Sunday, July 13, 2025
Homeকৃষক সংক্রান্তসুখবর সব কৃষকরা এবার ফসলের ক্ষতিপূরনের টাকা পাবে | Bangla Shasya Bima

সুখবর সব কৃষকরা এবার ফসলের ক্ষতিপূরনের টাকা পাবে | Bangla Shasya Bima

Bangla Shasya Bima: দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত হিসাবে ঝাড়খন্ড পেরিয়ে ছত্রিশগড়ের উপর অবস্থান করছে।

এর ফলে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমেছে কিন্তু গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে এছাড়াও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এছাড়াও ডিভিসি, মাইথন, পাঞ্চেত এবং ঝাড়খণ্ডের চান্ডিল সহ আরো কয়েকটি জলাধার থেকে জল ছাড়া হয়েছে। ডিভিসি এদিন 55 হাজার কিউসেক হারে জল ছেড়েছে, চান্ডিল থেকে ১ লক্ষ ২৯ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে।

Bangla Shasya Bima

আরও পড়ুন:- কৃষকবন্ধুদের জন্য নতুন প্রকল্প চালু, ৩২০০০ টাকা পাবে কৃষকরা

এই অতিবৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের কয়েকটি নদীতে জলস্তর বেড়ে গিয়েছে। এর ফলে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রাম, হুগলি ইত্যাদি জেলায়  ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত শুক্রবার মুখ্যসচিব মনোজ পন্থ সমস্ত জেলার জেলা শাসকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন।

জেলাগুলিতে যাতে প্রশাসনিকভাবে ত্রাণ সামগ্রী সঠিকভাবে পৌঁছে যায় সঠিকভাবে বন্টন করা হয় এবং বন্যা মোকাবিলার যাবতীয় ব্যবস্থা নিয়ে আলোচনা করেন । ত্রাণসামগ্রী যত কাছাকাছি সম্ভব বন্যা দুর্গত এলাকার কাছে মজুত করে রাখারও পরামর্শ দেন।

ইতিমধ্যেই যে সকল এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে নদী বাঁধ ভেঙ্গে গিয়েছে সেখানে দ্রুত মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে।

পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলাতে ইতিমধ্যেই বন্যার জন্য কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে চাষীদের বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে ।

খুব শিগগিরই কৃষকরা তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা এবার ব্যাংক একাউন্টে পাবেন।

কোন কৃষকরা ক্ষতিপূরণের টাকা পাবেন:-

মূলত বরো ধানের চাষ যে সকল কৃষকরা করেছেন সেই সকল কৃষকরা ক্ষতিপূরণের টাকা পাবেন

কবে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে :-

যে সকল কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সকল কৃষকদেরকে ক্ষতিপূরণের টাকা আগস্ট মাসের মধ্যেই ব্যাংক একাউন্টে দেওয়া হবে

কত টাকা পাবেন:-

যে সকল কৃষকদের বেশি জমির ক্ষয়ক্ষতি হয়েছে সেই সকল কৃষকরা বেশি ক্ষতিপূরণের টাকা পাবেন। ক্ষতিপূরণের টাকা নির্ভর করছে চাষির কত পরিমান জমির ক্ষতি হয়েছে তার উপর

Bangla Shasya Bima Status Check: CLICK HERE

আরও পড়ুন:- ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু, না করলে কার্ড বাতিল হবে

আরও পড়ুন:- বাড়তে চলেছে  লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতার টাকা

Most Popular