Sunday, August 31, 2025
Homeটেক নিউজআবার সবাইকে রেশন কার্ডের Kyc করতে হবে, নাহলে রেশন পাবেন না

আবার সবাইকে রেশন কার্ডের Kyc করতে হবে, নাহলে রেশন পাবেন না

Ration Card New Rules: নতুন নির্দেশ কেন্দ্রের, রেশন কার্ড থাকলে এখন থেকে মানতেই হবে এই নিয়ম

দেশের নাগরিকদের জন্য রেশন কার্ড অনেক সময় পরিচয়পত্র হয়ে ওঠে। সরকারি রেশন কার্ড যাঁদের আছে, তাঁদের জন্য বড় খবর! কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থায় কিছু নতুন নিয়ম চালু করেছে যাতে প্রকৃত উপভোক্তারা সঠিকভাবে রেশন পেতে পারেন আর জাল কার্ডধারীরা বাদ পড়ে যান।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Ration Card New Rules

প্রতি পাঁচ বছরে একবার ই-কেওয়াইসি

এবার থেকে যাঁদের রেশন কার্ড আছে, তাঁদের প্রতি পাঁচ বছরে একবার ই-কেওয়াইসি করানো বাধ্যতামূলক। মানে, আধার নম্বর, মোবাইল নম্বর, ও অন্যান্য দরকারি তথ্য দিয়ে নিজের পরিচয় সরকারকে জানাতে হবে – ঠিক যেমন ব্যাংকে KYC করতে হয়।

৬ মাস রেশন না তুললে বিপদ!

যদি কেউ টানা ছ’মাস রেশন না তোলেন, তাহলে তাঁর রেশন কার্ড অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। তবে ভয় পাওয়ার কিছু নেই – রাজ্য সরকারকে সেই কার্ড ফের চালু করার সুযোগ দিতে হবে তিন মাসের মধ্যে।

আরও পড়ুন:- কৃষকবন্ধুদের জন্য নতুন প্রকল্প চালু, ৩২০০০ টাকা পাবে কৃষকরা

পৃথক রেশন কার্ডের বয়সসীমা

এখন থেকে কেউ ১৮ বছর হওয়ার আগে নিজের আলাদা রেশন কার্ড বানাতে পারবেন না। আগে অনেক জায়গায় দেখা যেত ১৪-১৫ বছর বয়সে আলাদা কার্ড নেওয়া হচ্ছে, এবার সেটা বন্ধ হবে।

ছোটদের জন্য নতুন নিয়ম

যেসব শিশু ৫ বছরের কম বয়সি, তাঁদের ক্ষেত্রেও আধার নম্বর থাকলে তোলা যাবে। আর ৫ বছর বয়স হলেই, এক বছরের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে।

এই নিয়মগুলো কেন আনা হচ্ছে?

কেন্দ্র বলেছে, অনেক জায়গায় ভুয়ো রেশন কার্ডে রেশন তোলা হচ্ছে, আবার অনেক গরিব মানুষ ঠিকমতো রেশন পাচ্ছেন না। এই নতুন নিয়ম চালু হলে:

1) প্রকৃত সুবিধাভোগীরা রেশন পাবেন

2) জাল কার্ড বন্ধ হবে

3) রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে

সবশেষে:

সব মিলিয়ে বলা যায়, রেশন কার্ড সচল রাখতে গেলে এবার থেকে নিয়ম মানতেই হবে। সময়মতো ই-কেওয়াইসি করতে হবে, নিয়মিত রেশন তুলতে হবে, না হলে কার্ড বন্ধ হতে পারে। তাই এখন থেকেই কাগজপত্র গুছিয়ে রাখুন, নিয়ম মতো কাজ করে নিন – যাতে ভবিষ্যতে সমস্যা না হয়।

আরও পড়ুন:- 2002 voter list download west bengal| ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড

আরও পড়ুন:- কৃষকবন্ধুর টাকা কবে দিবে জানালো কৃষি দপ্তর |Krishak Bandhu Taka Kobe Dibe 2025

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular