Tuesday, July 29, 2025
Homeপ্রকল্পএখন রেশন কার্ডের ফ্যামিলি আলাদা সহজেই হবে, নতুন নিয়ম আসছে

এখন রেশন কার্ডের ফ্যামিলি আলাদা সহজেই হবে, নতুন নিয়ম আসছে

Ration Card Family Change: রেশন ব্যবস্থায় নতুন নিয়ম আসতে চলেছে পশ্চিমবঙ্গে। আমাদের রাজ্যে অনেক বড় পরিবার আছে, বিশেষ করে যাঁরা ‘অন্ত্যোদয় অন্ন যোজনা’ (AAY) বা কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পড়েন।

ওই পরিবারগুলোকে আগে একটানা মাসে মোট ৩৫ কেজি চাল বা গম দেওয়া হত। কিন্তু অনেক পরিবারে সদস্য সংখ্যা ১০ জনেরও বেশি। ফলে ওই ৩৫ কেজি চাল বা গমে ওদের পেট চলে না, এই অভিযোগ বহুদিন ধরেই উঠছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এল খাদ্য দপ্তর। সিদ্ধান্ত হয়েছে, ১০ জনের বেশি সদস্য থাকা পরিবারগুলোর জন্য বাড়তি রেশনের ব্যবস্থা করতে হবে। দপ্তরের ‘রিফর্ম সেল’কে এর জন্য নির্দেশও দেওয়া হয়েছে। কীভাবে বাড়তি রেশন দেওয়া হবে, তার দু’টি ভাবনা চলছে—

Ration Card Family Change

প্রথম ভাবনা: বড় পরিবারকে দু’টো ভাগে ভাগ করে দুইটা রেশন কার্ড দেওয়া হতে পারে।

দ্বিতীয় ভাবনা: বড় পরিবারের কিছু সদস্যকে অন্য সাধারণ রেশন প্রকল্পে ঢোকানো হতে পারে, যাতে তারা আলাদা করে মাথাপিছু ৫ কেজি করে চাল বা গম পায়।

আরও পড়ুন:- ঘরে বসেই পুরোনো জন্ম সার্টিফিকেট ডিজিটাল করেনিন! জানুন পদ্ধতি

এদিকে, ছোট পরিবার, যেখানে মাত্র একজন সদস্য আছে, তাদের নিয়েও নতুন পদক্ষেপ হচ্ছে। প্রায় তিন লাখ ‘একজন সদস্য’ থাকা অন্ত্যোদয় কার্ড বাতিল করার কাজ শুরু হয়েছে। কারণ, সন্দেহ করা হচ্ছে, এইসব কার্ডের অনেকগুলো ভুয়ো হতে পারে।

আরও একটা বড় ঘোষণা হয়েছে সাম্প্রতিক বৈঠকে। অনেকের আধার লিঙ্ক বা ই-কেওয়াইসি এখনও হয়নি, বিশেষ করে যারা বৃদ্ধ বা অসুস্থ। আগে তাঁদের কার্ড অনেক সময় বন্ধ করে দেওয়া হত। এখন থেকে এমনটা করা যাবে না।

যদি কেউ প্রকৃত রেশন গ্রাহক হন অথচ তাঁর ই-কেওয়াইসি হয়নি, তাহলে তাঁকে সুযোগ দিয়ে সেটা ঠিক করার সময় দেওয়া হবে। কোনোভাবেই তাঁকে রেশন থেকে বঞ্চিত করা যাবে না।

খাদ্য দপ্তরের এই পদক্ষেপে খুশি অনেকেই। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, “অনেক প্রবীণ বা অসুস্থ মানুষ আছেন, যাঁরা নিজেরা গিয়ে আধার লিঙ্ক বা ই-কেওয়াইসি করতে পারেন না। ফলে তাঁদের রেশন বন্ধ হয়ে যাচ্ছিল। এবার আর সেটা হবে না, এটা খুব ভালো সিদ্ধান্ত।”

এছাড়া জানা গেছে, পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই ৯৭ শতাংশের বেশি রেশন গ্রাহকের ই-কেওয়াইসি সম্পূর্ণ করে ফেলেছে, যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ভালো।

সব মিলিয়ে বড় পরিবার ও বয়স্ক অসুস্থ গ্রাহকদের কথা ভেবে নতুন নিয়ম আনছে সরকার, যাতে কেউ রেশন থেকে বাদ না পড়ে।

আরও পড়ুন:- কৃষক বন্ধু টাকা কবে দেবে 2025 | krishak bandhu taka kobe dibe 2025

আরও পড়ুন:- রাজ্যের নতুন ওবিসি তালিকা ডাউনলোড করুন | New Obc List Of West Bengal 2025

Most Popular