Monday, December 22, 2025
Homeটেক নিউজSIR ৫৮ লক্ষ নাম বাদ, আপনার বুথের নামের লিস্ট ডাউনলোড করুন |...

SIR ৫৮ লক্ষ নাম বাদ, আপনার বুথের নামের লিস্ট ডাউনলোড করুন | SIR Draft Roll West Bengal

পশ্চিমবঙ্গে ১১ ডিসেম্বর শেষ হয়েছে ইনিউমারেশন পর্ব অর্থাৎ গণনা ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট ছিল ১১ই ডিসেম্বর (SIR Draft Roll West Bengal)।

ইনিউমারেশন পর্ব শেষ হওয়ার পরেই জানা গেল রাজ্যে মোট কত ভোটারের নাম বাদ যেতে চলেছে ।ইতিমধ্যেই কমিশনের পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জন ভোটারের নাম SIR পর্বে বাদ যাচ্ছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এদের মধ্যে রয়েছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, এছাড়া অনুপস্থিত ভোটার । আগামী ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন । সেই খসড়া লিস্টে থাকবে না এই বাদ যাওয়া ৫৮ লক্ষের নাম।

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই বাড়িতে বাড়িতে সন্দেহজনক ভোটারদের হেয়ারিং নোটিশ পাঠানো হবে। BLO দের নির্দেশ দেওয়া হয়েছে ফর্মে বাবা, মা, ঠাকুরদা, ঠাকুর মা, দাদু, দিদিমাকে আত্মীয় দেখিয়ে বহু মানুষ SIR এর ফর্ম জমা করেছেন। তাদের মধ্যে বেশ কিছু সন্দেহজনক ভোটার রয়েছে।

আরও পড়ুন:- ৫৭ টি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু, অনলাইন আবেদন দেখুন | wb chit fund refund online

সেই সমস্ত ভোটারদের আত্মীয় সংক্রান্ত নথি জোগাড় করে আপলোড করতে হবে । এখন পর্যন্ত যা হিসেবে তাতে ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল এমন ২ কোটি ৯৩ লক্ষ ৬৯ হাজার ১৮৮ জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে । যাদের নাম ২০০২ সালের তালিকায় না থাকলেও বাবা-মা বা আত্মীয়ের নাম আছে এমন ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৪ লক্ষ ৫৫ হাজার ৯৩৯ জন ।

এখনো পর্যন্ত যা হিসেবে তাতে মোট ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জনের নাম বাদ পড়তে চলেছে এর মধ্যে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভোটাররা রয়েছে ।

যাদের নাম বাদ গেছে তাদের নামের তালিকা প্রত্যেকটি বুথে বুথে BLO দের টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে , এছাড়াও অনলাইনে জেলা প্রশাসন থেকে প্রতিটি জেলার বুথ অনুযায়ী বাদ যাওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশিত করতে বলা হয়েছে ।

আমরা আজকের এই প্রতিবেদনে কিভাবে অনলাইনে আপনারা বাদ যাওয়া নামের লিস্ট দেখবেন বিস্তারিত আলোচনা করব।

কিভাবে দেখবেন আপনার বুথের বাতিল ভোটারের লিস্ট :-

১) সবার প্রথম নিচে দেওয়া ছকটি থেকে আপনার জেলার নামটি বেছে নিন ।

২) তারপর জেলার পাশে বাতিল ভোটার লিস্ট ডাউনলোড লেখায় উপর ক্লিক করুন ।

৩) তারপর আপনার জেলার নাম সিলেক্ট করুন এবং আপনার বিধানসভার নাম সিলেক্ট করুন ।

৪) তাহলেই ওই বিধানসভার ভেতর যতগুলি বুথ রয়েছে সমস্ত বুথের লিস্ট ডাউনলোড করার অপশন চলে আসবে ।

৫) আপনি যেই বুথের লিস্ট দেখতে চাইছেন তার পাশে ASD List ডাউনলোড অপশন পাবেন সেখানে ক্লিক করলেই পিডিএফ ডাউনলোড হয়ে যাবে ।

৬) ওই লিস্টে আপনি দেখতে পাবেন আপনার বুথের কতজন ভোটারের নাম বাদ পড়ে গেছে তাদের সমস্ত বিবরণ এবং কেন তাদের নাম বাদ গিয়েছে তার কারনও।

-: SIR বাদ যাওয়া নামের লিস্ট ডাউনলোড করুন (SIR Deleted Voter List):-

District
COOCHBEHAR
ALIPURDUAR
JALPAIGURI
KALIMPONG
DARJEELING
UTTAR DINAJPUR
DAKHSIN DINAJPUR
MALDA
MURSHIDABAD
NADIA
NORTH 24 PARGANAS
SOUTH 24 PARGANAS
KOLKATA SOUTH
KOLKATA NORTH
HOWRAH
HOOGHLY
PURBO MEDINIPUR
PASCHIM MEDINIPUR
JHARGRAM
PURULIA
BANKURA
PURBA BARDHAMAN
PASCHIM BARDHAMAN
BIRBHUM

আরও পড়ুন:- বাংলার বাড়ির লিস্ট সব জেলার দেখুন | Banglar Bari List 2025 West Bengal

আরও পড়ুন:- জব কার্ডের নতুন লিস্ট ডাউনলোড করুন | Wb Job Card List Download

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular