Saturday, July 12, 2025
Homeকৃষক সংক্রান্তকৃষকবন্ধুর টাকা কবে দিবে জানালো কৃষি দপ্তর |Krishak Bandhu Taka Kobe Dibe...

কৃষকবন্ধুর টাকা কবে দিবে জানালো কৃষি দপ্তর |Krishak Bandhu Taka Kobe Dibe 2025

কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2025: রাজ্যে কৃষকদের জন্য যে প্রকল্প গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প।

পশ্চিমবঙ্গের বহু কৃষকের কাছে এখন একটা ভরসার নাম হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পটা শুধুই টাকা পাওয়ার ব্যাপার নয়, বরং একরকম মানসিক শান্তিরও উৎস। কারণ চাষের সময় হাতে একটু টাকা থাকলে কাজে সুবিধা হয়, আর দুর্ঘটনা ঘটলে পরিবারটাও কিছুটা স্বস্তি পায়।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কৃষক বন্ধু প্রকল্প ঠিক কী?

সরকার এই প্রকল্প শুরু করেছিল যাতে রাজ্যের ছোট-বড় সব ধরনের কৃষক কিছুটা আর্থিক সুরক্ষা পান। খরিফ আর রবি – দুই মরসুমেই কৃষকদের হাতে সরাসরি কিছু টাকা তুলে দেওয়া হয়।

শুধু তাই নয়, যদি কোনো কৃষকের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে থাকে আর তার মৃত্যুর ঘটনা ঘটে, তাহলে তার পরিবারকে দেওয়া হয় ২ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা। এই টাকা কোনো লোন নয়, ফেরত দিতে হয় না। একেবারে অনুদান হিসেবেই দেওয়া হয়।

কীভাবে আবেদন করবেন?

যারা নতুনভাবে আবেদন করতে চান, তাদের খুব বেশি কিছু করতে হবে না।

নিজের এলাকার কৃষি অফিসে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে ফর্ম জমা দিলেই চলবে।

আরও পড়ুন:- কৃষক বন্ধু টাকা কবে দেবে 2025 | krishak bandhu taka kobe dibe 2025

যে কাগজগুলো লাগবে:

1) আধার কার্ড

2) ভোটার কার্ড

3) জমির খতিয়ান বা পাট্টা

4) ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার কপি

5) পাসপোর্ট সাইজের ছবি

ফর্ম জমা দেওয়ার পর তথ্যগুলো যাচাই করা হয়। যাচাই শেষ হলেই টাকা সোজা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

কত টাকা পাওয়া যায়?

জমির পরিমাণ অনুযায়ী সরকার কৃষকদের বছরে ৪০০০ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত দেয়।

এই টাকা দুটো ভাগে দেওয়া হয়:

প্রথম কিস্তি (খরিফ চাষের আগে): এপ্রিল – সেপ্টেম্বর

দ্বিতীয় কিস্তি (রবি চাষের আগে): অক্টোবর – মার্চ

যাদের জমি ১ একরের কম, তারা বছরে পান ৪০০০ টাকা।

১ একর বা তার বেশি জমি থাকলে, পাওয়া যায় সর্বোচ্চ ১০০০০ টাকা পর্যন্ত।

২০২৫ সালের প্রথম কিস্তির টাকা কবে আসবে?

দেখেনিন এর আগের বছরগুলোতে কৃষকবন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে দিয়েছে—

২০২১ সালে টাকা এসেছিল ১৭ জুন

২০২২ সালে ২৭ জুন

২০২৩ সালে ২৬ এপ্রিল

২০২৪ সালে এসেছিল ১২ জুন

এইবারে জুন মাস শেষ হয়ে গিয়েছে এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকারের তরফ থেকে দেওয়া শুরু হয়নি। কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে কারন এবার কৃষকদের ধান চাষের সময় এই সময় কৃষকদের টাকার খুবই প্রয়োজন ।

এইবারে টাকা দিতে দেরি হয়েছে তার কারণ কৃষকদের সমস্ত তথ্য যাচাই করা হয়েছে এবং যে সমস্ত কৃষকদের আধার লিংক করা থাকেনি তাদের আধার লিঙ্ক করা হয়েছে।

তবে বর্তমানে সমস্ত কাজ শেষ করে ফেলেছে কৃষি দপ্তর এবং সমস্ত কৃষকদের স্ট্যাটাসে ফাইনাল ধাপ একাউন্ট ভ্যালিড চলে এসেছে। এবার যে কোন মুহূর্তেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়ে দেবে সরকার ।

কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে দেওয়া শুরু হবে।

কৃষক বন্ধু প্রকল্পটা এখন অনেক কৃষকেরই বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। জমি ছোট হোক বা বড়, এই টাকাটা চাষের সময় খুবই কাজে লাগে। আবার কেউ যদি হঠাৎ মারা যান, তাহলে তার পরিবারও কিছুটা ভরসা পায়।

আরও পড়ুন:- ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু, না করলে কার্ড বাতিল হবে

আরও পড়ুন:- এখন রেশন কার্ডের ফ্যামিলি আলাদা সহজেই হবে, নতুন নিয়ম আসছে

Most Popular