Waqf Amendment Bill 2025: রাষ্ট্রপতির সইয়ে শুরু ওয়াকফ আইন, এবার কী শক্তি হারাবে ওয়াকফ বোর্ড?
নতুন রূপে আইন হিসেবে আত্মপ্রকাশ করল ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিতে আনুষ্ঠানিকভাবে এটি আইনে পরিণত হয়।
সংসদের দুই কক্ষেই দীর্ঘ আলোচনার পর বিলটি পাশ হয়েছিল—লোকসভায় পেশ হয় বুধবার, আর রাজ্যসভায় আলোচনা চলে প্রায় ১২ ঘণ্টা। এরপর ৫ এপ্রিল, রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে তা আইনি মর্যাদা পায়।
Waqf Amendment Bill 2025
আইনটির মূল উদ্দেশ্য ও কেন্দ্রের অবস্থান
কেন্দ্র সরকারের দাবি, এই নতুন আইন মুসলিম সমাজের সার্বিক উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিশেষ করে মুসলিম নারীদের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা বৃদ্ধি, ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ তৈরির মাধ্যমে সমাজে তাঁদের ভূমিকা আরও শক্তিশালী হবে বলেই সরকারের অভিমত।
সরকারের যুক্তি, দেশের প্রায় ৮.৭২ লক্ষ ওয়াকফ সম্পত্তি যদি সঠিকভাবে পরিচালিত হয়, তবে মুসলিম সমাজের পাশাপাশি গোটা দেশ উপকৃত হবে।
দুর্নীতি ও অস্বচ্ছতা দূর করে, এই সম্পত্তিগুলিকে জনহিতৈষী কাজে ব্যবহারের উপযোগী করাই আইনটির মূল উদ্দেশ্য।
আরও পড়ুন:- এপ্রিল মাসে লক্ষীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কবে দিবে
বিরোধীদের প্রতিক্রিয়া
তবে বিরোধীরা আইনটিকে ঘিরে তীব্র আপত্তি তুলেছে। কংগ্রেস, তৃণমূলসহ একাধিক বিরোধী দল মনে করছে, নতুন আইনের মাধ্যমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব করা হচ্ছে, যার ফলে মুসলিম সম্প্রদায়ের অধিকার হ্রাস পাবে।
কলকাতায় পার্ক সার্কাসে জয়েন্ট ফোরাম অফ ওয়াকফ প্রোটেকশনের নেতৃত্বে বিলটির প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
কী পরিবর্তন আসছে নতুন আইনে
বর্তমানে ওয়াকফ বোর্ডের যে অধিকার ছিল, তার একটি বড় অংশই সরে যাচ্ছে জেলা প্রশাসনের হাতে। আগে ওয়াকফ বোর্ডই সিদ্ধান্ত নিত কোন সম্পত্তি ওয়াকফ হবে কি না, কিন্তু সংশোধনের ফলে এখন সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক আধিকারিক।
এছাড়া বিতর্কিত সম্পত্তিকে সরকারি সম্পত্তি হিসেবে ধরা হবে যতক্ষণ না সরকার থেকে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়াকফের সংজ্ঞা ও গুরুত্ব
মুসলিম সমাজে যে স্থাবর বা অস্থাবর সম্পত্তি ধর্মীয় বা জনকল্যাণমূলক উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, তাকেই ওয়াকফ বলা হয়। সাধারণত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, অথবা গরীবদের সেবার কাজে ব্যবহৃত হয় এই সম্পত্তি, যার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে ওয়াকফ বোর্ডের উপর।
বিতর্কের আবহে নতুন শুরু
ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫ পাশ হওয়ার মধ্য দিয়ে একদিকে যেমন সরকারের উন্নয়নের বার্তা স্পষ্ট, তেমনই অন্যদিকে রাজনৈতিক ও সামাজিক মহলে এর বিরুদ্ধস্বরে উত্তাল পরিস্থিতিও তৈরি হয়েছে।
এখন দেখার, এই নতুন আইনের বাস্তব প্রয়োগ মুসলিম সমাজের জন্য কীভাবে ফলপ্রসূ হয়।
Waqf Amendment Bill 2025 Pdf Download: CLICK HERE
আরও পড়ুন:- কৃষকবন্ধুদের টাকা বাড়ানো হল, ৫৬৫০ টাকা সব কৃষকরা পাবে
আরও পড়ুন:- আধার, ভোটার কার্ডের বদলে নতুন কার্ড চালু! এটি সবাইকে করতে হবে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |