Duare Sarkar Camp Next Date 2025: রাজ্যবাসীর সুবিধার জন্য একসাথে তিন প্রকল্প চালু! পাড়ার সমস্যা থেকে রাজ্যের সমস্যার দ্রুত সমাধান
রাজ্যের সবরকম সমস্যা সমাধানের জন্য কিছুনা কিছু পরিকল্পনা করে থাকেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্যবাসীর ছোট-বড় সব সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার নতুন উদ্যোগ নিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন – যার নাম ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এই প্রকল্পের সঙ্গে একসঙ্গে চালু থাকবে ‘দুয়ারে সরকার’ আর ‘পাড়ায় সমাধান’ – তিনটি প্রকল্প মিলিয়ে এবার মানুষের দরজায় পৌঁছে যাবে সরকারের পরিষেবা।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্পের রূপরেখা তৈরি করেছেন। আর বুধবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়ে দেন, এই তিনটি প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে।
প্রথম দফায় লক্ষ্য ১৫ই ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করা। যদি কোনও কাজ বাকি থাকে, তাহলে ২০২৬ সালের ১৫ জানুয়ারির মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে হবে।
Duare Sarkar Camp Next Date 2025
একসঙ্গে চলবে তিন প্রকল্প
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ – পাড়ার স্থানীয় ছোটখাটো সমস্যা সমাধান করতে হবে এই প্রকল্পের মাধ্যমে। যেমন রাস্তার আলো নেই, নর্দমা সমস্যা, জল জমে ইত্যাদি।
‘পাড়ায় সমাধান’ – বিভিন্ন সরকারি পরিষেবার সমস্যা বা অভিযোগ শুনে সমাধান করা হবে এই শিবিরে।
‘দুয়ারে সরকার’ – এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলআপ, ভাতা সংক্রান্ত তথ্য, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি পরিষেবা মানুষ এক জায়গা থেকে পাবে।
আরও পড়ুন:- কৃষকবন্ধুর টাকা কবে দিবে জানালো কৃষি দপ্তর |Krishak Bandhu Taka Kobe Dibe 2025
কবে থেকে কবে চলবে?
এই তিনটি প্রকল্পের শিবির চলবে ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত – শুধুমাত্র রবিবার এবং ছুটির দিন বাদে প্রতিদিন।
কোথায় হবে শিবির?
যেখানে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর শিবির বসবে, ঠিক তার পাশেই থাকবে ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’-এর শিবির। যেসব এলাকায় মানুষ সহজে পৌঁছাতে পারেন, সেসব জায়গায় শিবির বসানো হবে। সুন্দরবন বা দ্বীপ এলাকায় প্রয়োজনে লঞ্চ বা নৌকা করে শিবির হবে।
কারা থাকবেন দায়িত্বে?
প্রত্যেকটা শিবিরের দায়িত্বে থাকবেন জেলার ডিএম, বিডিও, যুগ্ম বিডিও, নির্বাচিত জনপ্রতিনিধি এবং এলাকার তিনজন সাধারণ নিরপেক্ষ বাসিন্দা। মানুষের কাছ থেকে যেসব অভিযোগ বা প্রস্তাব আসবে, তা নথিভুক্ত করা হবে।
কত টাকা পর্যন্ত খরচ?
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে প্রতিটি প্রকল্পের জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করা যাবে। যদি এর চেয়ে বেশি টাকা লাগে, তাহলে সংশ্লিষ্ট দপ্তর টেন্ডার ডেকে কাজ করাবে।
নজরদারি ও প্রযুক্তির ব্যবহার
মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, প্রতিটি শিবিরে কাজের স্বচ্ছতা রাখতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি, কোন কাজ কীভাবে হচ্ছে, তার ওপর কড়া নজরদারিও রাখতে হবে।
সবশেষে:
এই নতুন তিন প্রকল্পের মিলিত প্রয়াসে রাজ্যের মানুষ তাদের নিজের পাড়ার সমস্যার কথা সরাসরি প্রশাসনকে জানাতে পারবেন এবং দ্রুত সমাধানও পাবেন।
মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে রাজ্যের প্রত্যন্ত এলাকা পর্যন্ত সরকারি পরিষেবা পৌঁছবে, সেটাই রাজ্য সরকারের বড় লক্ষ্য। আশা করা যায় এবার থেকে অনেক সমস্যার অনেক দ্রুত সমাধান হবে।
আরও পড়ুন:- 2002 voter list download west bengal| ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড
আরও পড়ুন:- সুখবর সব কৃষকরা এবার ফসলের ক্ষতিপূরনের টাকা পাবে | Bangla Shasya Bima
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |