Old Age Pension West Bengal: ১৫০০ টাকায় বার্ধক্যভাতা বৃদ্ধির প্রস্তাব, কিন্তু বকেয়া ছাড়ছে না কেন্দ্র
কেন্দ্রের দপ্তরগুলোর ফাইলের জটেই এখন আটকে আছে পশ্চিমবঙ্গের প্রাপ্য বিপুল টাকা। রাজ্যের দাবি, প্রায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা এখনও কেন্দ্র থেকে আসেনি।
তার মধ্যে রয়েছে ১০০ দিনের কাজ, আবাস যোজনা, সমাজ সুরক্ষা প্রকল্প—সব কিছুরই টাকা। ফলে বিভিন্ন প্রকল্প চালাতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার।
এই পরিস্থিতিতেই আবার সামাজিক সুরক্ষার দায়ভারও রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে কেন্দ্র, এমন অভিযোগ উঠেছে নবান্নের তরফে।
Old Age Pension West Bengal
বার্ধক্যভাতা বাড়ানোর নতুন চাপ
সূত্রের খবর অনুযায়ী, দিল্লি থেকে বার্তা এসেছে—বার্ধক্যভাতা মাসে দেড় হাজার টাকা (1500) করতে হবে।
এখন রাজ্য সরকার জয় বাংলা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক প্রবীণের অ্যাকাউন্টে হাজার টাকা করে বার্ধক্যভাতা দেয়। রাজ্যের মন্ত্রীদের মতে, দরকার হলে ওই অঙ্কটা দেড় হাজার করতেও রাজ্যের আপত্তি নেই, কিন্তু সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সহায়তার অভাব।
আরও পড়ুন:- টোটো রেজিস্ট্রেশন অনলাইন আবেদন । Toto Registration Online
কেন্দ্রীয় প্রকল্পেও কাটছাঁটের ভাবনা
আগে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্প (NSAP) সম্পূর্ণ কেন্দ্রীয় উদ্যোগ হিসেবেই চালু ছিল।
এই প্রকল্পে কেন্দ্র থেকে ৬০ থেকে ৭৯ বছর বয়সিদের দেওয়া হত মাত্র ২০০ টাকা, আর ৮০ বছর পেরোলেই ৫০০ টাকা।
তার সঙ্গে রাজ্য আরও ৮০০ ও ৫০০ টাকা যোগ করে মোট হাজার টাকা করত।
এই ভাতাই এখন রাজ্যের ২১ লক্ষ প্রবীণ মানুষ পাচ্ছেন।
এছাড়াও জয় বাংলা প্রকল্পে আরও ১ কোটির বেশি মানুষ এই সুবিধা পাচ্ছেন।
এখন খবর এসেছে, NSAP প্রকল্পকেও কেন্দ্র ১০০ শতাংশ কেন্দ্রীয় প্রকল্প হিসেবে রাখবে না। বরং এটি বদলে যাবে সহযোগিতা ভিত্তিক প্রকল্পে, যেখানে খরচের একটা বড় অংশ দিতে হবে রাজ্যকেই।
নতুন প্রস্তাব কী বলছে?
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে পাঠানো প্রস্তাব অনুযায়ী,
আগে যেখানে কেন্দ্র ২০০ ও ৫০০ টাকা দিত, এখন তা ৬০০ টাকা করা হবে।
কিন্তু ২০২৬-২০৩১ সালের অর্থ কমিশনের মেয়াদে কেন্দ্র সেই পুরো টাকাটাও দেবে না।
তারা বলছে—এর মধ্যে ৬০ শতাংশ অর্থাৎ ৩৬০ টাকা দেবে কেন্দ্র,
বাকি ৪০ শতাংশ রাজ্যকেই বহন করতে হবে।
রাজ্যের অভিযোগ, এভাবে কেন্দ্র নিজের দায়িত্ব রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে।
যদি রাজ্য নিজের অংশ না বাড়ায়, তবে দেড় হাজার টাকায় ভাতা তোলা সম্ভব হবে না।
আরও পড়ুন:- পরিযায়ী শ্রমিকদের শ্রমিক কার্ড দিচ্ছে সরকার , ডাউনলোড করুন : Porijayi Sromik Card Download
কেন্দ্র–রাজ্যের টানাপোড়েন আরও বাড়বে?
মন্ত্রক সূত্রে খবর, খুব শিগগিরই কেন্দ্র ফের সব রাজ্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে।
সেই বৈঠকেই তারা জানাবে, রাজ্যগুলিকে নিজেদের অংশ বাড়িয়ে ভাতা দেড় হাজারে তুলতে হবে।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার প্রশ্ন তুলেছেন—
“রাজ্য কত টাকা দেবে, তা কেন্দ্র ঠিক করবে কী করে?
এটা স্পষ্ট করে দিচ্ছে, দেশে এখন একনায়কতন্ত্র চলছে।”
রাজ্যের দাবি, কেন্দ্রের টানাপোড়েন চললে সামাজিক সুরক্ষা প্রকল্প টিকিয়ে রাখা কঠিন হবে। কেন্দ্রের মত, রাজ্যগুলিকেই বেশি দায়িত্ব নিতে হবে।
তবে প্রশ্ন রয়ে গেছে—প্রাপ্য টাকা এখনও কেন মেলেনি? এই টানাপোড়েনের চাপে সবচেয়ে কষ্টে সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামের প্রবীণরা।
আরও পড়ুন:- আপনার পূর্বপুরুষদের কত টাকা, সম্পত্তি রয়েছে চেক করুন | RBI Unclaimed Deposit Incentive Scheme
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |