helpline Number: 14447

Toll-Free Helpline Number: 1800-209-5959

এই নম্বরগুলিতে ফোন করে আপনার সমস্যার কথা জানান, তাহলে দ্রুত সমাধান পাবেন।

বাংলা শস্য বীমা প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য একটি বড় সহায়তা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকেরা সহজেই ক্ষতিপূরণের টাকা পেতে পারেন।

যদি আপনার টাকা এখনও না আসে, তাহলে অনলাইনে স্ট্যাটাস চেক করুন বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।

শস্য বীমা স্ট্যাটাস চেকের জন্য ক্লিক করুন: CLICK HERE

আরও পড়ুন:- জমির সঙ্গে আধার লিংক অনলাইন শুরু হল, সবাইকে করতে হবে

আরও পড়ুন:- সব কৃষকদের ১০০০০ টাকা দিবে, মোদীর নতুন প্রকল্প ঘোষণা

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular